For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতের অনুপস্থিতিতে অধিনায়ক রাহুল, গুণমান পরীক্ষা করবেন নির্বাচকরা

Google Oneindia Bengali News

লখনউ সুপার জায়ান্টসের হয়ে তাঁর অধিনায়কত্ব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যদিও প্রথম আইপিএল সিজনেই নতুন দল নিয়ে এসে প্লে অফ খেলা সহজ বিষয় ছিল না। কিন্তু সেটা করে দেখিয়েছেন কে এল রাহুল। দলকে যেমন এতদূর নিয়ে এসেছেন তেমন নিজেও ব্যাটে ৬০০-র উপর রান করেছেন। যদিও রাহুলের ব্যাট নিয়ে কোনও প্রশ্ন উঠবে না কারণ গত ৬ সিজন ধরে আইপিএলে তিনি ৫০০-র বেশি রান করছেন। নজরে ছিল তাঁর অধিনায়কত্ব।

 অ্যাসিড টেস্ট

অ্যাসিড টেস্ট

পাঞ্জাব থেকে নতুন দলে এসে কী করেন কেএল সেটাই সেখার বিষয় ছিল। এলিমিনেটরে দলকে তীরে পৌঁছে দিতে না পারলেও বলা যেতে পারে তিনি ৮০ শতাংশ সফল। ভালো খেললেও হার্দিকের মতো দল ছিল না রাহুলের কাছে। তা নিয়ে শেষ চারে পৌঁছে সিলেক্টরদের মন কেড়েছেন কেএল। তাই তাঁকে আরেকবার অধিনবায়কত্ব দিয়ে দেখছেন নির্বাচকরা। আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজ হতে চলেছে কে আকে রাহুলের অধিনয়কত্বের অ্যাসিড টেস্ট।

বিরাট ভাবনায় শিলমোহর

বিরাট ভাবনায় শিলমোহর

ঘটনা হল বিরাট কোহলি অধিনাতকত্ব ছাড়ার সময় তাঁর নামটাই রেকমেন্ড করেছিলেন নির্বাচকদের কাছে। তখন তড়িঘড়ি দলের খোলনলচে সব বদলে ফেলে সমস্ত ফরম্যাটে অধিনায়ক করা হয় রোহিতকে। আর তাঁকে অধিনায়কত্ব দিয়েই তাঁর বিকল্পও খুঁজতে বসে গেছে টিম ম্যানেজমেন্ট। আর তা খুঁজতে গিয়েই কোহলির ভাবনাকে ফলপ্রসূ করার পথে এগোচ্ছেন সিলেক্টররা।

কেন রাহুলের অ্যাসিড টেস্ট ?

কেন রাহুলের অ্যাসিড টেস্ট ?

রোহিত শর্মার পরে কেএল রাহুল এবং ঋষভ পন্ত দুজন সম্ভাব্য অধিনায়কত্বের বিকল্প হওয়ায় কেএল রাহুলকে দক্ষিণ আফ্রিকা সিরিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার যোগ্যতা প্রমাণ করতে হবে। তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতকে ওডিআই সিরিজে অধিনায়কত্ব করলেও সেখানে ০-৩ ব্যবধানে হেরে যান। একটি টেস্টে অধিনায়কত্ব করে সেখানেও হারেন। দক্ষিণ আফ্রিকাকে কামব্যাকের সুযোগ করে দেন। সিরিজ নিয়ে যান ডিন এলগারের দল। তাই এটা হতে চলেছে রাহুলের অধিনায়ক হিসাবে অ্যাসিড টেস্ট।

এটা রাহুলের জন্য বড় সুযোগও বটে

এটা রাহুলের জন্য বড় সুযোগও বটে

নির্বাচন কমিটির একজন সদস্য বলেছেন "এটা কেএলের জন্য একটা দুর্দান্ত সুযোগ হবে। তার আশেপাশে একমাত্র সিনিয়র হবেন ভুবনেশ্বর এবং একজন সম্ভাব্য ভারতীয় অধিনায়ক হিসেবে এটাই হবে তার জন্য সেরা পরীক্ষা। আমি বলব না যে সে চাপের মধ্যে থাকবে তবে অবশ্যই তাকে ভালোভাবে দেখে নেওয়া হবে।"

এও তিনি বলেছেন , ""দেখুন, দক্ষিণ আফ্রিকা সফরে অধিনায়কত্ব করা ছিল ওঁর প্রথম কাজ। তাছাড়া এটা একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়ার মতো নয়। আনুসঙ্গিক অনেক চাপ থাকে। আগে ও যা ভুল করেছে সেখান থেকে শেখারও ছিল। আমি নিশ্চিত ও ভালো কাজ করবে।"

English summary
captaincy will be a acid test for kl rahul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X