For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পন্থের করোনা ও ঋদ্ধির আইসোলেশনে ফেভারিট রাহুলকে টক্কর-বার্তা কার্তিকের

Google Oneindia Bengali News

ভারতীয় দল পৌঁছে গিয়েছে ডারহামে। যদিও দলের সঙ্গে যাননি করোনা আক্রান্ত ঋষভ পন্থ, থ্রোডাউনের দায়িত্বপ্রাপ্ত দয়ানন্দ। তাঁদের সংস্পর্শে আসায় বোলিং কোচ ভরত অরুণ, উইকেটকিপার ঋদ্ধিমান সাহা ও স্ট্যান্ডবাই অভিমন্যু ঈশ্বনরকে ২৪ জুলাই অবধি থাকতে হবে আইসোলেশনে। এই অবস্থায় প্রস্তুতি ম্যাচে ভারতের প্রথম একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে।

রাহুলের ভাগ্যোদয়

রাহুলের ভাগ্যোদয়

ভারতীয় শিবির সূত্রে জানা গিয়েছে, ঋষভ পন্থ ১৮ জুলাই আইসোলেশন থেকে বেরোবেন। কাউন্টির বাছাই ক্রিকেটারদের নিয়ে গঠিত দলের বিরুদ্ধে ভারতীয় দল ডারহামে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ২০ জুলাই। পন্থ যদি ওই ম্যাচে নামার আগে পুরো ফিট না হন তাহলে লোকেশ রাহুল ছাড়া ভারতীয় দলে আর কোনও উইকেটকিপার নেই। কেন না, পন্থ না খেলতে পারলে ঋদ্ধিমান সাহার সুযোগ ছিল। কিন্তু দয়ানন্দের সংস্পর্শে আসায় ঋদ্ধি ছিটকে গিয়েছেন প্রস্তুতি ম্যাচ থেকে। তাঁকে লন্ডনে ২৪ জুলাই অবধি আইসোলেশনে থাকতে হবে।

ওপেনিং নিয়ে

ওপেনিং নিয়ে

লোকেশ রাহুল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে জায়গা পাননি। শুভমান গিল চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ফলে রোহিত শর্মার সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে চর্চা চলছে। দৌড়ে এগিয়ে ময়াঙ্ক আগরওয়াল। কিন্তু প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুলকেও দেখে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে রাহুল আইপিএলে ভালো ফর্মে ছিলেন।

দীনেশের টুইট

এরই মধ্যে দীনেশ কার্তিক গতকাল একটি টুইট করেছেন। যেখানে কলকাতা নাইট রাইডার্সের কিট ব্যাগ খুলে তার উপর নতুন গ্লাভস রেখে ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা জাস্ট সেয়িং। অর্থাৎ বিরাট কোহলি বা টিম ম্যানেজমেন্টকে তিনি বার্তা দিতে চেয়েছেন, পন্থের করোনা ও ঋদ্ধি আইসোলেশনে থাকায় প্রয়োজন হলে উইকেটের পিছনে দাঁড়াতে তৈরি তিনি। কার্তিক এখন ইংল্যান্ডেই রয়েছেন ধারাভাষ্যের কাজে। সম্প্রতি তিনি একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যা দেখে রোহিত শর্মা লিখেছেন, তোমাকে বলতে চাই তোমার মধ্যে এখনও ক্রিকেট অবশিষ্ট রয়েছে। কার্তিকও প্রত্যুত্তরে লেখেন, এ বিষয়ে তাঁর কোনও সংশয় নেই। অর্থাৎ দুই বছর জাতীয় দলের বাইরে থাকা কার্তিকের মনে ভারতীয় দলে কামব্যাকের ইচ্ছা যে এখনও রয়েছে নতুন টুইটেও সেটা পরিষ্কার।

পন্থের পাশে

পন্থের পাশে

গতকাল ওমান যাওয়ার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পন্থের পাশে দাঁড়িয়েছেন। মাস্ক ছাড়া ওয়েম্বলিতে পন্থের যাওয়া নিয়ে যে বিতর্ক সে প্রসঙ্গে সৌরভ বলেন, ইউরোয় বেশিরভাগকেই মাস্ক পরতে দেখা যায়নি। দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকা কঠিন ক্রিকেটারদের পক্ষে। সে কারণেই ছুটি দেওয়া হয়েছিল। আমরাও তো বেরোচ্ছি। প্রথম টেস্ট যে পন্থই খেলবেন এবং তা নিয়ে কোনও চিন্তা নেই সে কথাও জানিয়ে দিয়েছেন সৌরভ। ইংল্যান্ড সিরিজ নিয়ে তিনি বলেন, ভারত অস্ট্রেলিয়াতেও তো কামব্যাক করে সিরিজ জিতেছিল। তাই একটা ম্যাচ দেখেই সব বিচার করা ঠিক নয়। ভারত ভালো খেলেছে। তাছা়ড়া পাঁচ টেস্টের সিরিজ লম্বা সিরিজ। সবমিলিয়ে বিরাটদের প্রতি বিসিসিআই সভাপতির পূর্ণ আস্থাই রয়েছে।

English summary
KL Rahul May Keep Wickets During Warm Up Game If Pant Is Not Fit. Dinesh Karthik Has Decided To Send A Subtle Reminder To Virat Kohli That He Is Ready.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X