For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোহানেসবার্গ টেস্টে ব্যর্থ মিডল অর্ডার, রাহুলের অর্ধশতরানেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত

Google Oneindia Bengali News

জোহানেসবার্গ টেস্টে সিরিজ জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে। যদিও চা বিরতি অবধি চাপেই ভারত। বড় রান তোলাও খুবই কঠিন বলেই মনে করা হচ্ছে। প্রথম ঘণ্টা ছাড়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের দুটি সেশনে দাপট দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসাররাই। চা বিরতিতে ভারতের স্কোর ৫ উইকেটে ১৪২। ৫০ রান করার পর আক্রমণাত্মক শট খেলতে গিয়ে মার্কো জানসেনের শিকার হন লোকেশ রাহুল।

রাহুলের অর্ধশতরানেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত

মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ৩ উইকেটে ৫৩। চা বিরতিতে তা হয়েছে ৫১ ওভারে ৫ উইকেটে ১৪৬। ৫.১ ওভারে ২৬ রান যোগ করেছেন ঋষভ পন্থ ও রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ২১ বলে ২৪ ও পন্থ ৩২ বলে ১৩ রানে অপরাজিত রয়েছেন। অশ্বিনের ব্যাট থেকে এসেছে চারটি বাউন্ডারি, একটি চার মেরেছেন পন্থ। দ্বিতীয় সেশনে ভারত হারিয়েছে হনুমা বিহারী ও লোকেশ রাহুলের উইকেট।

রাহুলের অর্ধশতরানেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত

৪৯ রানের মাথায় পরপর দুই বলে চেতেশ্বর পূজারা (৩) ও অজিঙ্ক রাহানে (০)-র উইকেট হারিয়েছিল ভারত। এরপর ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন হনুমা বিহারী ও লোকেশ রাহুল। এক বছর বাদে ভারতের হয়ে টেস্ট খেলছেন হনুমা। এদিন ক্রিজে খুব একটা স্বস্তিতে না থাকলেও তিনটি বাউন্ডারি মারেন। তবে ব্যক্তিগত ৯ রানে তাঁর ক্যাচ ফেলেছিলেন তেম্বা বাভুমা। সেই জীবন পাওয়ার ফায়দা তুলতে অবশ্য তিনি ব্যর্থ হলেন। কাগিসো রাবাডার বল তাঁর ব্যাটে লাগার পর শর্ট লেগে অসাধারণ ক্ষিপ্রতায় তা তালুবন্দি করেন ভ্যান ডার ডুসেন। যা দেখে সুনীল গাভাসকর, এটা যতটা না রাবাডার উইকেট, তার চেয়ে বেশি ডুসেনেরই। ৫৩ বল খেলে ২০ রান করে আউট হন হনুমা বিহারী। বিরাট কোহলি আপার ব্যাক স্প্যাজমের কারণে ছিটকে যাওয়ায় এবং শ্রেয়স আইয়ারের পেটের গণ্ডগোল থাকায় সুযোগ এসেছে বিহারীর কাছে।

লোকেশ রাহুল ১২৮ বলে ৯টি চারের সাহায্যে টেস্ট কেরিয়ারের ত্রয়োদশ অর্ধশতরান পূর্ণ করেন। এরপর মার্কো জানসেনের বলে পুল মারতে গিয়ে তিনি রাবাডার হাতে ক্যাচ দিয়ে ফেরেন। ১৩৩টি বল খেলেছেন রাহুল। তবে যে শট মারতে গিয়ে তিনি আউট হলেন প্যাভিলিয়নে ফেরার সময় তাতে তিনি স্পষ্টতই হতাশ। হনুমা বিহারী আউট হয়েছিলেন ৩৮.৪ ওভারে দলের ৯১ রানের মাথায়। ৪৫.৫ ওভারে ১১৬ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় ভারত।

রাহুলের অর্ধশতরানেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চাপে ভারত

ডুয়ান অলিভিয়ের ও মার্কো জানসেন দুটি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পান কাগিসো রাবাডা। তবে কেশব মহারাজ যেভাবে প্রথম দিন বল ঘোরাচ্ছেন তাতে চতুর্থ ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের মুখে চওড়া হাসি ফুটতেই পারে, প্রোটিয়াদের পড়তে হতে পারে কঠিন চ্যালেঞ্জের মুখেই।

English summary
South African Pacer Put India Under Pressure In Johannesburg Test. KL Rahul Scores 50, Janesn And Olivier Get Two Wickets Each.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X