ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে বিশেষ রেকর্ডের মালিক রাহুল, কী বলছে পরিসংখ্যান
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে কামাল করেছেন কেএল রাহুল। আইপিএলে যেখানে শেষ করেছিলেন, কার্যত সেখান থেকেই টি-টোয়েন্টির আন্তর্জাতিক সফর শুরু করেছেন টিম ইন্ডিয়ার উইকেটকক্ষক। সেই সঙ্গে কিংবদন্তি এমএস ধোনির দীর্ঘদিন ধরে টিকে থাকা এক রেকর্ডকে টপকে গিয়েছেন কর্নাটকী উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ধোনিকে টপকে গেলেন রাহুল
ভারতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টিতে দুটি অর্ধশতরান ছিল দেশের কিংবদন্তি উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান এমএস ধোনির। মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করে ভারতের উইকেটরক্ষক হিসেবে টি-টোয়েন্টি অর্ধশতরান সংখ্যায় মাহিকে টেক্কা দিয়েছেন কেএল রাহুল। ধোনির থেকে একধাপ এগিয়ে গেলেন কর্নাটকের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

মানুকা ওভালে দুর্দান্ত রাহুল
মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪০ বলে ৫১ রানের লড়াকু ইনিংস খেলেন কেএল রাহুল। পাঁচটি চার ও একটি ছক্কা আসে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ব্লেড থেকে। টি-টোয়েন্টি কেরিয়ারে এটি তাঁর ১২তম অর্ধশতরান। উইকেটরক্ষক হিসেবে তৃতীয়।

রাহুলের কেরিয়ার
ভারতীয় দলের জার্সিতে ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। আজকের ম্যাচ নিয়ে মোট ৩৯টি ইনিংস খেলে ১৫১২ রান করেছেন টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দুটি শতরান রাহুলের ব্যাট থেকে।

এক বছরে নজির
আইপিএল এবং টি-টোয়েন্টি মিলিয়ে চলতি বছর টি-টোয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন কেএল রাহুল। সংযুক্ত আরব আমিরশাহীতে সদ্য শেষ হওয়া আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৬৭০ রান করে কমবা টুপি জিতেছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক।