For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বিরাট কোহলির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন রাহুল, বিশ্ব ক্রিকেটে জয়াগা করে নিলেন প্রথম তিনে

IPL 2022: বিরাট কোহলির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিলেন রাহুল, বিশ্ব ক্রিকেটে জয়াগা করে নিলেন প্রথম তিনে

Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তাঁর নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টস হারলেও ব্যক্তিগত নজির গড়লেন কে এল রাহুল। এই নজিরের সৌজন্যে পিছনে ফেলে দিলেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা নক্ষত্র বিরাট কোহলিকে।

বিরাটকে ছাপিয়ে শীর্ষে রাহুল:

বিরাটকে ছাপিয়ে শীর্ষে রাহুল:

দ্রুততম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করলেন কে এল রাহুল। মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩০ রানের ইনিংস খেলেন রাহুল এবং এই ইনিংসের সৌজন্যেই তিনি ছাপিয়ে গেলেন রাহুলকে। টি-২০ ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করতে বিরাট কোহলি নিয়েছিলে ১৮৪টি ইনিংস, সেখানে কে এল রাহুলের লাগল ১৬৬টি ইনিংস।

আন্তর্জাতিক আঙিনায় প্রথম তিনে রাহুল:

আন্তর্জাতিক আঙিনায় প্রথম তিনে রাহুল:

ভারতীয়দের মধ্যে দ্রুততম হলেও আন্তর্জাতিক স্তরে দ্রুততম ছয় হাজার টি-২০ রান অর্জনের ক্ষেত্রে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর আগে রয়েছে ক্রিস গেইল এবং বাবর আজম। শীর্ষ স্থানে রয়েছেন গেইল। এই রেকর্ড তৈরি করতে তাঁর প্রয়োজন পড়েছিল ১৬২ ইনিংসের।

টি-২০ ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করা পাঁচ ভারতীয় ব্যাটসম্যান:

টি-২০ ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করা পাঁচ ভারতীয় ব্যাটসম্যান:

কে এল রাহুল এবং বিরাট কোহলি ছাড়া টি-২০ ক্রিকেটে ছয় হাজার রান পূর্ণ করেছেন শিখর ধাওয়ান, সুরেশ রায়না এবং রোহিত শর্মা। এই তিন ক্রিকেটারেরই লেগেছে ২০০ ইনিংসের বেশি। শিখর ধাওয়ান সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ৬০০০ রান পূর্ণ করতে নিয়েছেন ২১৪টি ইনিংস, সুরেশ রায়না নিয়েছেন ২১৭টি ইনিংস, রোহিত শর্মার প্রয়োজন পড়েছে ২২৮টি ইনিংস।

আইপিএল-এ বিরাট-রাহুলের পারফরম্যান্স এবং তাঁদের দলের হালহকিকত:

আইপিএল-এ বিরাট-রাহুলের পারফরম্যান্স এবং তাঁদের দলের হালহকিকত:

বিরাট কোহলি চলতি আইপিএল-এ নিজের পরিচিত ছন্দ ফিরে পেতে ব্যর্থ হয়েছেন। দীর্ঘদিনের রানের খরা অব্যহত রয়েছে এই আইপিএল-এও। লখনউ-এর বিরুদ্ধে শেষ ম্যাচে গোল্ডেন ডাকে ফিরেছেন তিনি। যদিও তাঁর পারফরম্যান্সের প্রভাব তাঁর দলের উপর পড়েনি। লখনউকে হারিয়ে ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে।

অপর দিকে, ব্যাট হাতে ছন্দে রয়েছেন কে এল রাহুলও। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গত সপ্তাহে শতরান করেছেন তিনি। ৭ ম্যাচে ২৬৫ রান করে কমালি টুপির দৌড়ে প্রথম পাঁচে রয়েছেন তিনি। রাহুলের দল এই মুহূর্তে আরসিবির বিরুদ্ধে হেরে তৃতীয় স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে গিয়েছে।

English summary
KL Rahul breaks Virat Kohli's record and become the fastest Indian to reach the milestone of 6000 T20 runs. He is in third position overall.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X