For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুল-সূর্যর অর্ধশতরান, বিরাট-কার্তিকও দুরন্ত! দক্ষিণ আফ্রিকাকে ২৩৮ রানের টার্গেট দিল ভারত

Google Oneindia Bengali News

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান তুলে ফেলল ভারত। সিরিজ বাঁচাতে তেম্বা বাভুমাদের সামনে ২৩৮ রানের টার্গেট রাখল ভারত। এই নিয়ে চলতি বছরে ৫ বার টি ২০ আন্তর্জাতিকে ২০০ বা তার বেশি রান তুলল মেন ইন ব্লু। সূর্যকুমার যাদব করেন সর্বাধিক ৬১। লোকেশ রাহুল করেন ৫৭। বিরাট কোহলি অপরাজিত থাকেন ৪৯ রানে।

দুরন্ত ওপেনিং জুটি

দুরন্ত ওপেনিং জুটি

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দলকে শক্ত ভিতে দাঁড় করান অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক লোকেশ রাহুল। পাওয়ারপ্লে-র ৬ ওভারে ওঠে বিনা উইকেটে ৫৭। ভারতের ৫০ রান এসেছিল ৫.৩ ওভারে। ১০০ রান হয় ১০.৩ ওভারে। ১৫ ওভারে ভারত দেড়শো রান তুলে ফেলে। ২০০ রানে পৌঁছে যায় ১৭.২ ওভারে। ওপেনিং জুটিতে ৯.৫ ওভারে ওঠে ৯৬। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে রোহিত নিজের ৪০০তম টি ২০ ম্যাচে করেন ৩৭ বলে ৪৩। ১১.৩ ওভারে লোকেশ রাহুল আউট হন দলের ১০৭ রানের মাথায়। ২৪ বলে অর্ধশতরান পূর্ণ করা রাহুল সাজঘরে ফেরেন ২৮ বলে ৫৭ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ৫টি চার ও চারটি ছয়।

সূর্যর ঝড়

এরপর বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ঝড় তোলেন ভারতের ৩৬০ ডিগ্রি ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর ব্যাটিং তাণ্ডবেই রান তোলার গতি বাড়িয়ে দুশো পার করে ফেলে ভারত। এই নিয়ে টানা তিনটি টি ২০ আন্তর্জাতিকে হাফ সেঞ্চুরি হাঁকালেন সূর্যকুমার। হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিলেন ৩৬ বলে ৬৯। ত্রিবান্দ্রমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগের ম্যাচে অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫০ রান করে। আজ হাফ সেঞ্চুরি করতে সূর্যর লাগল মাত্র ১৮ বল। পাঁচটি করে চার ও ছয় মেরে ২২ বলে ৬১ রান করে রান আউট হন সূর্যকুমার।

বিরাট নজির

বিরাট কোহলিও খেললেন দায়িত্বশীল ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে বিরাট ও সূর্য শতরানের পার্টনারশিপ গড়লেন মাত্র ৪২ বলে। তাঁদের জুটিতে ওঠে ১০২ রান। ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলেছে। যা টি ২০ আন্তর্জাতিকে ভারতের চতুর্থ সর্বাধিক স্কোর। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে বিরাট ২৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। এরই ফাঁকে প্রথম ভারতীয় হিসেবে টি ২০ ক্রিকেটে ১১ হাজার রান হয়ে গেল কোহলির। একটি চার ও ২টি ছয়ের সাহায্যে দীনেশ কার্তিক ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। শেষ ৫ ওভারে ওঠে ৮২ রান, ১ উইকেটের বিনিময়ে।

ছন্নছাড়া বোলিং

দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সফলতম কেশব মহারাজ ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন। কাগিসো রাবাডা ৪ ওভারে ৫৭, ওয়েন পারনেল ৪ ওভারে ৫৪ রান, লুঙ্গি এনগিডি ৪ ওভারে ৪৯ রান দিয়ে উইকেট পাননি। আনরিখ নরকিয়া ৩ ওভারে দেন ৪১। এইডেন মার্করাম ১ ওভারে ৯ রান খরচ করেন।

English summary
India Set The Target Of 238 Runs For SA In The 2nd T20I. Suryakumar Hits Three Consecutive Half Centuries In T20Is.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X