For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্টে টপ গ্রেড কি পাবেন ঋষভ-রাহুল, কী হবে রাহানে-পূজারার, পাওয়া গেল ইঙ্গিত

বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্টে টপ গ্রেড কি পাবেন ঋষভ-রাহুল, কী হবে রাহানে-পূজারার, পাওয়া গেল ইঙ্গিত

Google Oneindia Bengali News

কিছু দিনের মধ্যেই নতুন সেন্ট্রাল কন্ট্রাক্ট ঘোষণা করবে বিসিসিআই। এই চুক্তিতে গ্রেড 'এ' থেকে বাদ পড়তে পারেন টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের দুই নিয়মিত ক্রিকেটার অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা। এরই সঙ্গে গ্রেড 'এ' থেকে 'এ+'-এ জায়গা করে নিতে পারেন ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হওয়ার দৌড়ে থাকা লোকেশ রাহুল এবং ঋষভ পন্থ।

বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্টে টপ গ্রেড কি পাবেন ঋষভ-রাহুল, কী হবে রাহানে-পূজারার, পাওয়া গেল ইঙ্গিত

বিসিসিসিআই-এর সেন্ট্রাল কনট্রাক্টের চারটি গ্রেড রয়েছে, সেগুলি হল- এ+, এ, বি এবং সি। এই গ্রেডে থাকা ক্রিকেটাররা বোর্ডের থেকে যথাক্রমে বছরে ৭ কোটি, ৫ কোটি, ৩ কোটি এবং ১ কোটি টাকা পান। সাধারণত এই রিটেনারশিপের লিস্ট তৈরি করে বার্ডো তিন আধিকারিক, পাঁচ সিলেক্টর এবং জাতীয় দলের প্রধান কোচ।

গত বছরের লিস্টে যে ২৮ জন ক্রিকেটার ছিলেন তাঁদের নাম এই বছরও বিসিসিআই-এর সেন্ট্রাল কনট্রাক্টে থাকার কথা। এখনও নতুন কোনও ক্রিকেটারকে এই লিস্টে যুক্ত করা বা কাউকে বাদ দেওয়া নিয়ে কোনও রকম আলোচনা হয়নি, শীর্ষ ক্রিকেটারদের গ্রেড বিন্যাস নিয়ে একাধিক আলোচনা হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই'কে বিসিসিআই-এর একটি সূত্র বলেছে, "রোহিত শর্মা, বিরাট কোহলি এবং জসপ্রীত বুমরাহ অবশ্যই এ+ গ্রেডে থাকবে। এই তিন ক্রিকেটারই তিন ফরম্যাটের ক্রিকেটে ভারতের গুরুত্বপূর্ণ অংশ। ধীরে ধীরে কেএল রাহুল এবং ঋষভ পন্থ জাতীয় দলে সব ফরম্যাটে নিজেদের জায়গা পাকা করছে। দেখার বিষয় হবে এই দুই ক্রিকেটারকে বিসিসিআই প্রমোট করে কি না!"

এরই সঙ্গে সেন্ট্রাল কন্ট্রাক্টের গ্রেড বিন্যাসের ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে থাকবে পুরো বছর ধারাবাহিক ভাবে অফ ফর্মে থাকা চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানের পারফরম্যান্স। ওই সূত্র পিটিআই'কে আরও বলেছে, "সেন্ট্রাল কন্ট্রাক্ট আগের মরসুমে ক্রিকেটারদের পারফরম্যান্সের বিচারে তৈরি হয়। বিসিসিআই এবং প্রধান কোচ (রাহুল) দ্রাবিড় যদি এই দুই ক্রিকেটারকে গ্রেড-'এ'তে রেখে সম্মান জানাতে চায় তা হলে সেটা অন্য বিষয় কিন্তু সাধারণত গ্রেড 'এ'তে (রাহানে-পূজারার) থাকার কথা নয়।" একই কথা প্রযোজন্য ইশান্ত শর্মা এবং হার্দিত পান্ডিয়ার ক্ষেত্রেও। এই দুই ক্রিকেটার চোটের কারণে গোটা মরসুম দলকে খুব বেশি সার্ভিস দিতে পারেনি। গ্রেড 'বি' জায়গা হতে পারে এই দুই ক্রিকেটারের।

গতবার গ্রুপ 'বি'-এর ক্রিকেটারদের মধ্যে শার্দূল ঠাকুর বেশ কিছু সিরিজে ভাল পারফর্ম করেছেন। তাঁকে গ্রুপ 'এ'-তে প্রমোট করতে পারে বিসিসিআই। অপর দিকে, গ্রুপ 'সি'-তে থাকা মহম্মদ সিরাজ গোটা বছর যখনই সুযোগ পেয়েছেন বল হাতে নিজের কাজটা ভাল মতো করে গিয়েছেন। সিরাজের সঙ্গে গ্রেড প্রমোশান হতে পারে ভবিষ্যতে ভারতীয় দলের তারকা হয়ে ওঠার সম্ভবনা থাকা শুভমিন গিল এবং হনুমা বিহারির। নতুনদের মধ্যে বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্টে প্রথমবারের জন্য সুযোগ পেতে পারেন ভেঙ্কটেশ আইয়ার এবং হর্ষল পটেল।

English summary
BCCI will announce central contract for 2022 in few days. According to senior BCCI source Ajinkya Rahane and Cheteshwar Pujara can loss their position in grade A while kl rahul and rishabh pant can upgrade to grade A+.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X