For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: সন্দেহজনক বোলিংয়ের অভিযোগের পর আজ আরসিবি'র বিরুদ্ধে কি নারিনকে ব্যবহার করবে কেকেআর

আইপিএল ২০২০: সন্দেহজনক বোলিংয়ের অভিযোগের পর আজ আরসিবি'র বিরুদ্ধে কি নারিনকে ব্যবহার করবে কেকেআর

  • |
Google Oneindia Bengali News

শারজায় আরসিবির বিরুদ্ধে মহারণে নামার আগে জোড়া চিন্তায় নাইট রাইডার্স। আন্দ্রে রাসেলকে নিয়ে চোট চিন্তায় দল। পাঞ্জাব ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর শেষ পর্যন্ত রাসেল আজ মাঠে নামতে পারেন কিনা, টস মুহূর্তে চূড়ান্ত আপডেট পাওয়া যাবে। অন্যদিকে নারিনকে নিয়েও চিন্তার কালো মেঘ!

কেন নারিনকে নিয়ে উদ্বেগ

কেন নারিনকে নিয়ে উদ্বেগ

আইপিএল ২০২০তে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ উঠেছে। এবছর আইপিএলে নারিন ব্যাটে প্রভাব ফেলতে পারেননি। তাই দল তাঁর বোলিংয়ের দিকেই তাকিয়ে রয়েছে। এর মাঝেই সবে নারিন যখন ফর্মে ফিরছেন তখনও তাঁর ডেলিভারির অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

দ্বিতীয়বার ভুল করলেই নির্বাসন

দ্বিতীয়বার ভুল করলেই নির্বাসন

আম্পায়াররা কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় সুনীল নারিনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের রিপোর্ট জমা দেন। আপাতত নারিনকে শুধুমাত্র সতর্ক করা হয়েছে। কিন্তু চলতি আইপিএলে আরও একবার তাঁর বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট জমা পড়লেই নারিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে চলতি আইপিএলে বোলিং করা থেকে রহস্যময় স্পিনার নির্বাসিত হতে পারেন।

আজ নারিনকে ব্যবহার করবে কি কেকেআর

আজ নারিনকে ব্যবহার করবে কি কেকেআর

নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর অনেক ক্রিকেট বিশেষজ্ঞই বলছেন এদিন নাইট রাইডার্স নারিনকে দিয়ে বোলিং করানোর ঝুঁকি নাও নিতে পারে। টুর্নামেন্টে এখন সবে কেকেআর ৬টি ম্যাচ খেলেছে। আইপিএল বিজনেস এন্ডে পৌঁছলে নারিনকে কেকেআরের সবচেয়ে বেশি প্রয়োজন। তাঁর আগে অ্যাকশন সংকটের কারণে নারিন বল করা থেকে নির্বাসিত হলে বড় সংকটে পড়বে কেকেআর।

হারা ম্যাচ জিতিয়েছেন নারিন

হারা ম্যাচ জিতিয়েছেন নারিন

চেন্নাই এবং পাঞ্জাব দুই ম্যাচেই হারা ম্যাচ দলকে জিতিয়েছেন নারিন। পাঞ্জাব ম্যাচে শেষ স্পেলে স্লগ ওভারের ১৮ ও ২০ ওভারে যথাক্রমে ২ ও ১১ রান খরচ করেন। দুটি ওভারে উইকেট পেয়েছিলেন। ফলে শেষ পর্যন্ত ২ রানে ম্যাচ জিতেছিল কেকেআর।

নারিনের বোলিং হারাতে হলে কেকেআরের বোলিং দুর্বল হবে

নারিনের বোলিং হারাতে হলে কেকেআরের বোলিং দুর্বল হবে

নারিনকে টুর্নামেন্টে মাঝপথে বোলিং অ্যাকশনের জন্যে হারাতে হলে সেক্ষেত্রে কেকেআরের বোলিংয়ে গভীরতা অনেকটাই কমে যাবে। রাসেলের চোটের পর এমনীতেই স্লগ ওভারের বোলিংয়ে নিয়ে দীনেশকে নতুন করে পরিকল্পনা সাজাতে হচ্ছে। সেক্ষেত্রে নারিন ইস্যুতে চাপে নাইট পড়ল নাইট রাইডার্স।

নারিনকে নিয়ে নাইট শিবিরে কোন পরিকল্পনা

নারিনকে নিয়ে নাইট শিবিরে কোন পরিকল্পনা

দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা ভেবে প্রয়োজন আজ নারিনকে বিশ্রাম দিয়ে নেটে তাঁর বোলিং অ্যাকশন নিয়ে বাড়তি কসরত করা হতে পারে। কিন্তু রাসেলের চোটের পর এদিন বিদেশি পরিবর্তন সম্ভাবনা বেড়ে গিয়েছে। রাসেলের জায়গায় ব্যান্টন আসলে, এমনিতেই বোলিং দুর্বল হবে। এমনটা হলে সেক্ষেত্রে নারিনকে আজ খেলাতে কেকেআর। অন্যরকম পরিস্থিতিতে রাসেল খেললে আজ নারিনকে হয়ত বিশ্রামে পাঠাতে পারে ম্যানেজমেন্ট।

আইপিএল ২০২০: কোহলিদের বিরুদ্ধে আজ কী হবে কেকেআরের সম্ভাব্য একাদশ, ব্যাটিং অর্ডার কী হতে পারেআইপিএল ২০২০: কোহলিদের বিরুদ্ধে আজ কী হবে কেকেআরের সম্ভাব্য একাদশ, ব্যাটিং অর্ডার কী হতে পারে

English summary
KKR vs RCB: Will Sunil Narine be allowed to bowl by KKR after getting reported for illegal action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X