For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: অলিম্পিক পদকজয়ীদের সামনে আইপিএলে বল হাতে প্রথম আঘাত হানলেন কে? নজরে টুর্নামেন্টের প্রথম বিষয়গুলি

Google Oneindia Bengali News

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে আইপিএলের উদ্বোধনী ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই দুই ওপেনার-সহ চার উইকেট হারিয়েছে চেন্নাই সুপার কিংস। খেলা শুরুর আগে এদিন টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনাজয়ী নীরজ চোপড়া, ব্রোঞ্জজয়ী বক্সার লাভলিনা বরগোঁহাই ও ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলকে সংবর্ধিত করেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের আধিকারিকরা।

এবারের আইপিএলে প্রথমবার

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এদিন প্রথম খেলছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস ও অজিঙ্ক রাহানে। কেকেআর তিন বিদেশি নিয়ে মাঠে নেমেছে, খেলছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও স্যাম বিলিংস। তবে বিলিংস উইকেটের পিছনে দাঁড়াননি, উইকেটকিপিং করছেন শেল্ডন জ্যাকসন। চেন্নাই সুপার কিংস অবশ্য চার বিদেশি নিয়েই নেমেছে। ফাফ দু প্লেসি এবার বেঙ্গালুরুতে, তাঁর জায়গায় ওপেন করলেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। চেন্নাই জার্সিতে তাঁর আইপিএল অভিষেক হলো। কনওয়ের পাশাপাশি খেলছেন ডোয়েইন ব্র্যাভো, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।

নাটকীয় প্রথম ওভার

এবারের আইপিএলের প্রথম ওভারটি বেশ নাটকীয়। প্রথম বলটিই নো বল হয়, কিন্তু উমেশ যাদবের বিরুদ্ধে ফ্রি ফিট পেয়েও কোনও রান নিতে পারেননি চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। পরের বলটি ওয়াইড। অর্থাৎ এবারের আইপিএলের প্রথম ওয়াইড ও নো বলটি করেন উমেশ যাদব। তিনি গত বছর আইপিএলের আসরে সুযোগ পাননি। ওয়াইড করার পরের বলটিতেও কোনও রান দেননি উমেশ। ওভারের তৃতীয় বলেই তিনি চেন্নাই সুপার কিংসের ইনিংসে আঘাত হানেন।

প্রথম উইকেট, প্রথম বাউন্ডারি

প্রথম ওভারের তৃতীয় বলেই নীতীশ রানার হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০১৯ সালের পর এই প্রথম আইপিএলে উইকেট পেলেন উমেশ যাদব। ২০২০ সালে তিনি কোনও উইকেট পাননি। এবারের আইপিএলের প্রথম উইকেটটিও গেল উমেশের ঝুলিতে। এবারের আইপিএলের প্রথম ক্যাচটি ধরলেন রানা। টুর্নামেন্টের প্রথম চারটি আসে রবিন উথাপ্পার ব্যাট থেকে। ম্যাচের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে।

আরও প্রথম

আরও প্রথম

ম্যাচের তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারটি করতে আসেন উমেশ। দ্বিতীয় বলেই টুর্নামেন্টের প্রথম ছক্কাটি হাঁকান রবিন উথাপ্পা। একেবারে ডিপ মিড উইকেটের উপর দিয়ে। শিবম মাভির পরের ওভারের চতুর্থ বলে একটি ছয় ও ষষ্ঠ বলে একটি চার মারেন উথাপ্পা। এই ওভারে আসে ১২ রান। কোনও ওভারে ১০-এর বেশি রান এবারের আইপিএলে এটিই প্রথম। ম্যাচের পঞ্চম ওভারের প্রথম বলেই ডেভন কনওয়ের উইকেটটিও তুলে নেন উমেশ। কনওয়ে ৮ বলে ৩ রান করে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন। পাওয়ারপ্লের ৬ ওভারে চেন্নাই সুপার কিংস তোলে ২ উইকেট হারিয়ে ৩৫। অষ্টম ওভারটি করছিলেন বরুণ চক্রবর্তী, শেষ বলে উথাপ্পাকে স্টাম্প আউট করেন শেল্ডন জ্যাকসন। এবারের টুর্নামেন্টের প্রথম স্টাম্পিং। উথাপ্পা করেন ২১ বলে ২৮। নবম ওভারের চতুর্থ বলে রবীন্দ্র জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন অম্বাতি রায়ুডু। তিনি করেন ১৭ বলে ১৫। ৮.৪ ওভারে সিএসকের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫২।

English summary
KKR's Umesh Yadav Gets The First Wicket CSK's Robin Uthappa Hits First Four And Six Of IPL 2022. KKR Have Won The Toss And Elected To Bowl Against CSK At Wankhede Stadium In Mumbai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X