For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আউট হবে করোনা, আপনি নন', কেকেআরের অভিনব ক্রিকেটীয় প্রচারে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

'আউট হবে করোনা, আপনি নন', কেকেআরের অভিনব ক্রিকেটীয় প্রচারে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের প্রভাব বেড়েই চলেছে ভারতে। দেশে প্রতিদিনই বেড়ে চলছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পরিস্থিতি কঠিন হওয়ায় আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হয়েছে বিসিসিআই। তা বলে সেখানেই থেমে যায়নি ক্রিকেটের উপযোগীতা। বাইশ গজের খেলকে যে কোভিড ১৯ সচেতনতায় ব্যবহার করা যায়, তা দেখিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স বা কেকেআর। তাদের প্রচারে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া।

আউট হবে করোনা, আপনি নন, কেকেআরের অভিনব ক্রিকেটীয় প্রচারে মুগ্ধ সোশ্যাল মিডিয়া

ক্রিকেটের বিভিন্ন সংকেতকে করোনা যুদ্ধের হাতিয়ার হিসেবে কত সুন্দর ভাবে ব্যবহার করা যায়, তা দেখিয়ে দিয়েছে কেকেআর। করোনা সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে কমপক্ষে ৬ ফুটের সামাজিক দূরত্ব মেনে চলা নিয়ম। সেই নিয়ম ক্রিকেট মাঠের ফিল্ডিং সজ্জা দিয়ে ব্যাখ্যা করেছে শাহরুখ খানের দল। জানিয়েছে, কীভাবে কোভিড ১৯-কে জীবন থেকে আউট করা যায়। কোনও ম্যাচে একটা ভাল শট যতটা গুরুত্বপূর্ণ অতিমারীর সঙ্গে লড়াইয়ে কোভিড ১৯ টিকা নেওয়াটাও ততটাই জরুরি বলে ব্যাখ্যা করা হয়েছে।

করোনা ভাইরাস মানুষের জীবনে অস্ট্রেলিয় তারকা তথা দলের স্তম্ভ প্যাট কমিন্সের ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ছুটে আসা বলের মতো আছড়ে পড়তে পারে বলে ক্রিকেট প্রেমীদের সতর্ক করেছে কেকেআর। ক্রিকেট বলের মতো গ্যাপ দিয়ে করোনা ভাইরাসের চলাচল আটকাতে দুটি মাস্ক পরা বাধ্যতামূলক বলে জানিয়েছে শাহরুখ খানের দল। তাদের বক্তব্য, গ্লাভস পরে থাকে বলেই ক্রিকেট মাঠে উইকেটরক্ষকদের হাত সুরক্ষিত থাকে। একই ভাবে করোনা ভাইরাসকে আউট করতে হাত স্যানিটাইজ করার পরামর্শ দিয়েছে কেকেআর।

করোনা কালে কোনও বন্ধু দেখা করতে এলে তাঁকে বাই সংকেতের মতো হাত দেখিয়ে দূরে থাকতে বলা উচিত বলে জানিয়েছে কেকেআর। কোনও ব্যক্তি খুব কাছাকাছি চলে এলে তাঁর থেকে ওয়াইড থাকাই বুদ্ধিমানের কাজ হবে বলে জানিয়েছে শাহরুখ খানের দল। সবমিলিয়ে কোভিড ১৯-এর বিরুদ্ধে ম্যাচে আউট হওয়া যাবে না বলে সাফ জানিয়েছেন কলকাতা নাইট রাইডার্স। বুদ্ধিদীপ্ত এই প্রচারে মুখরিত হয়েছে সোশ্যাল মিডিয়া।

English summary
KKR's creative social media campaign for Covid awareness win hearts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X