বিশ্বকাপ শেষ হতেই চ্যাম্পিয়ন কোচকে দলে নিল কেকেআর, রয়েছে আরও অনেক চমক
২০২০ আইপিএলে নতুন মোড়কে আসতে চলেছে টিম কেকেআর।ক্রিকেট বিশ্বকাপ শেষ হতেই বিশ্বচ্যাম্পিয়ন দলের কোচকে পরের মরশুমের জন্য নিয়োগ করতে চলেছে শাহরুখের ফ্র্যাঞ্চাইজি।

-
-

-
-

-
-

-
-

-
-

-
-

-
-

-
-

-
-

-
-

নাইটদের নতুন কোচ কে?
কোচ হিসেবে ইংল্যান্ডের হয়ে সদ্য বিশ্বকাপ জিতেছেন ট্রেভর বেইলিস। তাঁকেই এবার নতুন মরশুমের জন্যে কোচ করতে চলেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর। দীনেশ কার্তিকদের প্রাক্তন কোচ জ্যাক কালিসের জুতোয় পা গলাতে চলেছেন বেইলিস। নাইটদের হেড কোচ হিসেবে দেখা যাবে তাঁকে।

নাইটদের সার্পোট স্টাফেও রয়েছে চমক
অতীতে শাহরুখের ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন, এবার কেকেআরকে চ্যাম্পিয়ন করার দায়িত্ব নিতে চলেছেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালাম। ২০২০ এর আইপিএলে কেকেআরের সাপোর্ট স্টাফ হিসেবে দেখা যাবে ম্যাকালামকে।

অতীতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে চ্যাম্পিয়ন করেছেন ট্রেভর
কেকেআরের নতুন হেড কোচ হতে চলা ট্রেভর বেইলিস আগেও নাইটদের সঙ্গে কাজ করেছেন। তাঁর কোচিংয়েই ২০১২ ও ২০১৪ সালে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স।