For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : এই কেকেআর তারকা দ্বিশতরান করতে পারেন বলে মত মেন্টরের

আইপিএল ২০২০ : এই কেকেআর তারকা দ্বিশতরান করতে পারেন বলে মত মেন্টরের

  • |
Google Oneindia Bengali News

সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল। ২৩ সেপ্টেম্বর টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই শিবিরেই রয়েছে এমন এক ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টিতে দ্বিশতরান করতে পারেন বলে মনে করেন কেকেআর মেন্টর ডেভিড হাসি। জেনে নিন সেই ক্রিকেটারের নাম।

একমাত্র রাসেলই পারেন

একমাত্র রাসেলই পারেন

কেকেআর মেন্টর ডেভিড হাসির মতে, আন্দ্রে রাসেল বিশ্বের একমাত্র ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টিতে অনায়াসে দ্বিশতরান করতে পারেন। সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যে গুন প্রয়োজন, সেই টেকনিক, শট এবং শক্তি ক্যারিবিয়ান অল-রাউন্ডারের কাছে রয়েছে বলেও মনে করেন হাসি।

তবে একটাই শর্ত

তবে একটাই শর্ত

ডেভিড হাসি মনে করেন, টি-টোয়েন্টিতে দ্বিশতরান করতেই পারেন আন্দ্রে রাসেল। তবে তা করতে গেলে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে ব্যাটিং অর্ডারের ওপরে নামতে হবে বলে মনে করেন কেকেআর মেন্টর তথা প্রাক্তন ক্রিকেটার। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবারের আইপিএলেই রাসেল এই নজির গড়তে পারেন বলেও বিশ্বাস করেন হাসি।

তবে তিনে রাসেল

তবে তিনে রাসেল

ডেভিড হাসির কথা থেকে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবারের আইপিএলে তিন নম্বরে ব্যাট করতে পারেন আন্দ্রে রাসেল। নিয়মিত না হলেও মাঝে মাঝে ইনিংসের শুরুতেই রাসেল ধামাকা দেখতে পারেন কেকেআর ফ্যানরা।

রাসেল ক্যারিশমা

রাসেল ক্যারিশমা

গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ৫১০ রান করার পাশাপাশি ১১টি উইকেট নিয়েছিলেন আন্দ্রে রাসেল। আইপিএলে সর্বাধিক স্ট্রাইক রেটের মালিক ক্যারিবিয়ান অল-রাউন্ডার। এবারও ভালো কিছু করতে রাসেলের দিকেই তাকিয়ে রয়েছে কেকেআর।

আইপিএল ২০২০ : সিএসকে-র পর আরও এক ফ্র্যাঞ্চাইজি শিবিরে করোনার থাবা!আইপিএল ২০২০ : সিএসকে-র পর আরও এক ফ্র্যাঞ্চাইজি শিবিরে করোনার থাবা!

English summary
KKR mentor Hussey thinks Russell can hit double hundred in T20
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X