For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফানে বিপর্যস্ত কলেজ স্ট্রিটের হাল ফেরাতে বড় সাহায্য শাহরুখের কেকেআরের

আম্ফানে বিধ্বস্ত কলেজ স্ট্রিটের হাল ফেরাতে বড় সাহায্য শাহরুখের কেকেআরের

  • |
Google Oneindia Bengali News

২০ মে আম্ফান বিপর্যয়ে রাজ্যের বিভিন্ন জেলায় ক্ষতি। প্রায় এক মাস কাটতে চললেও দক্ষিণ বঙ্গে জেলাগুলিতে একাধিক গ্রাম এখনও জলের তলায়, ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে জীবনের সংগ্রাম চালাচ্ছেন গ্রামবাসীরা। শুধু গ্রামেই নয় আম্ফানে কলকাতা শহরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের তাণ্ডবে গাছ পড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে তিন দিনেরও বেশি সময় তিলোত্তমা বিদ্যুৎহীন ছিল। ক্ষতি কলেজস্ট্রীট বইপাড়াতেও। আর সেই ক্ষতিতে প্রলেত দিতে সাহায্যের হাত বাড়িয়ে দিল শাহরুখ খানের কেকেআর।

আম্ফানে কলেজ স্ট্রিটের ক্ষতি

আম্ফানে কলেজ স্ট্রিটের ক্ষতি

আম্ফান বিপর্যয়ে কলেজ স্ট্রিটে কয়েক কোটি টাকার বই নষ্ট হয়েছে। কলেজ স্ট্রিট চত্বর, শ্যামাচরণ দে স্ট্রিট, আমহার্স স্ট্রিট, কলুটোলা, বৈঠকখানা রোড, সূর্যসেন স্ট্রিট সহ এলাকার সব রাস্তা ঝড়ের পর দিন পর্যন্ত জলের তলায় ছিল। গল্পের বই, পাঠ্যপুস্তক দুর্যোগে জলে ভেসে যায়। ফলে প্রকাশকদের বিপুল ক্ষতি হয়েছে। আম্ফানে কয়েক কোটি টাকার বই নষ্ট হয়।

বই পাড়ার হাল ফেরাতে কেকেআরের সাহায্য

বই পাড়ার হাল ফেরাতে কেকেআরের সাহায্য

কলেজ স্ট্রিট পুননির্মাণে ও বইপাড়ার হাল ফেরাতে শাহরুখ খানের কেকেআর আড়াই লক্ষ টাকা দিল। টুইটে কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর একথা জানিয়েছেন।

আম্ফান দুর্গতদের জন্য কেকেআর সহায়তা বাহন

আম্ফান দুর্গতদের জন্য কেকেআর সহায়তা বাহন

প্রসঙ্গত গত সপ্তাহে বৃহস্পতিবার রাজ্যে আম্ফান দুর্গতদের সাহায্য করতে 'কেকেআর সহায়তা বাহন' পরিষেবার ফ্ল্যাগ অফ করা হয়। এই বাহন এবার রাজ্যের আম্ফান বিধ্বস্ত বিভিন্ন জেলায় ঘুরে বেরাবে। জেলায় জেলায় পৌঁছে গিয়ে আম্ফান দুর্গতদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করবে 'কেকেআর সহায়তা বাহন'। নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, নুনের পাশাপাশি এই বাহন করোনা পরিস্থিতির বিরুদ্ধে লড়ার জন্যে মাস্ক ও সাবান পৌঁছে দিতে চলেছে।

আইপিএল জিতলে আম্ফান দুর্গতদের উৎসর্গ

আইপিএল জিতলে আম্ফান দুর্গতদের উৎসর্গ

অন্যদিকে এবছর আইপিএল জিতলে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক আম্ফান দুর্গতদের তা উৎসর্গ করার ইচ্ছেপ্রকাশ করেছেন।

স্মিথের চোখে সেরা স্কিলফুল পেসার ও ভারতের সেরা প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান কে?স্মিথের চোখে সেরা স্কিলফুল পেসার ও ভারতের সেরা প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান কে?

English summary
kkr help amphan hit Kolkata’s iconic College Street
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X