For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021: আইপিএল কোয়ালিফায়ারে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠাল কেকেআর, ক্যাপিটালসে একটি পরিবর্তন

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ কে হবে তা ঠিক করে দেবে আজকের শারজা। টস জিতে ফিল্ডিং নিয়েছেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক ইয়ন মর্গ্যান। কেকেআর অপরিবর্তিত প্রথম একাদশ নিয়ে নামলেও দিল্লি ক্যাপিটালস দলে একটি পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে কামব্যাক করেছেন মার্কাস স্টইনিস। তিনি টম কারানের স্থলাভিষিক্ত হয়েছেন।

টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠাল কেকেআর

(ছবি- বিসিসিআই/আইপিএল)

এবারের আইপিএলে ১ নম্বর দল হিসেবে প্লে অফে উঠলেও চেন্নাই সুপার কিংসের কাছে প্রথম কোয়ালিফায়ারে হেরে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে, চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা নিশ্চিত হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের। তবে এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে আজ দ্বিতীয় কোয়ালিফায়ার খেলছে কেকেআর। মোমেন্টাম বা পরিসংখ্যানে কিছুটা এগিয়েই রয়েছে নাইটরা।

আইপিএলে এই দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছে ২৮ বার। ১৫টিতে জিতেছে কেকেআর, ১২টিতে দিল্লি। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। চলতি আইপিএলে প্রথম সাক্ষাতে আমেদাবাদে দিল্লি ৭ উইকেটে জিতলেও শারজাতেই নাইটরা দিল্লিকে হারিয়েছিল ৩ উইকেটে। ২০১৪ সালে দুবাই ও ও গত বছর শারজায় কেকেআরকে হারিয়েছিল দিল্লি। গত বছর আবু ধাবিতে শেষ সাক্ষাতে আবার নাইটদের জয় এসেছিল ৫৯ রানে।

শারজায় টস গুরুত্বপূর্ণ। সাতটি ম্যাচে পাঁচটি দলই রান তাড়া করে জিতেছে। আবার দিল্লি ক্যাপিটালস যে পাঁচটি ম্যাচ এবার আইপিএলে হেরেছে তার চারটি প্রথমে ব্যাট করে। সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয়ার্ধে নাইটরা পাঁচটি ম্যাচে রান তাড়া করে পাঁচটিতেই জিতেছে। শারজার পিচে খেলার অভিজ্ঞতা থেকেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেকেআরে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান। ডিউ ফ্যাক্টরও পরে ম্যাচে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তিনি। স্মার্ট আর অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলাই লক্ষ্য। টস জিতে তিনিও বোলিংই নিতেন বলে জানিয়েছেন পন্থ। তবে মার্কাস স্টইনিস আসায় নিঃসন্দেহে দিল্লির ব্যাটিং গভীরতা ও প্রথম একাদশের ভারসাম্য অনেকটাই বাড়ল। শারজায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, পাওয়ারপ্লেতে যে দল বেশি রান করে তারাই জেতে। তাই আজকের ম্যাচেও প্রথম ছয় ওভার গুরুত্বপূর্ণ হতে পারে।

1
50867

কলকাতা নাইট রাইডার্স- শুভমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, সুনীল নারিন, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।

দিল্লি ক্যাপিটালস- পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, মার্কাস স্টইনিস, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, এনরিখ নরকিয়া, আবেশ খান।

English summary
Kolkata Knight Riders Have Won The Toss And Elected To Bowl Against Delhi Capitals In IPL 2021 Qualifier-2. The Winner Of The Match Will Face Chennai Super Kings In IPL Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X