For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপারস্টার হতে পারেন শ্রেয়স, একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে ম্যাককালাম

Google Oneindia Bengali News

দু'বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এর জন্য প্রস্তুতি নিচ্ছে৷ শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে, তারা শনিবার মুম্বাইতে মরসুমের প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে৷ আইয়ারকে দলে নেওয়ার পরে কেকেআরের ব্যাটিং ইউনিট এখন বেশ শক্তিশালী হয়েছে, অন্তত গত সিজনের তুলনায় তো ভালো বলে মঙে করছেন বিশেষজ্ঞরা।

নাইট রাইডার্স মাঠে নামার জন্য তৈরি

তবে বড় ধাক্কা খেয়েছে তাদের পেস বোলিং বিভাগ। দলটি ইতিমধ্যেই তাদের তারকা অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে এখন পাচ্ছে না, যিনি জাতীয় দলের হয়ে পাকিস্তানে সিরিজ খেলার কারণে প্রথম পাঁচ ম্যাচের জন্য অনুপলব্ধ থাকবেন। এমত অবস্থায় দলের খোলনলচে বদলে তৈরি হচ্ছে টিম কলকাতা। নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

এবং এখন, নিউজিল্যান্ডের পেসার টিম সাউদিকেও সিএসকে-র বিরুদ্ধে পাওয়া যাবে না। দুই বড়-বিদেশি বোলারের অনুপস্থিতিতে, দলটি অভিজ্ঞ ভারতীয় দ্রুত উমেশ যাদবের উপর নির্ভর করতে চলেছে, যাকে তরুণ আনক্যাপড স্পিডস্টার শিবম মাভি সহায়তা করবেন। আইপিএল ২০২২শুরুর আগে দলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, "উমেশ যাদব নিলামে আমাদের জন্য সত্যিই একটি ভাল পিকআপ ছিল। তার বল দুই দিকে সুইং করে , বলে গতি আছে, এবং তিনি একজন উইকেট শিকারিও। পাওয়ারপ্লেতে তার পরিসংখ্যান সত্যি সত্যিই ভালো। এবং আমরা তাকে ব্যবহার করার চেষ্টা করতে চাই।"

তিনি যোগ করেছেন, "সুতরাং আশা করি, তার এবং শিবম মাভির মত এবং আরও কয়েকজন ছেলের মধ্যে আমরা আশা করি শুরুর দিকে কয়েকটি উইকেট পেতে সক্ষম হব এবং তারপরে আমাদের স্পিনারদের সাহাজ্যে আমরা খেলায় জাঁকিয়ে বসার জায়গা পেয়ে যেতে পারি,"

দীনেশ কার্তিক এবং ইয়ন মর্গ্যানের সাথে বিচ্ছেদের পরে, ফ্র্যাঞ্চাইজি নেতার ভূমিকায় একটি তরুণ মুখ চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছে। তাই, তারা শ্রেয়স আইয়ারের উপর বিশ্বাস দেখিয়েছে। তাকে দলের নেতৃত্বে সপ্তম ক্রিকেটার বানিয়েছিল। ম্যাককালাম আইয়ারের প্রশংসা করেছেন, উল্লেখ করেছেন যে ২৭ বছর বয়সী ভবিষ্যতে খেলার 'বড় সুপারস্টার' হতে সক্ষম।

ম্যাককালাম বলেছেন "তাকে কেনা আমাদের ম্যানাজমেন্টের জন্য দারূণ দুর্দান্ত বিড ছিল। দশকের সেরা অংশে কেকেআরের ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় হতে পারেন তিনি। আমাদের কোথাও শুরু করতে হবে এবং সেটার সময় সমাগত হয়েছে"।

তিনি যোগ করেছেন, "তিনি ইতিমধ্যেই বিশ্বজুড়ে অবিশ্বাস্যভাবে সম্মানিত যে তার খেলাটি কী ধরনের তা বুঝিয়ে দিয়ে এবং সে কী অর্জন করতে সক্ষম হয়েছে সেটা সবাই দেখেছে। তার সেরা বছরগুলো অবশ্যই তার সামনে দাঁড়িয়ে রয়েছে বলে আমরা মনে করছি। আমি মনে করি শ্রেয়সএই গেমের একজন বড় সুপারস্টার হওয়ার সম্ভাবনা আছে, তাই আমি তার সাথে কাজ করার জন্য আর অপেক্ষা করতে পারছি না"

এদিকে কিছু ঘণ্টার অপেক্ষা মাত্র। তার পরই ঢাকি কাঠি পড়ে যাবে আইপিএল-এর। পঞ্চদশ আইপিএলকে ঘিরে জোক কদমে প্রস্তুতি চলছে মায়ানগরীতে। গোটা শহর ঘিরে ফেলা হয়েছে আইপিএল-এর পোস্টারে। আইপিএল ২০২২-এর বল গড়ানোর প্রহর গুনছে আবাল বৃদ্ধ বনিতা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সিএসকে'র কোর ইউনিট বনাম কেকেআর-এর প্রায় নতুন দল: নিজেদের কোর ইউনিট ধরে রাখার সুফল এই ম্যাচে পাবে সিএসকে। নিলামের আগে দলের প্রায় সব ক্রিকেটারকে ছেড়ে দিতে হলেও নিলামে অর্থের ঝাঁপি উজাড় করে দলকে ক্রমাগত সফল করা ক্রিকেটারদের ধরে রেখেছে সিএসকে। অপর দিকে, কেকেআর খোলনলচে বদলে গিয়েছে।

হাতে গোনা কিছু খেলোয়াড় ছাড়া স্কোয়াডের অধিকাংশ-ই নতুন। কোর ইউনিট ধরে রাখার সুবিধা নিঃসন্দেহে এই ম্যাচে পাবে সিএসকে। মইন আলির প্রথম ম্যাচে না থাকাটা কিছুটা সমস্যায় ফেলতে পারে দক্ষিণের দলটিকে। মইন থাকলে যেমন ওপেনিং-এ সুবিধা পেত সিএসকে, তেমন গুরুত্বপূর্ণ চার ওভার করতেন ইংল্যান্ডের অফ স্পিনার। তা ছাড়া গত মরসুমে চেন্নাইয়ের এই সাফল্যে অবদান রাখা ডোয়েন ব্র্যাভো, অম্বতি রায়াডু, রবীন উথাপ্পা, মিচেল স্যান্টনারের সার্ভিস পাবে সিএসকে। তাছাড়া রয়েছেন স্বয়ং ধোনি। পক্ষান্তরে কেকেআর পুরোপুরি নতুন ভাবে শুরু করবে।

ফাইনালে তোলা অধিনায়ক ইয়ন মর্গ্যানকে কেকেআর ধরে রাখেনি। শ্রেয়াস আইয়ারকে করা হয়েছে নতুন অধিনায়ক। এছাড়া মুষ্টিমেয় কিছু ক্রিকেটার ছাড়া পুরোটাই নতুন স্কোয়াড। ছেড়ে দেওয়া হয়েছে শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিকের মতো গত মরসুমে প্রথম একাদশে নিয়মিত খেলা ক্রিকেটারদের। যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এই দলকে নিয়ে আত্মবিশ্বাসী শুনিয়েছে ম্যাকালামকে।

English summary
shryas iyer can be the super star of the game , maccullam is looking forward to work with him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X