মার্কিন ক্রিকেট লিগে কেন কেকেআর, স্পষ্ট করলেন সিইও মাইসোর
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে সফল হয়নি শাহরুখ খান শিবির। টুর্নামেন্টের প্লে-অফে পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তা বলে আমরিকার মেজর ক্রিকেট লিগের অংশ হতে চেষ্টায় যে কোনও কার্পণ্য করা হচ্ছে না, তা বুঝিয়ে দিয়েছে দুই বারের আইপিএল চ্যাম্পিয়নরা। তার কারণ জানালেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর।

আমেরিকার মার্কেট
ভেঙ্কি মাইসোরের বক্তব্য, ক্রিকেটকে অস্ত্র বানিয়ে আমেরিকার বর্ধিত বাজারকে ধরাই তাঁদের লক্ষ্য। যুক্তরাষ্ট্রের মানুষের মনে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোও তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন কেকেআর সিইও।

আমেরিকায় আইপিএলের জনপ্রিয়তা
ভেঙ্কি মাইসোরের বক্তব্য, আমরিকায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ছে। সে দেশের মানুষ টিভি-তে আইপিএলের ম্যাচ দেখেন বলেও দাবি করেছেন কেকেআর সিইও। আমেরিকায় মেজর ক্রিকেট লিগ শুরু হলে, আমেরিকার মানুষ মাঠে বসে ক্রিকেট ম্যাচ দেখতে পারবেন বলে জানিয়েছেন মাইসোর।

কবে শুরু মার্কিন লিগ
২০২২ সালে আমেরিকায় মেজর ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা। মোট তিনটি স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। ৬টি শহরকে কেন্দ্র করে ফ্র্যাঞ্চাইজ দল তৈরি হবে। সেই মোকবিলার জন্য পরিকাঠামো তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে।

দল কিনছে নাইট রাইডার্স
আমেরিকায় অনুষ্ঠিত হতে চলা মেজর ক্রিকেট লিগ দল কিনতে পারে শাহরুখ খানের নাইট রাইডার্স। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের নামে দল নামানো তাঁদের লক্ষ্য বলে জানিয়েছেন সিইও ভেঙ্কি মাইসোর।