দুই কোচিং স্টাফ নিয়োগে চমক দিল কেকেআর
আইপিএলে নতুন মরসুমে নতুন চমক কেকেআরের। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ব্রেন্ডন ম্যাকালামকে ২০২০ আইপিএলের জন্য দলের কোচ হিসেবে নিয়োগ করে চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবার আরও দুই কোচিং স্টাফকে নিয়োগ করল এই ফ্র্যাঞ্চাইজি।

অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ডেভিড হাসি এবং নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কাইল মিলসকে কোচিং প্যানেলে যোগ করল কেকেআর। দলের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করবেন হাসি। অন্যদিকে বোলিং কোচ হিসেবে দায়িত্ব সামলাতে দেখা যাবে কাইল মিলসকে।
প্রসঙ্গত অতীতে কেকেআরেই হয়ে তিন মরসুম খেলেছেন ডেভিড হাসি। এছাড়া কিংস ইলেভেন পঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন অজিদের প্রাক্তন ডানহাতি এই ব্যাটসম্যান। ফলে আইপিএলের পরিবেশ ও চাপ সম্পর্কে ধারনা রয়েছে হাসির। ২০২০-র আইপিএলে ভালো ফল করতে তাই হাসির অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় কেকেআর ম্যানেজমেন্ট।
অন্যদিকে জাতীয় দলে ম্যাকালামের অধীনে খেলার পর এবার আইপিএলে, কোচিংয়ে ম্যাকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন কাইল মিলস।