For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

KKR: নতুন কোচের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

KKR: নতুন কোচের নাম ঘোষণা করল কলকাতা নাইট রাইডার্স

Google Oneindia Bengali News

নতুন কোচের নাম ঘোষণা করে দিল কলকাতা নাইট রাইডার্স। নতুন কোচ হিসেবে দুই বারের আইপিএল চ্যাম্পিয়ন দল নিযুক্ত করল শেষ মরসুমে রঞ্জি ট্রফি জয়ী কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। ভারতের ঘরোয়া ক্রিকেটের সফলতম কোচ চন্দ্রকান্ত। এ দেশের ঘরোয়া ক্রিকেট এবং তরুণ প্রতিভাদের তিনি যতটা ভাল চেনেন ততটা হয়তো চেনন না জাতীয় দলের নির্বাচকরাও।

কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ:

কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ:

ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ চন্দ্রনাথ পণ্ডিত। বিগত ৭ বছরে চারটি রঞ্জি ট্রফি জিতেছেন তিনি। ২০১৫-১৬ মরসুমে মুম্বইয়ের কোচ ছিলেন চন্দ্রনাথ পণ্ডিত এবং সেই বছর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বই। এর পর বিদর্ভে কোচ হন তিনি। ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মরসুমে তিনি বিদর্ভকে রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন করেন। ২০২২ রঞ্জি ট্রফিতে তিনি চ্যাম্পিয়ন করেন মধ্যপ্রদেশকে। মুম্বইকে হারিয়ে প্রথমবার রঞ্জি জয়ের স্বাদ এই বছরই পায় মধ্যপ্রদেশ।

পণ্ডিতের নাম ঘোষণা করে বেঙ্কি মাইসরের বক্তব্য:

পণ্ডিতের নাম ঘোষণা করে বেঙ্কি মাইসরের বক্তব্য:

নাইট রাইডার্স গ্রুপে মুখ্য আধিকারিকের পদে থাকা বেঙ্গি মাইসর বুধবার কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ হিসেবে চন্দ্রকান্ত পণ্ডিতের নাম ঘোষণা করেন। তিনি বলেছেন, "আমরা অত্যন্ত খুশি যে চন্দু আমাদের সঙ্গে নাইট রাইডার্স পরিবারে যোগ দিচ্ছে। ও সাফল্য এবং ট্র্যাক রেকর্ডই ওর হয়ে কথা বলে। সবাই জানে ঘরোয়া ক্রিকেটে কতটা সফল ও। আমাদের অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ওর পার্টনারশিপের দিকে আমরা চেয়ে রয়েছি, আশা করি সেটা দুর্দান্ত হবে।"

নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে চন্দ্রকান্ত পণ্ডিতের মন্তব্য:

নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে চন্দ্রকান্ত পণ্ডিতের মন্তব্য:

কেকেআর-এর দায়িত্ব পাওয়াটা সম্মানের। নাইট রাইডার্সের সঙ্গে যে সকল খেলোয়াড়রা যুক্ত ছিলেন তাদের থেকে নাইটদের ফ্যামেলি কালচার সম্পর্কে জেনেছি আমি। পাশাপাশি সাফল্যের যে ধারাবাহিকতা রয়েছে সেই সম্পর্কেও আমি ওয়াকিবহল। আমি এই সুযোগকে কাজে লাগিয়ে ভাল কাজ করতে।

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স:

আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স:

আইপিএল-এর অন্যতম সফল দল শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর দ্বিতীয় বার চ্যাম্পিয়ন হয় ২০১৪ সালে। ২০২১ সালে আইপিএল জেতার সুযোগ থাকলেও তা হাতছাড়া করে কেকেআর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরাজিত হয় তারা। ২০২২ আইপিএল-এ ৭ নম্বরে শেষ করেছিল কেকেআর। ১৪ ম্যাচের মধ্যে ছয়টি জয় এবং ৮টি ম্যাচে হারে তারা।

English summary
KKR announced Chandrakant Pandit as new chief coach. Chandrakant is the most successful coach in India's domestic cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X