আইপিএল ২০২১ নিলামের আগে নতুন নাম ও জার্সিতে প্রীতির পাঞ্জাবের আত্মপ্রকাশ
রাত পোহালেই আইপিএল ২০২১-এর নিলাম প্রত্যক্ষ করবেন ক্রিকেট প্রেমীরা। করোনা ভাইরাসের আবহে চূড়ান্ত সতর্কতার মধ্যেও এই ইভেন্টের সফলতা নিয়ে আত্মবিশ্বাসী বিসিসিআই। তা নিয়ে তোড়জোরের মধ্যে আইপিএলের আগামী মরসুমের জন্য দলের নতুন নাম ও জার্সির আত্মপ্রকাশ ঘটাল কিংস ইলেভেন পাঞ্জাব। যা সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে।

আইপিএল ২০২১-এর নিলামের আগে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে পরিবর্তনের ডাক দিয়েছে একদা কিংস ইলেভেন পাঞ্জাব। টুর্নামেন্টের আগামী মরসুমে পাঞ্জাব কিংস (#সাড্ডা পাঞ্জাব) নামে মাঠে নামবেন কেএল রাহুলের দল। সেই মতো তাঁদের নতুন জার্সিও তৈরি করা হয়েছে। সবটাই এক ভিডিও-এর আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। মালকিন প্রীতি জিন্টা নিজেও টুইটারে পোস্ট করেছেন।
করোনা ভাইরাসের আবহে ২০২০ সালে সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া আইপিএলে শুরুটা ভাল করেও ছন্দ ধরে রাখতে পারেনি পাঞ্জাব কিংস (একদা কিংস ইলেভেন পাঞ্জাব)। ১৪টির মধ্যে আটটি ম্যাচ হারে কেএল রাহুল শিবির। ১২ পয়েন্ট নিয়ে আট দলের আইপিএল তালিকার ষষ্ঠ স্থানে শেষ করে প্রীতি জিন্টার দল। ফলে আগামী মরসুমের খোল-নোলচে পাল্টে ফেলতে উদ্যোগী হয়েছে পাঞ্জাব। বৃহস্পতিবারের নিলামে পাঞ্জাব কিংসে বেশকিছু নতুন মুখের প্রবেশ ঘটতে পারে বলে অনুমান করা যায়।
Nave andaaz hor wakhre josh de naal 🎺
— Punjab Kings (@PunjabKingsIPL) February 17, 2021
swagat karo #PunjabKings da 💥👑🤩#SaddaPunjab pic.twitter.com/IVvmsx56Qb
পাঞ্জাব কিংস
ছেড়ে দেওয়া ক্রিকেটার : গ্লেন ম্যাক্সওয়েল, করুণ নায়ার, হারদাস ভিলজোয়েন, জগদীশ সূচিত, মুজিব উর রহমান, শেলডন কোটরেল, জিমি নিশাম, কৃষ্ণাপ্পা গৌতম, তাজিন্দর সিং।
অবশিষ্ট তহবিল : ৫৩.২ কোটি টাকা
থেকে যাওয়া ক্রিকেটার : কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), ক্রিস গেইল, মনদীপ সিং, সরফরাজ খান, মায়ঙ্ক আগরওয়াল, নিকোলাস পুরান, দীপক হুডা, প্রভসীমরণ সিং, মহম্মদ শামি, ক্রিস জর্ডন, দর্শন নালকান্ডে, রবি বিষ্ণোই, মুরুগান অশ্বিন, অর্শদীপ সিং, হরপ্রীত ব্রার, ইশান পোড়েল।
শূন্যস্থান : ৯ (৫ জন বিদেশি)