For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একের মধ্যে তিনের গুণ! ধোনি-বিরাট-রোহিতের ছায়া দেখবেন এই অধিনায়কের মধ্যে

ভরসার নাম ধোনি-রোহিত-বিরাট, আইপিলে প্রথমবার অধিনায়কত্ব করার আগে কেন এমন বললেন পাঞ্জাব অধিনায়ক

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে এই প্রথম নেতা হিসেবে নামছেন লোকেশ রাহুল। শেষ দুই মরসুমে তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাব পয়েন্ট টেবিলের শেষ দিকে থেকে লিগ শেষ করেছিল। এবার তাই অধিনায়কত্বে বদল এনে ভাগ্য ফেরাতে চায় কিংস ইলেভেন।

একের মধ্যে তিনের গুণ! ধোনি-বিরাট-রোহিতের ছায়া দেখবেন এই অধিনায়কের মধ্যে

অশ্বিনের সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেকের পর লোকেশ রাহুলের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছেন প্রীতি জিন্টা। সেই সুবাদে দলের ওপেনার, উইকেটকিপারের পর এবার অধিনায়ক হিসেবে রাহুলের সামনে বাড়তি চ্যালেঞ্জ।

একের মধ্যে তিনের গুণ! ধোনি-বিরাট-রোহিতের ছায়া দেখবেন এই অধিনায়কের মধ্যে

আর সেই পথেই ভরসা নাম ধোনি-রোহিত-বিরাট। আইপিএলের প্রথমবার অধিনায়কত্ব করতে নামার আগে এবার তাই নিজের ক্যাপ্টেন্সিতে জাতীয় দলের তিন অধিনায়কদের গুণগুলি রাখতে চাইছেন রাহুল।

কিংস ইলেভেন পাঞ্জাবের সোশ্যাল মিডিয় প্ল্যাটফর্মে এক সাক্ষাৎকারে রাহুল বলেছেন, 'ধোনি-বিরাট-রোহিত ভাইয়ের অধিনায়কত্বে এতদিন খেলেছি। দল গঠন থেকে মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওদের দেখে প্রতিদিন শিখেছি। গত দশ বছরে ওরাই সেরা তিন অধিনায়ক। ওদের অধিনে খেলা সৌভাগ্যের। এবার ওদের ক্যাপ্টেন্সি থেকে যা শিখেছি, সেটাই মাঠে অ্যাপ্লাই করার চেষ্টা করব।'

একের মধ্যে তিনের গুণ! ধোনি-বিরাট-রোহিতের ছায়া দেখবেন এই অধিনায়কের মধ্যে

রাহুল আরও বলেন, 'আমি সব অধিনায়কের থেকেই শিখি। মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার থেকেও শিখি, আবার এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক রোহিতের থেকেও শিখি। আবার কেন উইলিয়ামসনের থেকেও শিখি। শেখার পথটা খোলা রাখি। সব অধিনায়কের একটা নিজস্বতা রয়েছে। প্রত্যেক অধিনায়কের থেকেই শিখি। '

English summary
Kigns Xi Punjab captain KL Rahul said, Have picked up leadership traits from Kohli, Dhoni and Rohit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X