For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতকে হোয়াইটওয়াশ করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা

ভারতকে হোয়াইটওয়াশ করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা

Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ ৩-০ ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। 'আন্ডারডগ' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশ হয়েছে ভারতের তারকাখচিত দল। ঘরের মাঠে পূর্ণশক্তির ভারতীয় দলের বিরুদ্ধে সিরিজ জিতে তাই স্বভাবতই খুশি প্রথম ম্যাচে শিখর ধাওয়ান এবং পরবর্তী দুই ম্যাচে বিরাট কোহলির উইকেট তুলে নেওয়া কেশব মহারাজ।

ভারতকে হোয়াইটওয়াশ করে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা

দলের এই সাফল্যে গর্বিত কেশব ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন সোমবার। ভগবান শ্রী রামের জয়ধ্বনী মুখে নিয়ে তিনি লেখেন, "দক্ষিণ আফ্রিকার জন্য দুর্দান্ত একটা সিরিজ ছিল এটা। দলের জন্য অত্যন্ত গর্বিত। জয় শ্রী রাম।"

আর পাঁচটি ক্রিকেটারের মতোই দলের সাফল্যে গর্বিত কেশব পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। এতে অবাক হওয়ার কিছু নেই, কিন্তু পোস্টের শেষে লেখা তাঁর 'জয় শ্রী রাম' লেখা দেখে অনেকেই একটু অবাক হয়েছে। একজন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারের মুখে জয় শ্রী রাম কথাটা দেখে অনেকেই অবাক হয়েছে। এক নেটাগরিক মজার ছলে তাঁর পোস্টে কমেন্ট করেছেন, 'কেশব কি শেষ পর্যন্ত বিজেপি জয়েন করলেন?'

কেশব একজন ভারতীয় বংশদ্ভূত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়। যাঁরা দীর্ঘদিন কেশব মহারাজকে ফলো করেন তাঁরা জানেন এতে অবাক হওয়ার মতো কিছু নেই। ভারতের হিন্দু সন্তান হিসেবে রামের প্রতি টান থাকা অস্বাভাবিক কিছু নয়। এছাড়া তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলেও লেখা রয়েছে, 'জয় শ্রী রাম' এবং 'জয় হনুমান'। কেশব নিজের শিখরকে মনে রাখার জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছে বহু ভারতীয়।

২০১৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় কেশব মহারাজের। এই ম্যাচে চারটি উইকেট পেয়েছিলেন কেশব। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে। ওই বছরই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আন্তর্জাতিক তরুণ প্রতিভার সম্মান পান তিনি। দেশের প্রথম সারির স্পিনার হওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাট হাতেও বহুবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে মহারাজকে।

English summary
Frontline spinner of South Africa Keshav Maharaj wrote Jai Shree Ram while congratulating his team’s performance in instagram. Several cricket fans from India took notice of Maharaj’s Instagram post and applauded the spin specialist for not forgetting his roots.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X