For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বয়সকে বুড়ো আঙুল! ঝোড়ো ১৯০ করে রেকর্ড ৪৫ বছরের অলরাউন্ডার স্টিভেন্সের

Google Oneindia Bengali News

প্রথম শ্রেণির ক্রিকেটে কেন্টের হয়ে এক নয়া নজির গড়লেন ড্যারেন স্টিভেন্স। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে গ্ল্যামারগনের বিরুদ্ধে। ৪৫ বছর বয়সে ১৪৯ বলে খেললেন ১৯০ রানের অবিস্মরণীয় ইনিংস। এরপর বল হাতেও ফেরালেন মার্নাস লাবুশানেকে।

বুড়ো হাড়ে ভেল্কি

বুড়ো হাড়ে ভেল্কি

স্টিভেন্স যখন ক্রিজে নামেন কেন্ট তখন ৮০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে। ৪৭তম ওভারে ১২৮ রানের মাথায় দলের অষ্টম উইকেট পড়ে যায় স্যাম বিলিংসের নেতৃত্বাধীন কেন্টের। এই দলেই ছিলেন ইংল্যান্ড টেস্ট দলের সদস্য জ্যাক ক্রলিও, তিনি তিনে নেমে এদিন শূন্য রানে আউট হয়েছেন। ৮ উইকেটে ১২৮ থেকে কেন্ট ৭৬.২ ওভারে ৩০৭ রানে পৌঁছাল অভিজ্ঞ স্টিভেন্সের বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে। সাতে ব্যাট করতে নেমেছিলেন। আউট হন দলের ২৯৪ রানের মাথায়। মার্নাস লাবুশানের বলে ১০ রানের জন্য কেরিয়ারের দ্বিশতরান হাতছাড়া হয়। তবে বুড়ো হাড়ে ভেল্কি এখানেই শেষ নয়। বল করতে গিয়ে অস্ট্রেলীয় লাবুশানের উইকেটটি স্টিভেন্সই নেন। লাবুশানে ১১-র বেশি করতে পারেননি। এই প্রতিবেদন লেখার সময় মন্দ আলোর কারণে খেলা বন্ধ রয়েছে। পাঁচ ওভারে ২টি মেডেন-সহ ১৪ রানে একটি উইকেট নিয়েছেন কেন্টের অলরাউন্ডার স্টিভেন্স।

রেকর্ড গড়া ব্যাটিং

রেকর্ড গড়া ব্যাটিং

সবথেকে উল্লেখযোগ্য মিগুয়েল কামিন্সকে নিয়ে নবম উইকেটে ২৭.১ ওভারে ১৬৬ রান তোলেন স্টিভেন্স। এর মধ্যে ১৬০ রানই তাঁর, কামিন্সের অবদান ১। ফলে এই জুটির ৯৬.৪ শতাংশ রানই এসেছে স্টিভেন্সের ব্যাট থেকে, যা প্রথম শ্রেণির ক্রিকেটে নয়া রেকর্ড। ১৮৭ মিনিট ক্রিজে থেকে এই ইনিংস খেলার ফাঁকে মেরেছেন ১৫টি চার ও ১৫টি ছক্কা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার নিরিখে তিনি রইলেন গ্রাহাম নেপিয়ার ও অ্যান্ড্রু সাইমন্ডসের দখলে থাকা ১৬টি ছক্কা মারার যুগ্ম রেকর্ডের পরেই। প্রথম শ্রেণির ক্রিকেটে ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটি অবশ্য রয়েছে কলিন মুনরোর দখলে। ২০১৫ সালে অকল্যান্ডের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি।

বর্ণময় কেরিয়ার

বর্ণময় কেরিয়ার

এই ম্যাচ ধরলে ৩১৫টি প্রথম শ্রেণির ম্যাচে ড্যারেন স্টিভেন্সের মোট রান ১৬,১৩০। এদিনই ১৬ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন। ৩৬টি শতরান ও ৮০টি অর্ধশতরানের মালিক। এখনও অবধি ৫৬৬টি উইকেট নিয়েছেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩০ বার, দুইবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। ক্যাচ ধরেছেন ২০১টি। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক রানটিও করেছিলেন এক কঠিন চ্যালেঞ্জ নিয়ে। ২০১৯ সালে যখন শুনেছিলেন ৪৩ বছর বয়সে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পথে কেন্ট হাঁটবে না তখনই ইয়র্কশায়ারের বিরুদ্ধে ২২৫ বলে ২৩৭ রান করেন। দ্বিতীয় ইনিংসে ২০ রানে ৫ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন। স্বাভাবিকভাবেই কেন্ট তাঁকে রেখে দেয়। এই নিয়ে ১৭ মরশুম ধরে তিনি কেন্টের হয়ে খেলছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পাননি স্টিভেন্স।

অন্য ফরম্যাটে

অন্য ফরম্যাটে

৫০ ওভারের ফরম্যাটে ৩১৪টি ম্যাচে সাতটি শতরান ও ৪৬টি অর্ধশতরান-সহ ৭৬১২ রান করেছেন, সর্বাধিক ১৪৭। বল হাতে উইকেট নিয়েছেন ১৬০টি। চার উইকেট নিয়েছেন ২ বার, পাঁচ উইকেট ৩ বার। ক্যাচ ধরেছেন ১২৭টি। ২১২টি টি ২০-তে ১৭টি অর্ধশতরান হাঁকিয়ে ৪০০১ রান করেছেন, উইকেট ১১৪টি। টি ২০-তে সর্বাধিক রান ৯০। ক্যাচ ৬৬টি। টি ২০-তে ৬ বার চার উইকেট নিয়েছেন।

ছবি- কেন্ট ক্রিকেট টুইটার

English summary
Kent Allrounder Darren Stevens Hits Brilliant 190 Runs To Set New Record In First Class Cricket At The Age Of 45. Stevens Put On 166 For The Ninth Wicket With Miguel Cummins Who Added Just One To The Total.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X