
কার্তিকের হ্যাটট্রিকেও টি ২০ বিশ্বকাপ থেকে বিদায় ইউএই-র, জিতেও কেন অস্বস্তি কাটছে না শ্রীলঙ্কার?
টি ২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরশাহীর কার্তিক মেয়াপ্পন। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতায় বড় পরাজয়ের সম্মুখীন হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেল সিপি রিজওয়ানের নেতৃত্বাধীন ইউএই। জিলংয়ে ৭৯ রানে ম্যাচটি জিতে টিকে রইল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডস এদিন টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে কার্যত নিশ্চিত করে ফেলল সুপার টুয়েলভে পৌঁছানো।
|
প্রথম হ্যাটট্রিক
আজ সংযুক্ত আরব আমিরশাহী টস জিতে ফিল্ডিং নিয়েছিল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে শ্রীলঙ্কা। ৬টি চার ও দুটি ছয়ের সাহায্যে ৬০ বলে সর্বাধিক ৭৪ রান করেন ওপেনার পাথুম নিসঙ্কা। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। ধনঞ্জয় ডি সিলভা ২১ বলে ৩৩ এবং ওপেনার কুশল মেন্ডিস ১৩ বলে ১৮ রান করেন। বাকি কেউই দুই অঙ্কের পান পাননি। তারই মধ্যে ১৫তম ওভারে বল করতে এসে কার্তিক মেয়াপ্পন চলতি টি ২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি সেরে ফেলেন। ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তিনি তুলে নেন ভানুকা রাজাপক্ষ, চরিথ আসালঙ্কা ও অধিনায়ক দাসুন শনাকার উইকেট। সংযুক্ত আরব আমিরশাহীর বছর বাইশের এই লেগস্পিনার, যাঁর জন্ম চেন্নাইয়ে, ৪ ওভারে ১৯ রানে তিন উইকেট দখল করেন।
|
জিতল শ্রীলঙ্কা
জবাবে খেলতে নেমে ১৭.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহী। আয়ান আফজল খান সর্বাধিক ১৯ রান করেন। ওয়ানিন্দু হাসারঙ্গার চার ওভারের মধ্যে ১টি মেডেন, ৮ রান দিয়ে তিনি তিনটি উইকেট নেন। দুষ্মন্ত চামিরা ৩.৫ ওভারে ১৫ রান দিয়ে নেন তিনটি উইকেট। চামিরা এদিন চোট পেলেও পরের ম্যাচে খেলতে পারবেন বলে আশাবাদী শনাকা। মাহিশ থিকশানা পেয়েছেন ২টি উইকেট। শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভের আশা জিইয়ে রাখতে হলে নেদারল্যান্ডসকে হারাতেই হবে। অন্যদিকে, ইউএই নামিবিয়াকে হারিয়ে দিলে সরাসরি সুপার টুয়েলভে পৌঁছে যাবে শ্রীলঙ্কা। আবার যদি শেষ ম্যাচে শ্রীলঙ্কা ও নামিবিয়া জেতে তাহলে গুরুত্বপূর্ণ হবে নেট রান রেট।
|
নেদারল্যান্ডসের টানা দ্বিতীয় জয়
এদিনই নেদারল্যান্ডস ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নামিবিয়াকে। টস জিতে ব্যাট করতে নেমে নামিবিয়া ২০ ওভারে ৬ উইকেটে ১২১ রান তোলে। জান ফ্রিলিঙ্ক ৪৩ রান করেন। বাস ডি লিড নেন ২টি উইকেট। জবাবে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ডাচরা। সর্বাধিক ৩৯ রান করেন বিক্রমজিৎ সিং। ম্যাক্স ও'ডাউড ৩৫ রান করেন, ৩০ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ডি লিড। জেজে স্মিট নেন ২টি উইকেট। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখার প্রত্যয়ের কথা জানিয়েছেন।
|
পয়েন্ট তালিকায় নজর
নেদারল্যান্ডসের আপাতত ২ ম্যাচে ৪ পয়েন্ট, নেট রান রেট ০.১৪৯। নামিবিয়া ও শ্রীলঙ্কার ২ ম্যাচে ২ পয়েন্ট। নামিবিয়ার নেট রান রেট ১.২৭৭, শ্রীলঙ্কার ০.৬০০। ফলে বৃহস্পতিবার নামিবিয়া ইউএই-র বিরুদ্ধে জিতলেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে। ওই ম্যাচ শুরুর আগে নেট রান রেটে ডাচদের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততেই হবে শ্রীলঙ্কাকে।