For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশ্বিনের পরবর্তী লক্ষ্য স্থির করলেন কপিল, অশোক মালহোত্রা এগিয়ে রাখলেন ভাজ্জির চেয়ে

Google Oneindia Bengali News

মোহালিতে তিন দিনেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে রোহিত শর্মার ভারত। বিরাট কোহলির শততম টেস্ট এবং অধিনায়ক হিসেবে রোহিতের প্রথম টেস্টে জয় এসেছে ইনিংস ও ২২২ রানে। তারই ফাঁকে কপিল দেবের রেকর্ড ভেঙে অনিল কুম্বলের পরে চলে এসেছেন অশ্বিন। প্রথম ইনিংসে ৪৯ রানে ২টি এবং দ্বিতীয় ইনিংসে ৪৭ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে। এরপরই অশ্বিনের লক্ষ্য স্থির করে দিলেন কপিল দেব।

কুম্বলের পরেই অশ্বিন

কুম্বলের পরেই অশ্বিন

২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকে অশ্বিন এখনও অবধি ৮৫টি টেস্ট খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৪৩৬। কপিল দেব ১৩১টি টেস্ট খেলে ৪৩৪ উইকেট পেয়েছেন। ফলে ভারতীয় বোলারদের মধ্যে টেস্টে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে কপিল দেবকে টপকে দ্বিতীয় স্থানে অশ্বিন। অনিল কুম্বলে ১৩২টি টেস্টে ৬১৯টি উইকেট পেয়েছেন। চরিথ আসালঙ্কাকে আউট করেই কপিলকে টপকান অশ্বিন। ডেল স্টেইনকে টপকাতে অশ্বিনের দরকার ৪টি উইকেট যা পেতেই পারেন বেঙ্গালুরুতে। তাহলেই টেস্টে সর্বাধিক উইকেটপ্রাপ্তির নিরিখে তিনি চলে আসবেন অষ্টম স্থানে, কোর্টনি ওয়ালশের ৫১৯ উইকেটের পরেই।

কপিলকে টপকাবেন ভাবেননি

গতকাল খেলার শেষে অশ্বিন ইনস্টাগ্রামে লেখেন, ২৮ বছর আগে কপিল দেব যেদিন টেস্টে সর্বাধিক উইকেটের মালিক হয়েছিলেন সেদিন আমিও দারুণ আনন্দ করেছিলাম। তখনও আমি ভাবিনি যে আমি নিজে অফ স্পিনার হতে পারব, দেশের হয়ে খেলব কিংবা এই রেকর্ড পেরিয়ে যেতে পারব। ফলে ক্রিকেট খেলা থেকে যা প্রাপ্তি আমার হয়েছে তাতে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

কপিল দিলেন টার্গেট

কপিল দিলেন টার্গেট

কপিল দেব মনে করেন পর্যাপ্ত সুযোগ পেলে অনেত আগেই তাঁকে পেরিয়ে যেতে পারতেন অশ্বিন। এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ৪৩৪ কেন, অশ্বিনের উচিত আপাতত ৫০০টি টেস্ট উইকেটের তুলে নেওয়ার টার্গেট রাখা। আমার ৪৩৪ উইকেট এখন অতীত। মেরা টাইম গয়া, অভি অশ্বিন কা টাইম হ্যায়। আমি তো বলব অনেক আগেই এই ৪৩৪ উইকেটের সীমা পেরিয়ে যাওয়া উচিত ছিল। তবে সমালোচনা করছি না। গত দুই-আড়াই বছরে তো অশ্বিনকে বেশি সুযোগই দেওয়া হয়নি। সুযোগ পেলে অনেক আগেই অশ্বিন তাঁর উইকেটের রেকর্ডকে যে ছাপিয়ে যেতেনই সে বিষয়ে সংশয় নেই কপিলের। তিনি আরও বলেন, আমি কোনওদিন রেকর্ডের জন্য খেলিনি। চিরকাল কি আমি ৪৩৪ উইকেট বুকে নিয়ে বসে থাকব? অশ্বিন একজন অসাধারণ বোলার। খুব বুদ্ধিমানও। দ্রুত উন্নতি করে চলেছেন। আরও দ্রুতগতিতে এগিয়ে যাওয়ার জন্য অশ্বিনকে শুভেচ্ছা জানাচ্ছি। পরে টেলিফোনেও অভিনন্দন জানাব।

প্রশংসা অশোকের

প্রশংসা অশোকের

রবিচন্দ্রন অশ্বিন যোগ্যতম হিসেবেই উইকেটপ্রাপ্তির নিরিখে অনিল কুম্বলের পর রইলেন বলে মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ অশোক মালহোত্রার। কপিল দেবের বন্ধু অশোক মালহোত্রা ওয়ানইন্ডিয়া বাংলাকে বলেন, অনিল কুম্বলে ভারতকে সবচেয়ে বেশি ম্যাচ জিতিয়েছেন বিশেষ করে দেশের মাটিতে। ফলে তিনি এক নম্বর ম্যাচ উইনার তিনিই। তারপরই অশ্বিন। হরভজন সিং কয়েকটি সিরিজে ভালো বোলিং করেছেন। কিন্তু অশ্বিনকে আমি ভাজ্জির চেয়ে এগিয়ে রাখব। ভাজ্জি আউটস্পোকেন, শো-ম্যান, অন্যদিকে অশ্বিন লো প্রোফাইল বজায় রেখে চলেন। তাঁর যতটা সুযোগ বা প্রশংসা প্রাপ্তি ছিল ততটা এখনও পাননি। সেটা নিশ্চিতভাবেই ডিউ রয়েছে। কিন্তু তিনি গ্রেট, ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি।

English summary
Kapil Wants 500 Test Wickets From Ravichandran Ashwin. According To Ashok Malhotra Ashwin Is Better Than Bhajji.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X