For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাটে-বলে নয়, অন্য মাঠে এবার চ্যাম্পিয়ন হলেন কপিল দেব

ব্যাটে-বলে নয় অন্য মাঠে চ্যাম্পিয়ন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব নিখঞ্জ। দেশের সিনিয়র গল্ফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির লিখলেন কিংবদন্তি ক্রিকেটার।

  • |
Google Oneindia Bengali News

ব্যাটে-বলে নয় অন্য মাঠে চ্যাম্পিয়ন ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব নিখঞ্জ। দেশের সিনিয়র গল্ফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে নতুন নজির লিখলেন কিংবদন্তি ক্রিকেটার। গল্ফের এভিটি চ্যাম্পিয়ন্স ট্যুরে ৬০-৬৪ বছর বয়সসীমার ক্যাটাগরিতে প্রথম স্থানে টুর্নামেন্ট শেষ করলেন তিনি।

ব্যাটে-বলে নয়, অন্য মাঠে এবার চ্যাম্পিয়ন হলেন কপিল দেব

পুনেতে আয়োজিত দু'দিনের এই প্রতিযোগিতায় ১০ শহর থেকে একশো জন গল্ফার অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে ষাটোর্ধ্ব বিভাগে চ্যাম্পিয়নের মুকুট পরলেন কপিল দেব। টুর্নামেন্ট জিতে কপিল বলেন, 'এভিটি ট্যুরে অংশ নিতে পেরে দারুণ খুশি। চ্যাম্পিয়ন হতে পেরে ভালো লাগছে। এই টুর্নামেন্টের আরও সাফল্য কামনা করি। নিজের খেলার দুনিয়ার বাইরের কোনও প্রতিযোগিতায় পুরস্কার পেলে সেটা আরে বেশি গর্বের। এই টুর্নামেন্ট বুড়োদের গল্ফ খেলার সুযোগ করে দিয়েছে। আমার মতো যারা পেশাদার গল্ফার নয়, তারা নিজের স্বাদ পূরণের সুযোগ পায়।'

বয়সের কারণে প্রতিদিন চর্চা করা না হলেও, এখনও খেলার মাঠে যাতাযাত রয়েছে কপিলের। দেশের সিনিয়র গল্ফ প্রতিযোগিতার বিভিন্ন আসরে অ্যামেচার হিসেবে অংশ নেন তিনি। সম্প্রতি তাঁর ক্রিকেট জীবন ও ১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ জয়ের কাহিনি সেলুলয়েডে আসতে চলেছে। বিশ্বজয়ী কপিলের ভূমিকায় সিনেমার অভিনয় করছেন রণভীর সিং।

English summary
Kapil Dev wins Golf Championship in AVT Champions Tour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X