For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিত কি ভারতকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত? হঠাৎ প্রশ্ন তুলে কারণও জানালেন কপিল

Google Oneindia Bengali News

চলতি বছরেই দেশের মাটিতে বিশ্বকাপ। রোহিত শর্মাকে ভারত অধিনায়ক হিসেবে ধরেই বিশ্বকাপের রণকৌশল ঠিক করছেন নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্টের সকলেই। কিন্তু তিরাশির বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মনে করেন, বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রোহিত শর্মা সেরা জায়গায় নেই।

রোহিতের ফিটনেস নিয়ে চর্চা

রোহিতের ফিটনেস নিয়ে চর্চা

বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার অধিনায়কত্বের তুলনা চলতেই থাকে। পরিসংখ্যান বলছে, রোহিত তিন ফরম্যাটের অধিনায়ক হওয়ার পর ভারত যে ৫টি টেস্ট, ২১টি একদিনের আন্তর্জাতিক ও ৪২টি টি ২০ আন্তর্জাতিক- এই ৬৮টি ম্যাচ ম্যাচ খেলেছে রোহিত তার মধ্যে খেলেছেন ৩৯টিতে। রোহিত ২টি টেস্ট, ৮টি ওডিআই ও ২৯টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। রোহিতের ফিটনেসের কথা ভেবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছিল। বাংলাদেশ সফরে একদিনের সিরিজে আঙুলে চোট লাগায় দেশে ফিরে আসেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন। স্বাভাবিকভাবেই রোহিতের ফিটনেস বারেবারেই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সরব কপিল

সরব কপিল

কপিল দেব মনে করেন, রোহিত শর্মার ক্রিকেটীয় দক্ষতা নিয়ে কোনও সংশয় নেই। তবে সংশয় রয়েছে তাঁর ফিটনেস নিয়ে। কপিল একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, রোহিতের ক্রিকেটীয় দক্ষতায় খামতি নেই। তবে আমি ব্যক্তিগত মনে করি, তাঁর ফিটনেস নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। রোহিতের ফিটনেস কি প্রত্যাশিত মানের? কেন না, একজন অধিনায়ক দলের বাকিদের অনুপ্রাণিত করেন নিজেকে আরও বেশি ফিট রাখার বিষয়ে। এমনভাবে তিনি এমনটা করেন যাতে সতীর্থরা তাঁদের অধিনায়কের জন্য গর্ব অনুভব করেন। ফলে বিশ্বকাপের আগে রোহিত নিজেকে দৃষ্টান্ত হিসেবে সতীর্থদের সামনে নিজেকে উপস্থাপিত করতে চাইলে তাঁর ফিটনেসে উন্নতির প্রয়োজনীয়তা রয়েছে বলে উপলব্ধি কপিলের।

বিশ্বকাপের আগে পরামর্শ

বিশ্বকাপের আগে পরামর্শ

তিনি বলেন, আমি নিশ্চিতভাবেই বলছি রোহিতের ফিটনেস নিয়ে বড় সংশয় রয়েছে। তিনি অধিনায়ক হওয়ার পর থেকে প্রত্যাশিতভাবে রান করতে পারছেন না বলে অনেকে সমালোচনা করেন। আমিও তাতে সহমত। তবে আমি মনে করি না ক্রিকেটীয় স্কিলের কারণে এমনটা হচ্ছে। রোহিত যথেষ্টই সফল ক্রিকেটার। রোহিত নিজেকে আরও বেশি ফিট করে তুলতে পারলে গোটা দল তাঁকে অসুসরণ করবে এবং তাতে সামগ্রিক মানোন্নয়ন ঘটবে বলে নিশ্চিত কপিল।

নজরে শ্রীলঙ্কা সিরিজ

নজরে শ্রীলঙ্কা সিরিজ

বিসিসিআই সম্প্রতি রিভিউ মিটিংয়ে বিশ্বকাপের কথা ভেবে ২০ জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছর বিভিন্ন একদিনের আন্তর্জাতিকে তাঁদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনাও রয়েছে। যদিও এই সংখ্যা আরও বাড়ানোর পক্ষে সায় দিয়েছেন কোনও কোনও প্রাক্তন ক্রিকেটার। কপিল দেব বলেছেন, বিশ্বকাপ জেতার জন্য শুধু বিরাট কোহলি ও রোহিত শর্মার দিকে তাকিয়ে থাকলে চলবে না। তরুণ ক্রিকেটারদেরও নিজেদের সেরাটা দেওয়ার আহ্বান জানান হরিয়ানা হ্যারিকেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে রোহিত ফর্মে ফেরেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে। বিশ্বকাপের আগে নজরে থাকবে তাঁর ফিটনেসও।

English summary
Kapil Dev Says There Is A Huge Question Mark Over Rohit Sharma's Fitness. According To Kapil, If Rohit Improves His Fitness, It Will Act As A Motivator For The Rest Of The Indian Cricketers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X