• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, বছর শেষে মুক্তি পাচ্ছে '৮৩'

  • |

করোনা সংকটে কাঁপছে বিশ্ব। ভাইরাসের কড়াল গ্রাসে ভারতে আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ছাপিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অগাস্টে দেশে আনলক থ্রি শুরু। যেখানে স্বাধ্যবিধি মেনে সিনেমা হল-শপিং মল, জিম সেন্টার খোলায় অনুমতি দেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতিতে বেশিরভাগ সিনেমাই যদিও এখন অনলাইনে ওটিটি মাধ্যমে স্ট্রিমিংয়ের নতুন ধারায় চলছে। প্রয়াত অভিনতা সুশান্ত সিং রাজপুত অভিনীত দিল বেচারা সিনেমাটিও অনলাইন স্ট্রিমিং অ্যাপেই মুক্তি পায়। এর মাঝেই এবার কপিল দেবের অধিনায়কত্বে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের কাহিনি নিয়ে তৈরি বহু প্রতিক্ষীত সিনেমা '৮৩'-র মুক্তির সম্ভাব্য দিনক্ষণ জানা গেল।

ক্রিকেট ও সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, বছর শেষে মুক্তি পাচ্ছে ৮৩

১৯৮৩ সালে ইংল্যান্ডের মাটিতে লর্ডস বিশ্বকাপ ফাইনালে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাস নিয়ে পরিচালক কবীর খান,'৮৩' সিনেমাটি তৈরি করেছেন। ক্রিকেটের উপর তৈরি '৮৩' বছরের মাঝামাঝি সময় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মার্চ থেকে দেশে করোনা মহমারীর প্রকোপ বাড়তে থাকায় ভারতে এখন থর হরিকম্প পরিস্থিতি। মার্চ থেকে পর্দায় সিনেমামুক্তি বন্ধ রয়েছে। যেকারণে বড় বাজেটের একাধিক সিনেমা এখন বছরের বিভিন্ন সময় অনলাইনে মুক্তি পাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হলে যাওয়ার সুযোগ না থাকার কারণে, বাড়ি বসে ওয়েব সিরিজ দেখার দারুণ চাহিদা বেড়েছে।

এর মাঝেই এবার জানা গেল, বছর শেষে মুক্তি পাবে '৮৩'। সব কিছু ঠিকঠাক থাকলে, কপিল দেবের চরিত্রে রণবীর সিং অভিনীত ৮৩ সিনেমা ডিসেম্বরে আসতে চলেছে। বহু আলোচনার পর প্রযোজনা সংস্থা ঠিক করেছে ২৫ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন শুক্রবার হওয়ায় সিনেমার মুক্তিতে কোনও অসুবিধে হওয়ার কথা নয়।

সভাপতি সৌরভের জোর চমক, ছেলেদের আগেই মেয়েদের আইপিএলের সম্ভাব্য দিনের ঘোষণা

English summary
Kapil Dev’s biopic '83' Movie may release on 25 december 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X