For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সূর্যকুমারের ভূয়সী প্রশংসা কপিল দেবের কন্ঠে, তাঁর কথায় উঠে এসেছে রোহিত-বিরাটের প্রসঙ্গও

সূর্যকুমারের ভূয়সী প্রশংসা কপিল দেবের কন্ঠে, তাঁর কথায় উঠে এসেছে রোহিত-বিরাটের প্রসঙ্গও

Google Oneindia Bengali News

বর্তমানে টি ২০ ক্রিকেটে আইসিসির ক্রমতালিকায় শীর্ষ স্থানে থাকা সূর্যকুমার যাদবের ভুয়োসী প্রশংসা করলেন কিংবদন্তি কপিল দেব। তিনি জানিয়েছেন সূর্যকুমারের মতো ক্রিকেটাররা শতাব্দীতে একবার আসেন।

সূর্যকুমারের ভুয়োসী প্রশংসা কপিল দেবের কন্ঠে, তাঁর কথায় উঠে এসেছে রোহিত-বিরাটের প্রসঙ্গও

এবিপি নিউজকে কপিল দেব জানিয়েছে, যাদবের বর্তমান ফর্মকে বর্ণানা করার মতো শব্দ খুঁজে পাচ্ছেন না তিনি। পাশাপাশি তিনি এ-ও জানান সূর্যকুমারের স্ট্রাইকিং রেঞ্জ তাঁকে বোলিং করা কঠিন করে দেয় বোলারদের জন্য। তিনি বলেছেন, "কিছু সময় আসে যখন আপনি শব্দ খুঁজে পান না। আপনি যখন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, বিরাট কোহলির খেলা দেখবেন তখন মনে হবে যে এমন কি কোনও ক্রিকেটার (পরবর্তী প্রজন্মে) আসবে যাকে দেখে আপনার মনে হবে এদের মতোই একই স্তরের।

যে ধরনের ক্রিকেট ও খেলে বিশেষ করে ফাইন লেগের উপর দিয়ে ল্যাপ শট সেখানে এক জন বোলারের কী করার থাকতে পারে? ওকে ফুল ডেলিভারি করতে বোলাররা ভয় পায়। ও আপনাকে মিড অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারে, ফ্লিক করেও ছয় মারতে পারে, এটা বোলারদের জন্য কঠিন হয়ে উঠেছে। ধারাবাহিক ভাবে লাইন এবং লেন্থ সঠিক ভাবে পিক করছে ও। বোলারদের সঙ্গে খেলছে ও।"

সূর্যকুমারের সঙ্গে বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক তুলনা করেছেন ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকর এবং রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিকে। সূ্র্যকুমার যাদবকে 'শতাব্দীতে এক বার' আসা ক্রিকেটার হিসেবে চিহ্নিত করেছেন। তাঁর কথায়, "কাউকে এই রকম ভাবে স্ট্রাইক করতে দেখাটা বিরল। আমি এবি ডেভিলিয়ার্স, ভিভিয়ান রিচার্ডস, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটারদের দেখেছি কিন্তু কিছু জনই সূর্যকুমারের মতো বলতে এত পরিষ্কার ভাবে মারতে পারে। খেলোয়াড়দের মানসিকতার সঙ্গে খেলছে সূর্যকুমার। টেনিসে আপনি আন্দাজ করার চেষ্টা করেন ডান দিকে না বাম দিকে কোথায় সার্ভিস পড়বে। ও আগেই অনুমান করে নিতে পারে বোলার কোথায় বল ফেলতে চলেছে। খুব অল্প ক্রিকেটারের এই ভগবান প্রদত্ত ক্ষমতা থাকে এই ভাবে খেলার। ওই মতো ক্রিকেটাররা শতাব্দীতে এক বার আসে।"

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে ৫১ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। এটি ৩২ বছর বয়সী ক্রিকেটারের তৃতীয় টি ২০ শতরান। ৭টি চার এবং ৯টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নিযুক্ত হলেন রোহিত পাওয়ারবিনা প্রতিদ্বন্দ্বিতায় মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে নিযুক্ত হলেন রোহিত পাওয়ার

English summary
Kapil dev heaps praise on Suryakumar Yadav, said players like him comes in a century
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X