For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Virat Kohli: 'তুমি যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছ যা সব কিছুর থেকে বড়', কোহলিকে বিরাট বার্তা কপিল দেবের

'তুমি যে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছ যা সব কিছুর থেকে বড়', কোহলিকে বিরাট বার্তা কপিল দেবের

Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের পর এবং এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে পর্যন্ত ভারতের জার্সিতে খেলতে দেখা যায়নি বিরাট কোহলিকে। ভারতের প্রাক্তন অধিনায়ককে যাতে তরতাজা পাওয়া যায় এশিয়া কাপে তার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর এবং জিম্বাবোয়ে সফর থেকে তাঁকে বিশ্রাম দেওয়া হয়। কিন্তু তবুও লাভ কিছুই হয়নি। মাত্র ৩৫ রান পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের প্রথম ম্যাচে করেন বিরাট।

ভারতীয় দলে বিরাটের প্রত্যাবর্তনে খুশি কপিল দেব:

ভারতীয় দলে বিরাটের প্রত্যাবর্তনে খুশি কপিল দেব:

বিরাট কোহলির ৩৫ রানের ইনিংসের মধ্যে পুরনো ভিকে-র ঝলক সামান্য দেখা গিয়েছে জানিয়েছে অনেক বিশেষজ্ঞ। আবার অনেকে জানিয়েছেন, বিরাটের থেকে এই রানের ইনিংস দেখে তাঁরা খুশি। পাকিস্তানের বিরুদ্ধে প্রাক্তন ভারত অধিনায়কের ইনিংসের বিষয়ে মতামত প্রদানকারীদের তালিকায় যুক্ত হল কিংবদন্তি কপিল দেবের নাম। কপিল জানিয়েছেন, তিনি কোহলির ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নয়, বরং খুশি বিরাট দলে ফেরায়। পাশাপাশি কপিল এ-ও জানিয়েছেন, শট খেলার বিষয়ে আরও আত্মবিশ্বাসী হতে হবে কোহলিকে।

কপিল দেবের মন্তব্য:

কপিল দেবের মন্তব্য:

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন, "আমি বিরাট কোহলির ফর্ম নিয়ে চিন্তিত নই, আমার ভাল লাগছে ও দলে ফেরায়। বেশ কিছু শট দেখলাম যেগুলোর ইম্প্যাক্ট ছিল, আমি চাই ও নিজের শট খেলার বিষয়ে আরও নিশ্চিত হোক। ভাল লাগছে ওর খেলা দেখে। ভাগ্যবান ও যে প্রথম ওভারে ক্যাচ মিস হয়, তবে যতক্ষণ ও ওখানে ছিল ওর মধ্যে একটা দাপটের ছাপ ছিল। ওর এই শরীরী ভাষা আমার পছন্দ। আজ বলে নয়, বিগত দশ বছর ধরে, এটাই অন্যদের তুলনায় অনেক বড় খেলোয়াড় করে তোলে।"

ফর্মে ফিরতে গেলে ভাল ইনিংস প্রয়োজন:

ফর্মে ফিরতে গেলে ভাল ইনিংস প্রয়োজন:

কপিল দেব জানিয়েছেন ফর্মের ফেরার জন্য় কোহলির একটা ভাল ইনিংস প্রয়োজন। তিনি বলেছেন, "দেশের হয়ে রান করার বিষয়ে ফোকাস করো না। ফোকাস করো এর উপর যে তুমি যেই দেশের প্রতিনিধিত্ব করছ তা সব কিছুর বড়। এখনও ওর এটা অনুভগ করা প্রয়োজন যে ও দেশের প্রতিনিধিত্ব করছে। কোনও খেলোয়াড় প্রতি ম্যাচে ০ রানে আউট হয়না। আমি মনে করি ওর মধ্যে যা প্রতিভা রয়েছে তাতে ফর্মে ফিরতে ওর বেশি দিন সময় লাগা উচিৎ নয়। ওর শুরু একটা ইনিংস প্রয়োজন ফর্মে ফিরতে এবং এর বিষয়ে আমার কোনও সন্দেহ নেই।"

বড় রান পাওয়ার জন্য হংকং ম্যাচকে টার্গেট করবেন কোহলি:

বড় রান পাওয়ার জন্য হংকং ম্যাচকে টার্গেট করবেন কোহলি:

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন অত্যন্ত দুর্বল হংকং-কে বিরাট কোহলি টার্গেট করবেন ফর্মে ফেরার জন্য। অত্যন্ত লোয়ার র্যাঙ্কের এই দলের বিরুদ্ধে রান করা সহজ তাই বিরাটের নজর থাকবে এই ম্যাচে ভাল পারফর্ম করার।

English summary
Kapil Dev feels Virat Kohli will return this form very soon. 1983 World Cup winning captain feels Kohli just needs a good knock to get back in form.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X