For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষশেষে বিরাট-স্মিথদের পিছনে ফেলে, নতুন রাজার মাথায় উঠল টেস্টের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট

বর্ষশেষে বিরাট-স্মিথদের পিছনে ফেলে, নতুন রাজার মাথায় উঠল টেস্টের এক নম্বর ব্যাটসম্যানের মুকুট

  • |
Google Oneindia Bengali News

স্টিভ স্মিথ ও বিরাট কোহলি, বিশ্বের দুই সেরা ব্যাটসম্যানকে পিছনে ফেলে বছরের শেষ দিন টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠে এলেন কেন উইলিয়ামসন। বিরাট অ্যাডিলেডে শতরান হাতছাড়া করেন, অন্যদিকে স্মিথের ব্যাটে রানের খরা চলছে, এর মাঝেই নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকানোর সুবাদে পয়লা নম্বরে উঠে এলেন। নতুন রাজার মাথায় এবার বিশ্বের এক নম্বর টেস্ট ব্যাটসম্যানের খেতাব উঠল।

নামলেন স্মিথ

নামলেন স্মিথ

২৬ ডিসেম্বর বক্সিং ডেতে একদিকে ভারত-অস্ট্রেলিয়া অন্যদিকে নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট শুরু হয়েছিল। সেই টেস্টের পরই টেস্ট ব্যাটসম্যানদের ব়্যাঙ্কিংয়ে অদল বদল। নামলেন স্মিথ। উঠলেন উইলিয়ামসন।

ব্যাটে ব্যর্থতা

ব্যাটে ব্যর্থতা

স্মিথ ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে এখনও ব্যাটে দাগ কাটতে পারেননি। চার ইনিংস মিলিয়ে সংগ্রহ ১০ রান। যার মধ্যে প্রথম টেস্টে দুই ইনিংসে ১ করে ও দ্বিতীয় টেস্টের ০ ও ৮ রান হাঁকান। ফলে স্মিথ ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে তিনে নামলেন।

উঠলেন উইলিয়ামসন

উঠলেন উইলিয়ামসন

অন্যদিকে পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ফিরেই কেন উইলিয়ামসন ১২৯ রানে অনবদ্য ইনিংস খেলেন। এর রানের সুবাদেই টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থানে উঠে এলেন কেন।

একনজরে রেটিং পয়েন্ট

একনজরে রেটিং পয়েন্ট

কেন উইলিয়ামসন ৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। অন্যদিকে বিরাট কোহলি অ্যাডিলেডে ৭৪ হাঁকিয়ে রেটিং পয়েন্ট বাড়িয়েছেন। কোহলির পয়েন্ট এখন ৮৭৯। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ব্যাটিং ব্যর্থতার পর স্মিথের রেটিং পয়েন্ট এখন ৮৭৭। শীর্ষস্থান থেকে স্মিথ তিনে নেমে এসেছেন।

বছরের শেষ দিন ক্রিকেটভক্তদের জন্য খারাপ খবর! দেশে ফিরে আসছেন তারকা ক্রিকেটারবছরের শেষ দিন ক্রিকেটভক্তদের জন্য খারাপ খবর! দেশে ফিরে আসছেন তারকা ক্রিকেটার

English summary
Kane Williamson overtakes Steve Smith and Virat Kohli, become No1 in ICC Test Rankings
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X