For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাসন মুক্ত রাবাদা, তবে বিতর্কে বিরতি নেই

কাগিসিও রাবাদার নির্বাসন উঠে গেল কিন্তু বিতর্ক চলছেই। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

কাগিসিও রাবাদাকে দোষমুক্ত ঘোষণা -পর খুশির হাওয়া দক্ষিণ আফ্রিকা শিবিরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুটি টেস্ট ম্যাচে খেলার আর কোনও বাধা রইল না প্রোটিয়া পেসারের। এরফলে নিউল্যান্ডস টেস্টেও দলে থাকা হচ্ছে তার।

নির্বাসন মুক্ত রাবাদা, তবে বিতর্কে বিরতি নেই

এদিকে এই রাবাদা - স্টিভ স্মিথ ইস্যুতে মুখ খুলেছেন মাইক প্রোক্টর। হরভজন সিং বনাম অ্যান্ড্রু সাইমন্ডস মাঙ্কি গেট কান্ডের ম্যাচ রেফারি ছিলেন তিনি। তিনি জানিয়েছেন যখন মাঠে উপস্থিত আম্পয়ররা নিজেদের অভিযোগ ম্যাচ রেফারিকে জমা দিয়েছেন তখন যিনি সিদ্ধান্ত নিচ্ছেন সেটাকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। কোনও একটা ঘটনা ঘটেছে তা না হলে তাঁর অভিযোগ জমা দেবেন কেন।

তবে মাইক প্রোক্টরের মত শুধু রাবাদাই দোষী নন, স্টিভ স্মিথেরও কিছু গাফিলতি ছিল। এদিকে এই রাবাদা ইস্যু নিয়ে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সাংবাদিকদের মধ্যে নারদ নারদ চলছেই। দক্ষিণ আফ্রিকার তোপ জেফ ক্রো প্রাথমিক রিপোর্টে স্মিথ ও রাবাদা ইচ্ছাকৃত ধাক্কা এড়াতে পারতেন বলেলও পরে নাকি সেই রিপোর্ট পরিবর্তন হয়ে হয়ে যায় রাবাদা ইচ্ছাকৃত ধাক্কা এড়াতে পারতেন।

এদিকে রাবাদা-র নির্বাসন উঠে যাওয়ায় অজি সংবাদমাধ্যম রীতিমতো অসন্তুষ্ট।

English summary
Kagiso Rabada's suspension left but contoversy is still on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X