For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজ জিতিয়েও জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগ, রিকি পন্টিং ক্রিকেট অস্ট্রেলিয়ার উপর ক্ষুব্ধ

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডকে চূর্ণ করে অ্যাশেজ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তার আগেই অস্ট্রেলিয়া প্রথমবার টি ২০ বিশ্বকাপ খেতাব জয়ের স্বাদ পেয়েছে জাস্টিন ল্যাঙ্গারের কোচিংয়েই। সেই ল্যাঙ্গারই এবার সরে গেলেন কোচের পদ থেকে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কোচের চুক্তির মেয়াদ স্বল্পকালীন বৃদ্ধির প্রস্তাবে রাজি হননি ল্যাঙ্গার। তিনি সরতেই এটিকে অস্ট্রেলিয়ার ক্রিকেটের পক্ষে দুঃখজনক দিন বলে আখ্যা রিকি পন্টিংয়ের।

টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজ জিতিয়েও জাস্টিন ল্যাঙ্গারের পদত্যাগ, রিকি পন্টিং ক্রিকেট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সরব!

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে গত রাতের বৈঠকের পরই আজ ল্যাঙ্গারের ম্যানেজমেন্ট কোম্পানি ডিএসইজি জানিয়ে দেয় অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে তাঁর সরে যাওয়ার কথা। একই সংস্থা রিকি পন্টিংয়ের ম্যানেজমেন্টের দায়িত্বেও রয়েছে। ২০১৯ সালের বিশ্বকাপে ল্যাঙ্গারের প্রশিক্ষণাধীন অস্ট্রেলিয়া দলে পরামর্শদাতা হিসেবে থাকা পন্টিং বলেন, এটা অস্ট্রেলিয়ার ক্রিকেটের পক্ষে নিশ্চিতভাবেই দুঃখজনক দিন। জাস্টিন ল্যাঙ্গার ও টিম পেইনের বিষয়টি গত ৬ মাস ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া সামলানোর চেষ্টা করেছে, তা মোটেই ভালো নয়। কোচ ও প্রাক্তন অধিনায়ককে নিয়ে অস্বস্তিকর বাতাবরণও ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্যই তৈরি হলো বলে বুঝিয়ে দিয়েছেন পন্টিং।

পন্টিং আরও বলেন, টি ২০ বিশ্বকাপ ও ৪-০ ব্যবধানে অ্যাশেজ জেতা ল্যাঙ্গারের কোচিং কেরিয়ারেও সেরা সময়। তিনি কোচের দায়িত্বে থাকতেও আগ্রহী ছিলেন। এমন সময়ে একজন কোচ পদত্যাগ করছেন, এটা খুবই অবাক করার মতো বিষয়। পন্টিংয়ের কথায় একটি বিষয় স্পষ্ট, অস্ট্রেলিয়া দলের কয়েকজন ক্রিকেটার ও স্টাফ ল্যাঙ্গারের দল চালানোয় সন্তুষ্ট ছিলেন না। কিন্তু তা সত্ত্বেও নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে যে সংস্কৃতির বদল ল্যাঙ্গার ঘটাতে সক্ষম হয়েছিলেন তার প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক।

ল্যাঙ্গারের পদত্যাগে অস্ট্রেলিয়া স্প্লিট কোচিংয়ের পথেই হাঁটতে পারে বলে জল্পনা। আপাতত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের নাম ঘোষণা করা হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে আগেই বিশ্রাম নিয়েছিলেন ল্যাঙ্গার, ফলে তাঁর সহকারী ম্যাকডোনাল্ডই ছিলেন এই সিরিজের দায়িত্বে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড ল্যাঙ্গারের কোচ থাকার বিষয়ে আট ঘণ্টার ম্যারাথন বৈঠক চালায়। কিন্তু তাতে ইতিবাচক কিছু বেরিয়ে আসেনি। তার ২৪ ঘণ্টার মধ্যেই ল্যাঙ্গারের পদত্যাগ। অগাস্টে বাংলাদেশ সফরে টি ২০ সিরিজে বিপর্যয়ের পর প্যাট কামিন্স, টিম পেইন ও অ্যারন ফিঞ্চ ল্যাঙ্গারের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু সম্প্রতি ফিঞ্চ ও কামিন্স ল্যাঙ্গারের ভবিষ্যৎ সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে কোচকে রাখার পক্ষে সওয়ালও করেননি। অ্যাশেজ বিপর্যয়ের পর ইসিবির ডিরেক্টর অব ক্রিকেট অ্যাশলে জাইলস, কোচ ক্রিস সিলভারউড ও ব্যাটিং কোচ গ্রাহাম থর্প ইংল্যান্ডের দায়িত্ব ছেড়েছেন। এবার অ্যাশেজ জিতিয়েও সরে গেলেন ল্যাঙ্গার। তাঁকে ইংল্যান্ডের কোচ হিসেবে দেখতে চাইছেন প্রাক্তন পেসার ডমিনিক কর্ক।

English summary
Justin Langer Resigned As Australia Men's Head Coach After Declining The Offer Of Short-Term Extension. Ricky Ponting Has Described Langer's Resignation As A Sad Day For Australian Cricket.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X