For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপ জিতে ইংল্যান্ডের ফুটবল দলকে প্রেরণা দিতে চান বাটলার, ফিটনেসে উন্নতি দুই তারকার

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের ফাইনালে কাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। থ্রি লায়ন্স এই নিয়ে তৃতীয়বার টি ২০ বিশ্বকাপের ফাইনাল খেলছে। ২০১০ সালের টি ২০ বিশ্বচ্যাম্পিয়নরা ২০১৬ সালের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাস্ত হয়েছিল। ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে জস বাটলারের দলের মনোবল তুঙ্গে।

কাপ জিতে ইংল্যান্ডের ফুটবল দলকে প্রেরণা দিতে চান বাটলার

ভারতের বিরুদ্ধে চোটের কারণে খেলতে পারেননি পেসার মার্ক উড ও বিশ্বের প্রাক্তন ১ নম্বর টি ২০ ব্যাটার। তবে ফাইনালের আগে তাঁদের ফিটনেসের অনেকটাই উন্নতি হয়েছে। আজ এমসিজির নেটে দীর্ঘক্ষণ বোলিং করেছেন উড, পুরো পেসেই বল করতে দেখা গিয়েছে তাঁকে। ডেভিড মালানও নেটে থ্রোডাউন অনুশীলন সেরেছে। ম্য়াচের আগেই তাই প্রথম একাদশ চূড়ান্ত করবে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড যেভাবে খেলছে তাতে এই দুই ক্রিকেটার না থাকলেও খুব একটা সমস্যা নেই। ফিল সল্ট আগের ম্যাচে মালানের পরিবর্ত হিসেবে খেললেও ব্যাট করতে নামার প্রয়োজন হয়নি। মেলবোর্নের বড় বাউন্ডারির কথা ভেবে ক্রিস জর্ডনকে বসিয়ে ডেভিড উইলিকে খেলানোর পরামর্শ দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। জর্ডন তিনটি উইকেট নেওয়ার ফাঁকে বেশ কয়েকটি মাপা ইয়র্কারে শান্ত রেখেছিলেন ভারতীয় ব্যাটারদের। তবে এমসিজিতে উইলির স্যুইং কার্যকরী হতে পারে।

টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে অধিনায়ক জস বাটলারের গলায় পাকিস্তান সম্পর্কে সমীহের সুর ধরা পড়েছে। তিনি নিশ্চিত শক্ত চ্যালেঞ্জ আসার ব্যাপারে। তা মোকাবিলায় তাঁর দল আত্মবিশ্বাসের সঙ্গে যে প্রস্তুতও রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন বাটলার। পাকিস্তানের পেস ব্যাটারির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাটলার। তিনি এমন কথাও বলেছেন যে, পাকিস্তানের এই দলের বোলারদের মধ্যে কেউ কেউ ভবিষ্যতে কিংবদন্তিও হয়ে উঠতে পারেন।

২০ নভেম্বর থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। টি ২০ বিশ্বকাপ ফাইনাল খেলতে নামার আগে বাটলারের সাংবাদিক বৈঠকে ওঠে সেই প্রসঙ্গও। ইংল্যান্ড অধিনায়ক নিশ্চিত টি ২০ বিশ্বকাপ জিততে পারলে তা প্রেরণা জোগাবে দেশের ফুটবলারদেরও। বিশ্বের যে কোনও প্রান্তে যেভাবে সকলে দেশের বিভিন্ন দলকে সমর্থন করেন সে কথাও জানাতে ভোলেননি বাটলার। তিনি বলেন, আমাদের দেশে ফুটবলের সমতুল্য কিছু নেই। ইউরোতেও তার প্রমাণ সকলে দেখেছেন। ইংল্যান্ডে টি ২০ বিশ্বকাপ ফাইনাল ফ্রি টু এয়ারে সম্প্রচারিত হচ্ছে, এটা দারুণ বিষয়। অনেক নতুন ক্রীড়াপ্রেমী এই ম্যাচ দেখবেন। ২০১৯ সালের বিশ্বকাপ ফাইনাল দেখতে ট্রাফালগার স্কোয়্যার ভর্তি ছিল। এবার সকাল ৮টায় সেটা না হলেও অনেকেই ঘুম থেকে উঠে বাড়িতে বসে আমাদের সাফল্য প্রার্থনা করবেন। যেটা আমরাও অন্য খেলার ক্ষেত্রে করে থাকি।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ- জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), অ্যালেক্স হেলস, ডেভিড মালান বা ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড বা ক্রিস জর্ডন বা ডেভিড উইলি, আদিল রশিদ।

English summary
Jos Buttler Wants To Be T20 World Cup Champion To Inspire English Football Team In FIFA World Cup. Mark Wood Bowled In The Nets At Full Pace While Dawid Malan Faced Throwdowns.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X