For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বাটলারের বিধ্বংসী শতরানে আইপিএলে নজির, কেকেআরকে কড়া চ্যালেঞ্জ রাজস্থান রয়্যালসের

Google Oneindia Bengali News

চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে দ্বিতীয় শতরান হাঁকালেন জস বাটলার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শতরান করেছিলেন। এরপর আজ ফের একাই টেনে নিয়ে গেলেন রাজস্থান রয়্যালসকে। তাঁর ব্যাটিংয়ের দৌলতেই দুশো পার করতে পারল সঞ্জু স্যামসনের দল। ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করার পর ৫৯ বলে করলেন শতরান। প্যাট কামিন্সের বলে আউট হলেন ৬১ বলে ১০৩ রান করে। মেরেছেন ৯টি চার ও পাঁচটি ছয়।

টস জিতে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন ফিল্ডিং নেন। নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস তুলেছে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান, যা চলতি আইপিএলে দলগত সর্বাধিক রান। দুটি করে চার ও ছয়ের সাহায্যে ১৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন শিমরন হেটমায়ার। ২ রানে অপরাজিত থাকেন রবিচন্দ্রন অশ্বিন। সুনীল নারিন ৪ ওভারে ২১ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন। শিবম মাভি ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১টি উইকেট। প্যাট কামিন্স ৪ ওভারে ৫০ ও আন্দ্রে রাসেল ২ ওভারে ২৯ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন। বরুণ চক্রবর্তীর দুই ওভারে ওঠে ৩০, উমেশ যাদব ৪ ওভারে দেন ৪৪।

বাটলারের বিধ্বংসী শতরানে আইপিএলে নজির

শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন বাটলার, যোগ্য সঙ্গত দেন দেবদত্ত পাড়িক্কল। ওপেনিং জুটিতে ৯.৪ ওভারে ওঠে ৯৭ রান। ১৮ বলে ২৪ রান করে এদিন ১৫০তম আইপিএল ম্যাচ খেলা সুনীল নারিনের শিকার হন পাড়িক্কল। ১৫.২ ওভারে ১৬৪ রানে পড়ে দ্বিতীয় উইকেট, সঞ্জু স্যামসন ১৯ বলে ৩৮ রান করেন। তিনটি চার ও দুটি ছয়ের সাহায্যে। সঞ্জুকে ফেরান আন্দ্রে রাসেল। বাটলার আউট হন ১৬.৪ ওভারে দলের ১৮৩ রানের মাথায়। ১৭.১ ওভারে রিয়ান পরাগ (৩ বলে ৫) নারিনের দ্বিতীয় শিকার। ১৮৯ রানে চতুর্থ উইকেট পড়ার পর পঞ্চম উইকেট রাজস্থান হারায় ১৮.৫ ওভারে ১৯৮ রানে। করুণ নায়ার ৫ বলে তিন রান করে শিবম মাভির শিকার।

বাটলারের বিধ্বংসী শতরানে আইপিএলে নজির

রাজস্থান রয়্যালসের হয়ে তৃতীয় শতরান হাঁকালেন বাটলার, যে নজির ওই দলে আর কারও নেই। শেষ ২৩টি টি ২০ ইনিংসে এটি বাটলারের চতুর্থ শতরান। অভিষেকের পর এই ফরম্যাটে ২৫৯ ইনিংসে তাঁর কোনও শতরান ছিল না। শেষ সাতটি আইপিএল ইনিংসে বাটলার এদিন তৃতীয় শতরানটি পেলেন। বিরতিতে তিনি বলেন, এবারের দুটি শতরানই উপভোগ করেছি। তবে আজকেরটা অনেক মসৃণভাবেই এসেছে। প্রথম দিকে পিচের সঙ্গে মানিয়ে নিয়েছি, তবে সময় যত এগিয়েছে ব্যাট করা সহজ হয়েছে। একটা দিকে ছোট বাউন্ডারি হওয়ায় বোলারদের কাজটাও কঠিন ছিল। ২০১৬ সালের আইপিএলে বিরাট কোহলি চারটি শতরান করেছিলেন। ২০১১ সালের আইপিএলে দুটি শতরান করেছিলেন ক্রিস গেইল। ২০১৮ সালের আইপিএলে শেন ওয়াটসন দুটি শতরান পান। বাটলার শেষ যে চারটি টি ২০ শতরান করলেন তাতে দু-একজন বোলারকে সমীহ করে বাকিদের বিরুদ্ধে আগ্রাসী ব্যাটিং করলেন। সমীহ করেছেন যাঁদের তাঁরা হলেন রশিদ খান (সানরাইজার্স হায়দরাবাদের গত বছর), শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাহিশ থিকশানা, মুম্বই ইন্ডিয়ান্সের জসপ্রীত বুমরাহ ও আজ সুনীল নারিন। নারিনের ৯ বলে এদিন ৫ রান করেন বাটলার, বাকিদের ৫২ বলে করেন ৯৮।

English summary
IPL 2022: Jos Buttler Hits 2nd 100 In IPL 2022 To Put RR In Strong Position Against KKR. He Has Scored 103 Off 61 Deliveries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X