For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jos Buttler: সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নয়া অধিনায়ক জস বাটলার

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নয়া অধিনায়ক জস বাটলার

Google Oneindia Bengali News

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নয়া অধিনায়ক হলেন জস বাটলার। ইয়ন মর্গ্যান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নির্ধারিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়কের দৌড়ে জস বাটলার ছাড়াও ছিলেন অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার মঈন আলি। তবে, বর্ষীয়ান এবং অভিজ্ঞ এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকেই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নয়া অধিনায়ক জস বাটলার

বৃহস্পতিবার সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নতুন অধিনায়ক হিসেবে ঘোষিত করা হয় জস বাটলারের নাম। মর্গ্যানের জুতোয় পা গলিয়ে অনেকটাই দায়িত্ব বেড়ে গেল বাটলারের। ইংল্যান্ডের ক্রিকেটকে অন্য স্তরে নিয়ে গিয়েছিলেন ইয়ন মর্গ্যান। ক্যাপ্টেন মর্গ্যানের নেতৃত্বে ২০১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। দীর্ঘ সময় ধরে ব্যাটে রানের খরা চলার দরুণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত মঙ্গলবার ঘোষণা করেন মর্গ্যান। দু'দিনের মধ্যেই তাঁর উত্তরসূরি হিসেবে জসের নাম ঘোষণা করে দিল ইসিবি।

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ইংল্যান্ডের দলের অপরিহার্য সদস্য বাটলার। ২০১১ সালে ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয় বাটলারের। এর পরের বছর অর্থাৎ ২০১২ সালে বাটলারের অভিষেক হয় ৫০ ওভারের ক্রিকেটে।

Jos Buttler: সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নয়া অধিনায়ক জস বাটলার

২০১৫ সাল থেকে ইংল্যান্ডের সহ অধিনায়ক ছিলেন জস এবং এই সময় দলকে ১৪টি ম্যাচে (৯টি ওডিআই এবং ৫টি টি-২০) নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইংল্যান্ডের হয়ে ১৫১টি ওডিআই ম্যাচে ৪১.২০ গড়ে ৪১২০ রান করেছেন তিনি। ওডিআই'তে তাঁর ১০টি শতরান রয়েছে। সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ৮৮টি ম্যাচে বাটলার প্রতিনিধিত্ব করেছে ইংল্যান্ডের জার্সি গায়ে। এই ফরম্যাটে তাঁর এখনও পর্যন্ত সংগ্রহ ২১৪০ রান এবং স্ট্রাইক রেট ১৪১.২০। তিন ফরম্যাটের ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে শতরান করা ব্যাটসম্যান বাটলার। বাটলার ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ডেভিড মালান এবং হিথার নাইটের।

নতুন দায়িত্ব গ্রহণ করে তিনি বলেছেন, "বিগত সাত বছর ধরে ইংল্যান্ডকে অসাধারণ নেতৃত্ব দেওয়া ইয়ন মর্গ্যানকে আমি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। প্রত্যেকের কাছেই এই সময়টা স্মরণীয় হয়ে থাকবে। উনি একজন অনুপ্রেরণাদায়ক নেতা এবং তাঁর অধীনে খেলার অভিজ্ঞতা অসাধারণ। অনেক কিছু আমি তাঁর থেকে শিখেছি যা আমাকে এই দায়িত্ব পালন করতে সাহায্য করবে। ইয়নের থেকে দায়িত্ব নেওয়াটা বিরাট সম্মানের। আগমী সপ্তাহ থেকে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে সিরিজ এবং পরে জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। নিজের দেশকে নেতৃত্ব দিতে পারাটা সব থেকে বেশি সম্মানের। অতীতে যখন এই সুযোগ আমি পেয়েছি তা আনন্দের সঙ্গে পালন করেছি।"

English summary
Jos Buttler elected as the new skipper of England ODI and T20 team. Buttler is an integral part of England's white ball cricket over a decade and he was serving as vice captain of England white ball team from 2015.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X