For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনে আচমকাই হাজির জন রাইট! প্রাক্তন ভারতীয় কোচ কলকাতায় এসেছেন বিশেষ লক্ষ্য নিয়ে

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের নিলামের দিন যতই এগিয়ে আসছে ততই হোমওয়ার্ক সারছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ভারতের ঘরোয়া টি ২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির নক আউট পর্বের খেলাগুলি হচ্ছে কলকাতায়। এই টুর্নামেন্ট থেকে প্রতিভাবান ক্রিকেটারদের অন্বেষণের কাজ চালাচ্ছেন স্কাউটরা। এরই মধ্যে আজ ইডেনে হাজির জন রাইট।

ইডেনে আচমকাই হাজির জন রাইট

(ছবি- শান্তনু কুমার মিত্র-র ফেসবুক)

কোচ রাইট, অধিনায়ক সৌরভ- এই জুটি টালমাটাল অবস্থা থেকে ভারতীয় ক্রিকেটকে ঘুরে দাঁড় করিয়েছিল। টিম ইন্ডিয়া শুধু দেশেই নয়, ভারতেও যে মাথা উঁচু করে লড়াই চালাতে পারে, জিততে পারে সেটা নিশ্চিত হয়েছিল এই জুটির মাধ্যমেই। ২০০০ থেকে ২০০৫ অবধি ভারতের কোচ ছিলেন রাইট। সৌরভের অধিনায়কত্বে ইডেনে ঐতিহাসিক টেস্ট জয়-সহ স্টিভ ওয়ার বিজয়রথ থামিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা থেকে ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল কিংবা অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট সিরিজ ড্র করে ফেরা, নানাবিধ সাফল্য এসেছিল রাইট-সৌরভের জমানাতেই। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কিউয়িদের জাতীয় দলের কোচ হয়েছিলেন। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচের দায়িত্ব প্রথম পান ২০১৩ সালে। প্রতিভা অন্বেষণেও তাঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় রেখেছে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি। উল্লেখ্য, স্কাউটের ভূমিকা পালন করে রাইট মুম্বই ইন্ডিয়ান্সে তুলে এনেছিলেন জসপ্রীত বুমরাহ, হার্দিক ও ক্রুণাল পাণ্ডিয়ার মতো ক্রিকেটারদের।

আইপিএলের সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স এবার নতুন কোচের তত্ত্বাবধানে মাঠে নামবে। মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি বিশ্বের নানা প্রান্তে টি ২০ লিগেও দল নামানোর সিদ্ধান্ত নিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের ট্যালেন্ট স্কাউটের দায়িত্ব নিয়ে রাইট এই মুহূর্তে কলকাতায় এসেছেন। তিনি আজ ইডেনে আচমকাই হাজির হন। তখন সিএবির পদাধিকারীরা কেউই ছিলেন না। সৌরভ গঙ্গোপাধ্যায়ও এদিন ইডেনমুখো হননি। তবে রাইট যখন কলকাতায় তখন মহারাজের সঙ্গে তাঁর যে সাক্ষাৎ হবে তা বলার অপেক্ষা রাখে না। রাইট ইডেনে আসার পর শান্তনুকুমার মিত্র-সহ সিএবির বিভিন্ন কমিটির কয়েকজন সদস্য তাঁর সঙ্গে দেখা করেন। ক্লাব হাউসের নতুন চেয়ারে বসে খেলা দেখেন রাইট। সৈয়দ মুস্তাক আলি টি ২০-র নক আউট পর্ব থেকে পছন্দের ক্রিকেটার বাছাই করে তাঁদের নিয়ে নিলামের আগে হোমওয়ার্ক সারবে মুম্বই ইন্ডিয়ান্স। বাংলার ক্রিকেট মহল প্রত্যাশায় রাইটের নোটবুকে বাংলার ক্রিকেটারদের নামও উঠুক।

আজ সৈয়দ মুস্তাক আলির প্রি কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব ৪৯ রানে হারিয়ে দিয়েছে হরিয়ানাকে। পাঞ্জাবের ৭ উইকেটে ১৭৬ রানের জবাবে হরিয়ানা ৯ উইকেটে ১২৭ রান তোলে। পাঞ্জাবের হয়ে ওপেন করতে নেমে শুভমান গিল চার রানে আউট হন। অপর ম্যাচে ছত্তীসগঢ়কে ৫ উইকেটে হারিয়েছে বিদর্ভ। উমেশ যাদব বিদর্ভের হয়ে ৪ ওভারে ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। সৌরাষ্ট্র-কেরল ম্যাচে অবশ্য হতাশ করেছেন চেতেশ্বর পূজারা। তিনি আউট হন ১১ রানে।

English summary
Former India Coach John Wright To Shortlist Players For Mumbai Indians Ahead Of IPL Auction. He Has Watched Punjab vs Haryana Match Of Syed Mushtaq Ali Trophy At Eden Gardens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X