For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ত্রোপচারের পর রিহ্যাবিলিটেশন, আদৌ কি আইপিএল খেলতে পারবেন আর্চার?

অস্ত্রোপচারের পর রিহ্যাবিলিটেশন, আদৌ কি আইপিএল খেলতে পারবেন আর্চার?

  • |
Google Oneindia Bengali News

ভারতের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি২০ ম্যাচ চলাকালীন কনুইতে চোট পেয়ে বাইশ গজ থেকে ছিটকে গিয়েছিলেন জোফ্রা আর্চার। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এরই মধ্যে আরও এক দুর্ঘটনা ঘটিয়ে বসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। যার জন্য আর্চারের হাতে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁকে রিহ্যাবিলিটেশনে পাঠানো হয়েছে। এমতাবস্থায় তাঁর ২০২১ সালের আইপিএলে অংশ নেওয়া কতটা নিশ্চিত, তা নিয়ে প্রশ্ন উঠছে।

আর্চারের হাতে অস্ত্রোপচার

আর্চারের হাতে অস্ত্রোপচার

জোফ্রা আর্চারের ডান হাতে অস্ত্রোপচার সফল হয়েছে। আপাতত ফাস্ট বোলারকে দুই সপ্তাহের জন্য রিহ্যাবিলিটেশন থাকতে হবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। বলা হয়েছে, রিহ্যাবিলিটেশনের মেয়াদ শেষ হলে আর্চার ফিট কিনা, তা খতিয়ে দেখবেন ইংল্যান্ড ক্রিকেট দলের ফিজিও। সেই রিপোর্টের প্রেক্ষিতে আর্চারকে ট্রেনিংয়ে ফেরানো হবে বলে জানানো হয়েছে।

দুর্ঘটনার কবলে আর্চার

দুর্ঘটনার কবলে আর্চার

বাড়ির বাথরুমে মাছের ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন জোফ্রা আর্চার। কোনও ভাবে হাত ফসকে ট্যাঙ্কটি নিচে পড়ে ভেঙে যায়। ভাঙা কাচ সরাতে গিয়ে ইংল্যান্ড ফাস্ট বোলারের হাত কেটে গিয়েছে বলে জানানো হয়েছে। একটি বড় কাচের টুকরো আর্চারের হাতে ঢুকে গিয়েছে বলে খবর। সেটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হবে বলে জানিয়েছেন ডাক্তাররা।

আর্চারের চোট

আর্চারের চোট

ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে চোট নিয়েই ভারত সফরে এসেছিলেন জোফ্রা আর্চার। টি২০ সিরিজ খেলার সময় ডান হাতি ফাস্ট বোলারের কনুইয়ের চোট বেড়ে যায়। কোনও ঝুঁকি না নিয়ে আর্চারকে তখনই ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল। বাড়িতে থাকাকালীনই দুর্ঘটনার কবলে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার।

আইপিএল খেলবেন কি আর্চার

আইপিএল খেলবেন কি আর্চার

চলতি বছরের অক্টোবরে ভারতে টি২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে। ওই টুর্নামেন্টে দলে জোফ্রা আর্চারের উপস্থিতি যেনতেন-প্রকারেণ চায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। চোট এবং দুর্ঘটনায় বিদ্ধ ডান হাতি ফাস্ট বোলার কোনও ভাবে আগামী আইপিএল খেলার সুযোগ পেলে এবং সেখানে চোট আরও বেড়ে গেলে আর্চারের জাতীয় দলে প্রত্যাবর্তন কঠিন হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। তাই বিধ্বংসী ফাস্ট বোলারের আইপিএল খেলার সম্ভাবনা যে ক্রমশ কমছে, তা বলা চলে।

'কেকেআর কি আইপিএল জিতবে' প্রশ্নের 'কফি' জবাব শাহরুখের, নেট দুনিয়ায় শোরগোল'কেকেআর কি আইপিএল জিতবে' প্রশ্নের 'কফি' জবাব শাহরুখের, নেট দুনিয়ায় শোরগোল

English summary
Jofra Archer to begin two weeks rehabilitation after successful surgery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X