For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝুলনের জোড়া নো বলে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার, একদিনের সিরিজ কীভাবে হারল মিতালির ভারত দেখুন

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের ক্রিকেটে অসাধারণ একটি ম্যাচের সাক্ষী থাকল ম্যাককে। দুই দল মিলে রান করল ৫৪৯। শেষ বলে নাটকীয় জয় ছিনিয়ে নিয়ে অস্ট্রেলিয়াকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জেতাল বেথ মুনির অপরাজিত শতরান। টানটান লড়াইয়ে মিতালি রাজের ভারতকে হারতে হল শেষ ওভারে ঝুলন গোস্বামীর জোড়া নো বলের কারণে!

ঝুলনের জোড়া নো বলে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার

টস জিতে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৭৪ রান তুলেছিল। ১১টি চারের সাহায্যে ৯৪ বলে সর্বাধিক ৮৬ রান করেন অভিজ্ঞ ওপেনার স্মৃতি মান্ধানা। শেফালি ভার্মা ২২, মিতালি রাজ ২২, ইয়াস্তিকা ভাটিয়া ৩ রান করেন। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে করেন ৫০ বলে ৪৪। দীপ্তি শর্মা ২৩ ও পূজা বস্ত্রকার ২৯ রান করেন। ২৫ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন ঝুলন গোস্বামী। ৩১ রান অতিরিক্ত দেয় অস্ট্রেলিয়া, যার মধ্যে ৫টি বাই, ৯টি লেগ বাই ও ১৭টি ওয়াইড। তাহলিয়া ম্যাকগ্রা তিনটি এবং সোফি মলিনেক্স ২টি উইকেট দখল করেন।

জবাবে খেলতে নেমে ১৫.৫ ওভারে ৫২ রানের মধ্যে চার উইকেট হারায় অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল। প্রথম ওভারের তৃতীয় বলেই শূন্য রানে অ্যালিসা হিলিকে বোল্ড করেন ঝুলন গোস্বামী। ক্যাপ্টেন মেগ ল্যানিং ৬, এলিস পেরি ২ ও অ্যাশলে গার্ডনার ১২-র বেশি করতে পারেননি। যদিও এরপর পঞ্চম উইকেটে বেথ মুনি ও ম্যাকগ্রা মিলে যোগ করেন ১২৬ রান। তাহলিয়া ম্যাকগ্রাকে দীপ্তি শর্মা আউট করেন। তিনি ৭৭ বলে ৭৪ রান করেন। এরপর নিকোলা ক্যারেকে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন মুনি।

শেষ ওভারে অজিদের জিততে দরকার ছিল ১৩ রান। ঝুলন গোস্বামীর প্রথম বল ফুলটস বলে মুনি ২ রান নিলেও ওভার থ্রোয়ের দৌলতে আরও একটি রান পেয়ে যান। দ্বিতীয় বলে ক্যারে নেন আরও ২ রান। তৃতীয় বলটি বিমার! শিশিরে ভেজা থাকায় বলের নিয়ন্ত্রণ রাখতে না পারায় ঝুলনের ডেলিভারি সোজা গিয়ে লাগে ক্যারের হেলমেটে। কনকাসন টেস্টের পর নতুন হেলমেট নিয়ে ফের খেলতে নামেন ক্যারে। এমন বোলিংয়ের জন্য ব্যাটারের কাছে দুঃখপ্রকাশও করেন ঝুলন।

ফ্রি হিট বাইয়ে এক রান হওয়ার পর অজিদের জেতার জন্য শেষ তিন বলে দরকার ছিল ৬। পরের বলটি স্কুপ করতে যান মুনি, কিন্তু না পারায় লেগ বাইয়ে ১ রান হয়। ২ বলে অজিদের তখন জিততে প্রয়োজন ৫ রান, সুপার ওভারের জন্য ৪। পঞ্চম বলটিতে ক্যারে ২ রানের বেশি নিতে পারেননি। শেষ বলে মেগ ল্যানিংয়ের দলের দরকার ছিল ৩, সুপার ওভারের জন্য ২। ঝুলনের ফুল টস বল মারতে গিয়ে ক্যারে মিড উইকেটে ক্য়াচ দিয়ে বসেন। যদিও কোমরের বেশি উচ্চতার জন্য এই বলটিও নো বল হয়। শেষ বলটিতে ২ রান নিয়ে দলকে জিতিয়ে দেন ক্যারে।

শেষ ১০ ওভারে ভারতের প্রচুর মিস ফিল্ডও অজিদের সুবিধা করে দেয়। ১২টি বাউন্ডারির সাহায্যে ১৩৩ বলে ১২৫ রান করে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন বেথ মুনি। ঝুলন আট ওভারে ৪০ রানের বিনিময়ে নেন ১টি উইকেট। মেঘনা সিং, পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা নেন ১টি করে উইকেট। ৫ উইকেটে ম্যাচ হেরে সিরিজ খোয়ানোয় স্বাভাবিকভাবেই হতাশ ভারতীয় মহিলা দল। অধিনায়ক মিতালি রাজ অবশ্য দলের ব্যাটিংয়ে খুশি। ঝুলনের পাশে দাঁড়িয়েই মিতালি রাজ বলেন, আমার মতে শেষ বলটার সময় নার্ভাসনেস সমস্যা হতে পারে। কেন না, যা খুশি ফল হতে পারত। আমরা নো বল প্রত্যাশা করিনি। তবে এটা খেলারই অঙ্গ। হেরে গেলেও আজ যেভাবে আমরা খেলেছে সেই ধরনের খেলাই পরের ম্যাচে ধরে রাখতে চাই।

English summary
Jhulan Goswami's Two No Balls Secured Australia Women's ODI Series Win Against India Women. 13 Runs Were Needed To Win For Australia Women In The Last Over.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X