For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝুলন গোস্বামী কি মহিলাদের প্রিমিয়ার লিগে খেলবেন না? সৌরভের কোন প্রস্তাব গেল চাকদহ এক্সপ্রেসের কাছে?

দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে ঝুলন গোস্বামীকে। হেড কোচ হিসেবে তাঁরা চাইছেন ডব্লুভি রামনকে।

  • |
Google Oneindia Bengali News

ঝুলন গোস্বামী, মিতালি রাজদের মতো তারকাদের কি মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম সংস্করণে খেলতে দেখা যাবে না? সেটাই এখন ক্রিকেটপ্রেমীদের মনে বড় প্রশ্ন। মিতালি রাজকে ডব্লুপিএলের আমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি মেন্টর ও পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করেছে। এবার ঝুলন গোস্বামীর কাছেও গেল দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ হওয়ার প্রস্তাব।

ঝুলনকে প্রস্তাব

ঝুলনকে প্রস্তাব

দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররাই মহিলাদের প্রিমিয়ার লিগে দিল্লি দলের মালিকানা পেয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় স্পোর্টসস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা ঝুলন গোস্বামীকে বোলিং কোচ করার প্রস্তাব দিয়েছি। আমরা নিশ্চিত ঝুলন এই প্রস্তাবে রাজিও হয়ে যাবেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ঝুলনকে বাংলার মহিলা ক্রিকেট দলের মেন্টর করেছে সিএবি। মহিলা ক্রিকেটের বিকাশে তাঁকে আরও বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও রয়েছে। তারই মধ্যে মহিলাদের আইপিএলে বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেলেন ঝুলন।

রামনকে হেড কোচ চাইছে দিল্লি

রামনকে হেড কোচ চাইছে দিল্লি

সৌরভ গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে ডব্লুভি রামনকে। তিনি ভারতীয় মহিলা দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। সৌরভ বলেন, ডব্লুভি ভারতীয় দলে দারুণভাবে দায়িত্ব সামলেছেন। সে কারণেই তাঁকে দিল্লির কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রামন ও ঝুলন যদি রাজি হন তাহলে দিল্লি ক্যাপিটালস ডব্লুপিএলে এই দুজনের অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে পারবে বলেও আশাবাদী দিল্লি কর্তারা।

সৌরভের নেতৃত্বে ঘর গোছানো শুরু

সৌরভের নেতৃত্বে ঘর গোছানো শুরু

সৌরভ গঙ্গোপাধ্যায়কে ইতিমধ্যেই ডিরেক্টর অব ক্রিকেট পদে বসিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কর্ণধাররা। এই ফ্র্যাঞ্চাইজির যতগুলি দল রয়েছে তার ক্রিকেটীয় বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন প্রাক্তন ভারত অধিনায়ক। বিসিসিআই সভাপতি হওয়ার আগে এই দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব নিয়ে দলের সামগ্রিক পারফরম্যান্সের উল্লেখযোগ্য উন্নতি ঘটান সৌরভ। ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর পক্ষেও ইতিবাচক ভূমিকা নেন। ফের নতুন দায়িত্বে এসেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছেন মহারাজ।

ঝুলনের খেলার সম্ভাবনা নেই

ঝুলনের খেলার সম্ভাবনা নেই

এদিকে, ঝুলন সম্প্রতি একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন, মহিলাদের আইপিএল যদি বছর দুয়েক আগে শুরু হতো তাহলে তিনি খেলতেন। কিন্তু এখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। যদিও ডব্লুপিএল মহিলাদের ক্রিকেটের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে নিশ্চিত ঝুলন। চাকদহ এক্সপ্রেস যদি দিল্লি ক্যাপিটালসের প্রস্তাবে রাজি হন, তাহলে মিতালির সঙ্গে ঝুলনকেও দেখা যাবে নতুন ভূমিকায়। আর কোচ হিসেবে রামনকে যদি দিল্লি নিতে পারে, তাহলে সামগ্রিক পরিকল্পনার ক্ষেত্রেও সৌরভ-রামন জুটি বিপক্ষ দলগুলিকে চিন্তায় ফেলার পক্ষে যথেষ্ট।

English summary
Jhulan Goswami Has Been Offered To Take Over The Bowling Coach Role Of Delhi Capitals In WPL. Director Of Cricket Sourav Ganguly Says DC Want WV Raman As Head Coach.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X