For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝুলন গোস্বামী ৬০০! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈর্ষণীয় নজির গড়লেন চাকদহ এক্সপ্রেস

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতেই ঈর্ষণীয় নজির গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। কেরিয়ারে ৬০০ উইকেট দখল করলেন চাকদহ এক্সপ্রেস। আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে র‌্যাচেল হেইন্সের উইকেটটি ঝুলনের কেরিয়ারে ৬০০তম উইকেট। পরের বলে তিনি আউট করেন মেগ ল্যানিংকে। বিসিসিআইয়ের পরিসংখ্যান অনুযায়ী, হেইন্স ও ল্যানিং ঝুলনের কেরিয়ারে যথাক্রমে ৬০০ ও ৬০১তম শিকার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঈর্ষণীয় নজির গড়লেন চাকদহ এক্সপ্রেস

দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ঝুলন গোস্বামীর শেষ ওভারের শেষ বলে বিতর্কিত নো বলের ফায়দা তুলে ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল অস্ট্রেলিয়ার প্রমীলা বাহিনী। আজকের ম্যাচে ভারতীয় বোলারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স ঝুলন গোস্বামীরই। ১০ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন ওভার নিয়ে ৩৭ রানের বিনিময়ে ৩ উইকেট পেলেন ঝুলন।

ম্যাচের নবম ওভারের চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ওপেনার র‌্যাচেল হেইন্স ও অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিংকে প্যাভিলিয়নে ফেরান ঝুলন। শেষ ওভারে আউট করেন অ্যানাবেল সাদারল্যান্ডকে। ঝুলনের কেরিয়ারের ৬০০তম শিকার র‌্যাচেল হেইন্স। অজি অধিনায়ককে শূন্য রানে আউট করে কেরিয়ারের ৬০১তম উইকেটটি ঝুলিতে পুরে ফেলেন ঝুলন। ঝাঁপিয়ে পড়ে অনবদ্য দক্ষতায় ল্যানিংয়ের ক্যাচ তালুবন্দি করেন উইকেটকিপার তথা শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ।

ঝুলন গোস্বামীর দখলে ৩৩৭টি আন্তর্জাতিক উইকেটের পাশাপাশি রয়েছে ঘরোয়া ক্রিকেটে নেওয়া ২৬৫টি উইকেট। সবমিলিয়ে ৬০১টি উইকেট এখনও অবধি পেয়েছেন চাকদহ এক্সপ্রেস। ২০০২ সাল থেকে আজ অবধি ১৯২টি একদিনের আন্তর্জাতিকে ২৪০টি উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩১ রানের বিনিময়ে ৬ উইকেট। গড় ২১.৫৯, ইকনমি ৩.৩১। মহিলাদের ক্রিকেটে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট রয়েছে ঝুলনেরই। ১১টি টেস্টে তিনি ৪১টি উইকেট পেয়েছেন। মহিলাদের টি ২০-তে ঝুলনের উইকেট সংখ্যা ৬৮ ম্যাচে ৫৬। টেস্ট ও একদিনের ক্রিকেট খেললেও আন্তর্জাতিক টি ২০ থেকে ২০১৮ সালেই অবসর নিয়েছেন ঝুলন। মহিলাদের ক্রিকেটে ঝুলনই একমাত্র বোলার যাঁর দখলে ২০০-র বেশি ওয়ান ডে উইকেট রয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোয়াইটওয়াশ এড়ানোর মরিয়া লড়াই চালাচ্ছে মিতালি রাজের ভারত। সিরিজের তৃতীয় তথা শেষ একদিনের আন্তর্জাতিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের জন্য ২৬৫ রান দরকার ভারতের। শেফালি ভার্মা ৯১ বলে ৫৬ রান করে আউট হয়েছেন। তবে অর্ধশতরান করে ক্রিজে রয়েছেন তিনে নামা ইয়াস্তিকা ভাটিয়া। কেরিয়ারের তৃতীয় একদিনের আন্তর্জাতিকেই দুরন্ত হাফ সেঞ্চুরি করেছেন তিনি। স্মৃতি মান্ধানা ২২ রানে আউট হওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে ১০১ রান যোগ করেন শেফালি ও ইয়াস্তিকা। শেফালি ফেরার পর রিচা ঘোষ শূন্য রানে আউট হন। শেষ পাওয়া খবরে ভারতের জিততে প্রয়োজন ১৮ ওভারে ৯৯ রান, হাতে ৭ উইকেট। ভাটিয়ার সঙ্গে ক্রিজে রয়েছেন মিতালি রাজ।

English summary
Jhulan Goswami Claims 600th Wicket In Her Career During Third ODI Against Australia Women. At Present, Jhulan Has 337 International And 264 Domestic Wickets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X