For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহিলা বিগ ব্যাশ লিগে হাইপ্রোফাইল দলের হয়ে সই করলেন ভারতের তারকা ব্যাটার

মহিলা বিগ ব্যাশ লিগে হাইপ্রোফাইল দলের হয়ে সই করলেন ভারতের তারকা ব্যাটার

Google Oneindia Bengali News

মঙ্গলবার মহিলা বিগ ব্যাশ লিগের দল মেলবোর্ন স্টার্সের সঙ্গে যুক্ত হলেন ভারতীয় মহিলা দলের তারকা ব্যাটসওম্যান জেমিমা রড্রিগেজ। অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলা বিগ ব্যাশ লিগ ২০২২-২৩। মেলবোর্ন স্টার্সে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সই করলেন জেমিমা।

অতীতেও বিগ ব্যাশ লিগে খেলেছেন জেমিমা রড্রিগেজ:

অতীতেও বিগ ব্যাশ লিগে খেলেছেন জেমিমা রড্রিগেজ:

মহিলা বিগ ব্যাশ লিগের সপ্তম সংস্করণে জেমিমা রড্রিগেজ খেলেছেন মেলবোর্নেরই অপর দল মেলবোর্ন রেনেগাডেসের হয়ে। গত সংস্করণে বিগ ব্যাশ লিগে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন জেমিমা। ১১৬ স্ট্রাইক রেটে ৩৩৩ রান করেছিলেন তিনি। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিনটি টি-২০ এবং ওডিআই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে ডাক পেয়েছেন জেমিমা। ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর বাংলাদেশে হতে চলা মহিলা এশিয়া কাপে ভারতের জার্সিতে খেলবেন তিনি।

মেলবোর্ন স্টারে সই করার পর জেমিমার বক্তব্য:

মেলবোর্ন স্টারে সই করার পর জেমিমার বক্তব্য:

জেমিমা রড্রিগেজ মেলবোর্ন স্টার্সের হয়ে চুক্তিবদ্ধ হওয়ার পর জানিয়েছেন তিনি মেলবোর্নে ফেরার জন্য মুখি রয়েছে। ফ্রাঞ্চাইজিটির পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জেমিমা বলেছেন, "স্টার্স পরিবারের সদস্য হতে পেরে আমি দারুণ উত্তেজিত। আমাকে জানানো হয়েছে স্টার্সে আমিই প্রথম ভারতীয় হিসেবে সই করছি এবং আমার কাছে এটা গর্বের। অস্ট্রেলিয়ায় সব সময়েই আমার পছন্দের শহর মেলবোর্ন এবং সেখানে ফেরার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।"

জেমিমাকে সই করানোর পর মেলবোর্ন স্টার্সের বক্তব্য:

জেমিমাকে সই করানোর পর মেলবোর্ন স্টার্সের বক্তব্য:

ফ্রাঞ্চাইজিটির জেনারেল ম্যানেজার ব্লেয়ার ক্রচ বলেছেন, এটিকে ক্লাবের ইতিহাসে ল্যান্ডমার্ক ডে হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "ভারতে আমাদের প্রচুর সমর্থক রয়েছে এবং জেমিমার মাপের এক জনকে স্কোয়াডে যুক্ত করতে পারার ফলে আরও শক্তিশালী হল ক্লাব। আমি নিশ্চিত শীঘ্রই সমর্থকদের পছন্দের ক্রিকেটার হয়ে উঠবেন জেমিমা।"

বিশ্বকাপের দলে ব্রাত্য ছিলেন জেমিমা:

বিশ্বকাপের দলে ব্রাত্য ছিলেন জেমিমা:

এই বছর আইসিসি মহিলা বিশ্বকাপের দলে ডাক পাননি জেমিমা রড্রিগেজ। তবে, কমনওয়েলথ গেমসে দলে ফেরেন তিনি। দারুণ ভাবে প্রত্যাবর্তন করেন। ইংল্যান্ডের বার্মিংহ্যামে ৫ ম্যাচে ১৪৬ রান করেন তিনি। হরমনপ্রীত কউরের দল ফাইনালে পৌঁছলেও সোনা জিততে পারেনি। অগস্ট ২০২২-এর জন্য আইসিসির বিচারে মাসের সেরা ক্রিকেটারের জন্য মনোনিত হয়েছেন জেমিমা।

Breaking: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়নাBreaking: সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুরেশ রায়না

English summary
Jemimah Rodrigues signs for Melbourne Stars for forthcoming Women's Big Bash League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X