For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝুলন গোস্বামীকে আবেগে মোড়া খোলা চিঠি লিখলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, কী লেখা সেই চিঠিতে পড়ুন আপনিও

ঝুলন গোস্বামীকে আবেগে মোড়া খোলা চিঠি লিখলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, কী লেখা সেই চিঠিতে পড়ুন আপনিও

Google Oneindia Bengali News

দীর্ঘ কুড়ি বছরেরও বেশি সময় বিশ্ব ক্রিকেটকে সমৃদ্ধ করে বাইশ গজকে বিদায় জানিয়েছেন ঝুলন গোস্বামী। ভারত তথা বিশ্ব মহিলা ক্রিকেটের আইকন ঝুলকে লর্ডসে বিদায়ী ম্যাচে স্মারণ দিয়ে সম্মান জানায় বিসিসিআই, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ভারতীয় মহিলা দল। কেরিয়ারের শেষ ম্যাচে তিন মেডেন সহ দুই উইকেট নেওয়া ঝুলন সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছেড়েছিলেন যা মনে করিয়ে দিচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকরের বিদায়ী ম্যাচে মাঠ ছাড়ার মুহূর্তকে। বিশ্ব মহিলা ক্রিকেটের অন্যতম পথ প্রদর্শকের উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন ঝুলনের দীর্ঘ সময়ের সতীর্থ জেমিমা রড্রিগেজ।

ঝুলনকে খোলা চিঠি জেমিমা রড্রিগেজের:

ঝুলনকে খোলা চিঠি জেমিমা রড্রিগেজের:

সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণ ভারতীয় ক্রিকেটার জেমিমা রড্রিগেজ লিখেছেন, "প্রিয় ঝুলি দি, আমি জানি তুমি নিশ্চয়ই লক্ষ্য লক্ষ্য বার্তা পেয়েছো, কিন্তু আমি তোমায় বলতে চাই যে আমি সব সময়ে তোমার দিকেই চেয়ে থাকতাম (এই জন্য নয় যে তুমি আমার থেকে লম্বা) অনেক দিক থেকে। তুমি সব সময়ে আমায় অনুপ্রাণিত করেছো এবং দেখিয়ে কী ভাবে এক জন ভাল সিনিয়র হতে হয়। আমার মনে হয় না এমন কেউ রয়েছে যার মধ্যে এই খেলাকে ঘিরে তোমার মতো দায়বদ্ধতা, প্যাশন রয়েছে। আমি অবশ্যই তোমার নাচের সেশন মিস করবো, চায়ের পার্টি, এক সঙ্গে খেতে যাওয়া, ইউএনও গেমস-ও মিস করব। তবে সব থেকে বেশি যেটা মিস করব সেটা তোমায় আমাদের সঙ্গে ভারতের নীল জার্সিতে খেলতে দেখা। আমি গর্বিত যে আমি সকলকে বলতে পারবো আমি মহান ঝুলন গোস্বামীর সঙ্গে ড্রেনিং রুমে শেয়ার করেছি। মহিলা ক্রিকেটের জন্য তুমি যা করেছো তার জন্য তোমায় ধন্যবাদ। সব কিছুুর জন্য তোমায় শুভেচ্ছা জানাই, প্রচুর ভালাবাস নিও জে দিদি। "

আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ঝুলনের পরিসংখ্যান:

আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ঝুলনের পরিসংখ্যান:

২০৪টি মহিলা এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন ঝুলন গোস্বামী। ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি ২৫৫টি উইকেট সংগ্রহ করেছেন ২২.০৪ গড়ে। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে ওডিআই ফরম্যাটে সর্বাধিক উইকেট সংগ্রহকারী বোলার ঝুলন।

শেষ ম্যাচের কীর্তি ঝুলনের:

শেষ ম্যাচের কীর্তি ঝুলনের:

লর্ডসে কেরিয়ারের শেষ ম্যাচেও বিশ্ব রেকর্ড তৈরি করেন ঝুলন গোস্বামী। বিশ্বে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে লর্ডসে দশ হাজার বল করার অনন্য নজির সষ্টি করেছেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কিংবদন্তির শেষ ম্যাচে তাঁকে স্মারক দিয়ে সম্মান জানায়। ঝুলন শেষ ম্যাচে ব্য়াটিং করতে আসার সময়ে তাঁকে গার্ড অব অনার দেয় ইংল্যান্ড দল।

ঘরের মেয়েকে বরণ করতে বিমানবন্দরে সিএবি সভাপতি:

ঘরের মেয়েকে বরণ করতে বিমানবন্দরে সিএবি সভাপতি:

মহান এই কিংবদন্তিকে বরণ করে নেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বয়ং সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। তাঁর সঙ্গেই ছিলেন বঙ্গ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার যুগ্ম সচিব দেবব্রত দাস। এছাড়াও উপস্থিত ছিলেন সিএবি'র বয়স ভিত্তিক দলের নারী খেলোয়াড়রা। তাঁরা পুস্পবৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানান প্রাক্তন ভারত অধিনায়ককে।

মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন একটা সময়ে আইপিএল-এ নজরকাড়া, বর্তমানে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ লামিছানেমানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন একটা সময়ে আইপিএল-এ নজরকাড়া, বর্তমানে ধর্ষণের দায়ে অভিযুক্ত সন্দীপ লামিছানে

English summary
Jemimah Rodrigues pens heartwarming open letter to Jhulan Goswami in Social Media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X