For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জয় শাহ সরাসরি বার্তা দিতেই মুখ পুড়ল পাকিস্তানের, এশিয়া কাপ নিয়ে কী সিদ্ধান্ত এসিসি-র বৈঠকে?

এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। পিসিবিও আর্থিক সঙ্কটে জেরবার। সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে এশিয়া কাপ। চূড়ান্ত সিদ্ধান্ত মার্চে।

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরছেই। আজ বাহরিনে বিসিসিআই সভাপতি তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠির সামনাসামনি কথা হয়েছে। তাতেই পাকিস্তানের মুখ পোড়া নিশ্চিত হয়ে গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে খবর, মার্চেই এশিয়া কাপ কোথায় হবে তা জানা যাবে।

এশিয়া কাপ সরছে পাকিস্তান থেকে

এশিয়া কাপ সরছে পাকিস্তান থেকে

এবার অক্টোবর-নভেম্বরে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপ হবে ৫০ ওভারের ফরম্যাটেই। সেপ্টেম্বরে তা আয়োজনের দায়িত্বে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু গত অক্টোবরেই জয় শাহ জানিয়ে দেন, এশিয়া কাপ পাকিস্তান থেকে সরানো হবে। ভারত এই টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না। তৎকালীন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা মুখ বাঁচাতে জয়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। এমনকী ভারতে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন।

পিসিবির মুখ পুড়ছে

পিসিবির মুখ পুড়ছে

নাজম শেঠি পিসিবি চেয়ারম্যান হিসেবে রামিজের স্থলাভিষিক্ত হওয়ার পরও নরম-গরম বিবৃতি দিয়ে জানাচ্ছিলেন, পাকিস্তানেই হবে এশিয়া কাপ। যদিও যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার সম্ভাবনা নেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সূচি জয় শাহ প্রকাশ করাতেও নাজম শেঠি অসন্তোষ প্রকাশ করেছিলেন। যদিও তিনি পদে বসার আগেই সূচি চূড়ান্ত হয়ে গিয়েছিল এসিসির বৈঠকেই। সেখানেও এশিয়া কাপে পাকিস্তানকেই আয়োজক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ভারত যাবে না পাকিস্তানে

ভারত যাবে না পাকিস্তানে

আজ বাহরিনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক ছিল। সেখানে এসিসির সদস্য দেশগুলির কর্তারা মিলিত হয়েছিলেন। সংবাদসংস্থার কাছে বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, বৈঠকে সদর্থক আলোচনা হয়েছে। পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর বিষয়টি আপাতত মার্চ অবধি মুলতুবি রাখা হয়েছে। তবে ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে। সে কারণে টুর্নামেন্ট সরাতেই হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমান গিলের মতো ক্রিকেটাররা না থাকলে স্পনসররাও পিছু হঠবে। সূত্র মারফত জানা গিয়েছে, পিসিবি চেয়ারম্যান হিসেবে নতুন টার্মে আসার পর নাজম শেঠি এই প্রথম এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন। তাতেই পাকিস্তান যদি এশিয়া কাপ আয়োজনের অধিকার হারায় তা সামগ্রিকভাবে মোটেই ভালো ঘটনা হতো না।

সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে

সংযুক্ত আরব আমিরশাহীতে হতে পারে

এমনিতেও পাকিস্তান মুদ্রাস্ফীতির সমস্যায় জেরবার। আর্থিক সংকট চলছে। এক মার্কিন ডলার পাকিস্তানের টাকায় ২৭৭ টাকা। এশিয়া কাপের আয়োজনে এসিসি অনুদান দিলেও তাও পিসিবিকে আর্থিক চ্যালেঞ্জ সম্পর্কে চিন্তামুক্ত করার পক্ষে যথেষ্টও নয়। সম্প্রচার থেকে যে রাজস্ব আদায় হবে তার ভাগ অংশগ্রহণকারী দেশ যাতে পায় তা সম্ভব হবে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরলে। তাই শারজা, দুবাই ও আবু ধাবিতেই হতে পারে এশিয়া কাপের ম্য়াচগুলি। আফগানিস্তানের জন্য বাজেট বরাদ্দ ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। মহিলা ক্রিকেট স্বাভাবিক করতেও সহযোগিতার আশ্বাস দিয়েছে এসিসি।

English summary
Jay Shah Sends Clear Message For Pakistan Cricket Board Regarding Asia Cup. UAE Frontrunner To Host Asia Cup, Decision On March.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X