For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই অর্ধে চলতি বছর রঞ্জি ট্রফি আয়োজন করবে বিসিসিআই

দুই অর্ধে চলতি বছর রঞ্জি ট্রফি আয়োজন করবে বিসিসিআই

Google Oneindia Bengali News

উত্তরোত্তর দেশের কোভিড পরিস্থিতি জটিল হওয়ার কারণে । সামগ্রিক পরিস্থিতি বিচার করে রঞ্জি ট্রফি সহ একাধিক ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এর মধ্যে রয়েছে কর্নেল সি কে নাইডু ট্রফি এবং মহিলাদের টি-২০ লিগ। দেশের শীর্ষ ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি স্থগিত হয়ে যাওয়ার ফলে চিন্তার ভাঁজ পড়েছিল রাজ্য সংস্থাগুলির আধিকারিকদের কপালে।

দুই অর্ধে চলতি বছর রঞ্জি ট্রফি আয়োজন করবে বিসিসিআই

তবে, তাঁদের আশ্বস্থ করে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিয়েছেন, রঞ্জি ট্রফি হবে এবং তা দু'টি ভাবে আয়োজন করা হবে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেছেন, "দু'টি অর্ধে এ বার রঞ্জি ট্রফি আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রথম অর্ধে লিগ পর্যায়ের সমস্ত ম্যাচ আয়োজন করার পরিকল্পনা করছি আমরা এবং নক আউট পর্যায়ের ম্যাচগুলি আয়োজিত হবে জুন মাসে।"

তিনি আরও বলেছেন, "এই মহামারির প্রভাব যাতে রঞ্জি ট্রফির উপর না পড়ে তার জন্য সব রকম ভাবে খেয়াল রাখছে আমার টিম। আমাদের সব থেকে গর্বের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট এই রঞ্জি ট্রফি। ভারতীয় ক্রিকেটকে লাগাতার প্রতিভা উঠে এসেছে এই রঞ্জি ট্রফির সৌজন্যেই।"

রঞ্জি ট্রফি যে এই বছর আয়োজিত হবেই তা বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও জানিয়েছিলেন। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে পাঠানো মেলে তিনি লিখেছিলেন, "আপনারা জানেন কোভিড পরিস্থিতি আরও খারাপ হওয়ার কারণে ঘরোয়া ক্রিকেট বর্তমানে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুততার সঙ্গে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা এবং কয়েকটি দলের একাধিক ক্রিকেটারের কোভিডে আক্রান্ত হওয়ার খবরও সামনে এসেছে। এর ফলে প্লেয়ার, অফিসিয়াল এবং টুর্নামেন্টের সঙ্গে জড়িত প্রত্যেকের স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। বিসিসিআই নিশ্চিত করতে চায় যে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে এলেই ফের ঘরোয়া ক্রিকেট চালু করার জন্য যা যা করণীর সব কিছু করবে বোর্ড। এই মরসুমের বাকি প্রতিযোগীতাগুলি সমপন্ন করতে আমরা বদ্ধপরিকর। কিছু দিনের মধ্যে নতুন রূপ রেখা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে বোর্ড। আপনাদের সমর্থন এবং সহযোগীতার জন্য ধন্যবাদ।" রঞ্জি ট্রফির কথা জয় শাহ জানালেও বাকি প্রতিযোগীতাগুলির ভবিষ্যৎ এখনও বিশবাঁও জলে।

উল্লেখ্য, ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কোভিডের কবলে পড়েছিলেন বাংলা দলের সাত ক্রিকেটার। কোভিড আক্রান্ত হয়েছিলেন মুম্বই দলের শিবম দুবে এবং ওই দলের ভিডিও অ্যানালিসিস্টও।

English summary
BCCI Secretary Jay Shah said that BCCI has decided to conduct prestigious Ranji Trophy in two phases this season. League stage matches will be conducted in First phase while knockouts to be held in june.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X