For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু-তিনবার পন্টিংকে আউট করার পর সুযোগ মিলেছিল দলে, মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পাওয়ার নেপথ্যের গল্প শোনালেন বুমরাহ

দু-তিনবার পন্টিংকে আউট করার পর সুযোগ মিলেছিল দলে, মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পাওয়ার নেপথ্যের গল্প শোনালেন বুমরাহ

Google Oneindia Bengali News

বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে গণ্য করা হয় জসপ্রীত বুমরাহকে। তিন ফরম্যাটের ক্রিকেটেই ভারতীয় দলের বোলিং লাইনআপের প্রধান ভরসা বুমরাহ। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে জসপ্রীতের পারফরম্যান্স প্রথম আলোড়ন তৈরি করে দেশের ক্রিকেট মহলে। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিত প্রথম বার গায়ে তোলা বুমরাহ অম্বানীদের ফ্রাঞ্চাইজি দলটির হয়ে ১০৬ ম্যাচে ১৩০ উইকেট এখনও পর্যন্ত সংগ্রহ করেছেন।

দু-তিনবার পন্টিংকে আউট করার পর সুযোগ মিলেছিল দলে, মুম্বই ইন্ডিয়ান্সে সুযোগ পাওয়ার নেপথ্যের গল্প শোনালেন বুমরাহ

আইপিএল-এর ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দশম স্থানে রয়েছে বুমরাহ। সম্প্রতী জাতীয় দলের সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে মুম্বইয়ের ক্যাম্পে প্রথম ডাক পাওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিলেন বুমরাহ এবং একই সঙ্গে জানিয়েছন অনুশীলনে দুই বা তিন বার পন্টিং'কে আউটও করেছিলেন তিনি।

বুমরাহ যখন প্রথম মুম্বইয়ের ক্যাম্পে ডাক পান তখন ফ্রাঞ্চাইজিটির অধিনায়কের দায়িত্বে ছিলেন রিকি পন্টিং। ২০১৩ সালে পন্টিং-এর পরিবর্তে এমআই-এর অধিনায়র নির্বাচিত হন রোহিত শর্মা।

অশ্বিনের সঙ্গে ইউটিউব আড্ডায় বুমরাহ বলেন, "আমি এবং অক্ষর দেরিতে ক্যাম্পি যোগ দেওয়ায় প্রথম ম্যাচটা আমরা খেলতে পারিনি। আমরা সৈয়দ মুস্তাক আলি খেলছিলাম এবং ক্যাম্পের জন্য আমাদের দেরিতে ডাকাও হয়েছিল। সেই সময় দল পুরো দমে বেঙ্গালুরুতে অনুশীলন করছে এবং আমরা মাত্র দুই দিনের জন্য দলের সঙ্গে অনুশীলন করতে পেরেছিলাম। প্র্যাক্টিস উইকেটে ভাল ঘাস ছিল। সেই সময়ে ২০১৩ সালে সাদা বলে ভাল সুইং হতো। (অনুশীলনে) আমি নতুন বলে বোলিং করছিলাম। আমি রিকি পন্টিং-কে বোলিং করছিলাম এবং সেই বড় ইনসুইঙ্গারগুলোই বের হচ্ছিল আমার হাত থেকে। প্রত্যেককে সমস্যায় ফেলেছিলাম। দুই বা তিন বার আমি ওঁকেও (পন্টিং) আউট করেছিলাম। যার ফলে আমাকে নিয়ে নিজেদের মধ্যে ওরা আলোচনা করে। এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে, একে খেলার সুযোগ দিয়ে দেখা যাক।"

আইপিএল-এর সাফল্য জাতীয় দলের রাস্তা খুলে দিয়েছিল বুমরাহের কাছে। ২০১৬ সালের ২৩ জানুয়ারি দেশের জার্সিতে অভিষেক হয় বুমরাহর। ২৬ জানুয়ারি আন্তর্জাতিক টি-২০ ফরম্যাটে অভিষেক ঘটে তাঁর। যদিও প্রথম টেস্ট ম্যাচ খেলার জন্য ২০১৮ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল এই বিধ্বংসী পেসারকে। ৬ জানুয়ারি ওই বছর বুমরাহের অভিষেক হয়েছিল লাল বলের ক্রিকেটে।

English summary
Jasprit Bumrah recalls his early days in Mumbai Indians. In a youtube chat with Ravichandran Ashwin, the speed star said he gets out rickey ponting two or three times during practice in IPL 2013.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X