For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jasprit Bumrah: জসপ্রীত বুমরাহ অনিশ্চিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজেও! কতদিনে কামব্যাক?

Google Oneindia Bengali News

জসপ্রীত বুমরাহ ছিটকে গিয়েছেন ভারত-শ্রীলঙ্কা একদিনের আন্তর্জাতিক সিরিজ থেকে। এখন যা পরিস্থিতি তাতে নিউজিল্যান্ড সিরিজেও খেলতে পারবেন না। এমনকী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজেও কটি টেস্টে তিনি খেলতে পারবেন বা আদৌ পারবেন কিনা, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

বুমরাহ ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে

বুমরাহ ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কা সিরিজ থেকে

বিসিসিআইয়ের তরফে আজ যখন বুমরাহর শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা জানানো হয়, তখন শুধু উল্লেখ করা হয়েছে পুরো ফিট হতে তাঁর আরও কিছুটা সময় লাগবে। কিন্তু ঠিক কতদিন লাগতে পারে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ চলাকালীন চোট পান এবং পিঠের এই চোটের কারণে টি ২০ বিশ্বকাপ থেকেও ছিটকে যান বুমরাহ। ফলে গত সেপ্টেম্বর থেকে তিনি মাঠের বাইরে। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজের দল যখন প্রথম ঘোষণা করা হয় তাতে বুমরাহর নাম না থাকলেও পরে বোর্ড সচিব জয় শাহ জানান, এই সিরিজে তিনি খেলবেন। কিন্তু সেটা আর হলো না।

অনিশ্চিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও

অনিশ্চিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টেও

জানা যাচ্ছে, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে ম্যাচ ফিট নিশ্চিত হতে যে পরীক্ষা দিতে হয় তাতে উত্তীর্ণ হয়েছিলেন বুমরাহ। এরপর বুমরাহ মুম্বইয়ে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি নিচ্ছিলেন। ওয়ার্কলোড বাড়াতেই ফের অস্বস্তি অনুভব করতে থাকেন। আপাতত যা ঠিক হয়েছে, তাতে বুমরাহর আরও এক মাস রিহ্যাব চলবে। নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি। বুমরাহ অন্তত প্রথম দুটি টেস্টে খেলতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে। এমনকী ওই সিরিজে খেলতে পারবেন কিনা তাও নির্ভর করবে তিনি কত দ্রুত ফিট হতে পারছেন তার উপর। তবে দেশের ১ নম্বর পেসারকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে না পাওয়া গেলে তা বড় ধাক্কা হবে ভারতের কাছে।

রোহিত কী জানালেন?

রোহিত কী জানালেন?

বুমরাহ ভারতীয় দলের সঙ্গে গুয়াহাটিতে না যাওয়াতেই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। তাঁকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপের কথা ভেবে। রোহিত শর্মা আজ গুয়াহাটিতে বলেন, বুমরাহর ক্ষেত্রে যেটা ঘটছে তা দুর্ভাগ্যজনক। এনসিএতে সব সময় কঠোর পরিশ্রম করে থাকেন জসপ্রীত। তিনি পুরো ফিট হয়ে যান, বোলিং-সহ যাবতীয় অনুশীলন শুরু করেন। গত দু-দিন ধরে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু তারপর হঠাৎই পিঠে অস্বস্তি বা আড়ষ্টভাব অনুভব করেন। তিনি নিজেই যখন এ কথা জানিয়েছেন তখন আমাদের সকলকেই সতর্ক থাকতেই হবে। এখন যে সমস্যা রয়েছে বুমরাহর তা গুরুতর কিছু নয়। আড়ষ্টভাব অনুভব করছেন। ফলে তাঁকে এই সময় না খেলানোই সঠিক পদক্ষেপ। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর ক্রমেই ওয়ার্কলোড বাড়াচ্ছিলেন বুমরাহ। তাঁর প্রতি আমাদের যত্নশীল থাকতেই হবে আমাদের। টি ২০ বিশ্বকাপের আগেও তিনি বড় ধরনের চোট পেয়েছিলেন। সে কারণেই যত্নশীল থাকাটা জরুরি।

আরও তিন সপ্তাহ বিশ্রাম

আরও তিন সপ্তাহ বিশ্রাম

ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছেন, বুমরাহ টি ২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর তাঁকে ৬ সপ্তাহ রিহ্যাবের পরামর্শ দেওয়া হয়। ২৫ নভেম্বর থেকে ট্রেনিং শুরু করেন। এনসিএতে বোলিং শুরু করেন ১৬ ডিসেম্বর। এনসিএ থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর মুম্বইয়ে নীতীন প্যাটেলের তত্ত্বাবধানে তাঁর বোলিংয়ের পরীক্ষা চলছিল। তা চলাকালীন পিঠে, বিশেষ করে যে হাত দিয়ে তিনি বোলিং করেন সেইদিকে অস্বস্তি বোধ করায় তিন সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তারপর ফের বোলিং শুরু করবেন। আইপিএলেও মুম্বই ইন্ডিয়ান্স যে সব ম্যাচে বুমরাহকে পাবে না সেটাও এখন দিনের আলোর মতো পরিষ্কার। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কারণেই বুমরাহ আইপিএলে সব ম্যাচে খেলবেন না।

English summary
Jasprit Bumrah Is Set To Miss Majority Of The Test Series Against Australia. He Will Need At Least Another Month Of Rehabilitation For Stiffness In His Right Glute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X