For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রুত ক্রিকেটে ফেরার শপথ নিয়ে ফ্যানেদের আশ্বাস দিয়ে কী লিখলেন বুমরাহ

পুরোপুরি ফিট হয়ে গেলে শীঘ্রই ক্রিকেটে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। পিঠের নিচের চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত।

  • |
Google Oneindia Bengali News

পুরোপুরি ফিট হয়ে গেলে শীঘ্রই ক্রিকেটে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। পিঠের নিচের চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন জসপ্রীত। চোট গুরুতর হলেও অস্ত্রোপচার করতে হয়নি। ফিজিওদের পরামর্শমতো এবার ধীরে ধীরে সেরে উঠছেন জসপ্রীত। মঙ্গলবার জিমে গা ঘামানোর ছবি পোস্ট কর দ্রুত ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন ভারতীয় ক্রিকেটার।

দ্রুত ক্রিকেটে ফেরার শপথ নিয়ে ফ্যানেদের আশ্বাস দিয়ে কী লিখছেন বুমরাহ

চোটের পর প্রথম জিম সেশনের ছবি পোস্ট করে কোহলির দলের তারকা পেসার সঙ্গে লেখেন, 'খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।' বুমরাহ আরও লেখেন, 'আপনার সামনের ক্রিকেট স্টেডিয়ামে শীঘ্রই দেখা হচ্ছে! ' পরে অবশ্য শেষ কমেন্টটি ডিলিট করে দেন জসপ্রীত। এরপর হাত ভাঁজ করে শরীরচর্চার একটি ইমোজি পোস্ট করেন তিনি।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Coming soon! 💪🏼 <a href="https://t.co/Nhrsusny1L">pic.twitter.com/Nhrsusny1L</a></p>— Jasprit Bumrah (@Jaspritbumrah93) <a href="https://twitter.com/Jaspritbumrah93/status/1189078250779136000?ref_src=twsrc%5Etfw">October 29, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার আগে ডাক্তারি পরীক্ষায় বুমরাহের পিঠের চোট ধরা পড়ে। চিকিৎসা করিয়ে এরপর জসপ্রীত আরও শক্তি নিয়ে ক্রিকেটে ফিরবেন বলে জানিয়েছিলেন। এদিনও শরীরচর্চার ছবি পোস্ট করে জসপ্রীত বুঝিয়ে দিলেন আরও শক্তি সংগ্রহ করে বাইশ গজে ফিরতে চলেছেন তিনি।

প্রসঙ্গত জসপ্রীতের পিঠের চোট নিয়ে শেষ কয়েক সপ্তাহে চিন্তা বাড়ছিলই। বুমরাহকে চোটমুক্ত করতে শেষ পর্যন্ত অস্ত্রোপচার করতে হবে কিনা, সেই নিয়ে আশঙ্কা তৈরি হয়। দলের বোলিং কোচ ভরত অরুণ অবশ্য জানিয়ে দেন,অস্ত্রোপচার করলে বেশ কয়েক মাসের জন্য বুমরাহ ছিটকে যেতে পারেন। সেকারণে বিকল্প পদ্ধতিতে বুমরাহের চিকিৎসা করা হচ্ছে। সেই চিকিৎসাতেই সারা দিয়ে জিমে ফিরে বুমরাহ জানিয়ে দিলেন, দ্রুত বাইশ গজে ফিরতে চলেছেন বুমবুম। সেক্ষেত্রে ডিসেম্বরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারেন বুমরাহ।

English summary
Jasprit bumrah hints he will Come back soon in cricket&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X