For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Jasprit Bumrah: ভারতীয় শিবিরে স্বস্তি! অবশেষে মাঠে ফিরছেন জসপ্রীত বুমরাহ, শ্রীলঙ্কা সিরিজেই শক্তিবৃদ্ধি

Google Oneindia Bengali News

জসপ্রীত বুমরাহকে নিয়ে স্বস্তির খবর নতুন বছরের শুরুতেই। ফিট হয়ে অবশেষে মাঠে ফিরছেন দেশের এক নম্বর পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ তিন ম্যাচের টি ২০ সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। এই সিরিজের পরেই রয়েছে একদিনের সিরিজ। তার দল ঘোষণা হয়েছিল আগেই। এবার সেই দলে যোগ করা হলো জসপ্রীত বুমরাহকে।

বুমরাহ খেলবেন শ্রীলঙ্কা সিরিজে

বুমরাহ খেলবেন শ্রীলঙ্কা সিরিজে

স্বাভাবিকভাবেই নির্বাচকদের সিদ্ধান্তে দাসুন শনাকার দলের বিরুদ্ধে শক্তিবৃদ্ধি হলো ভারতের। গত বছরের সেপ্টেম্বর থেকে চোটের কারণে মাঠের বাইরে বুমরাহ। খেলতে পারেননি এশিয়া কাপ ও টি ২০ বিশ্বকাপে। পিঠের চোট ভোগাচ্ছিল তাঁকে। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব চলছিল। সেখান থেকেই এবার খেলার ব্যাপারে মিলেছে সবুজ সঙ্কেত। বিসিসিআই সচিব জয় শাহ বিবৃতি মারফত জানিয়েছেন, খুব শীঘ্রই বুমরাহ ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ভারতীয় দল ঘোষণা হয়েছিল ২৭ ডিসেম্বর। তখনও বুমরাহ ফিট ছিলেন। কিন্তু নির্বাচকরা সতর্ক ছিলেন। কেন না, এশিয়া কাপ খেলতে না পারলেও টি ২০ বিশ্বকাপের আগে বুমরাহকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে নেওয়া হয়েছিল। হায়দরাবাদ ম্যাচটি খেলার পরই ফের চোট পেয়ে তিনি ছিটকে যান।

শক্তি বাড়ল ভারতীয় বোলিংয়ের

শক্তি বাড়ল ভারতীয় বোলিংয়ের

টি ২০ সিরিজে ভারত বেশিরভাগ তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে সিনিয়রদের। তবে রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুলরা একদিনের সিরিজের দলে রয়েছেন। যেহেতু চলতি বছর দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপ রয়েছে এবং ভারতও তার আগে ওডিআই-ই বেশি খেলবে সে কারণে বুমরাহর দলে ফেরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি বিসিসিআই যে পর্যালোচনা বৈঠক ডেকেছিল তাতে বিশ্বকাপের কথা মাথায় রেখে ২০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে। ভারত চলতি বছর যে একদিনের আন্তর্জাতিকগুলি খেলবে তাতে এই ক্রিকেটারদেরই ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে।

শনাকাদের বিরুদ্ধে মেন ইন ব্লু

শনাকাদের বিরুদ্ধে মেন ইন ব্লু

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের একদিনের সিরিজের দলে রয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক ও অর্শদীপ সিং।

কবে কোথায় ম্যাচ?

কবে কোথায় ম্যাচ?

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১০ জানুয়ারি গুয়াহাটিতে। ১২ জানুয়ারি কলকাতায় দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। ১৫ জানুয়ারি ত্রিবান্দ্রমে তৃতীয় একদিনের আন্তর্জাতিক। এই সিরিজের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতেই ওডিআই ও টি ২০ আন্তর্জাতিক সিরিজ রয়েছে ভারতের। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ও একদিনের সিরিজ।

English summary
Jasprit Bumrah Has Been Added To India's ODI Squad For The 3-Match Series Against Sri Lanka. Bumrah Was Out Of Cricketing Action Since September 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X