For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট-রাহুলদের অনুশীলন শুরু একদিনের সিরিজের জন্য, নেতা হিসেবে কাকে মানছেন বুমরাহ?

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয় অধরাই থেকে গিয়েছে। তবে একদিনের সিরিজ জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করাই লক্ষ্য ভারতের। দক্ষিণ আফ্রিকায় ভারতের একদিনের দলকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আজ থেকে পার্লের বোল্যান্ড পার্কে অনুশীলনও শুরু করেছে মেন ইন ব্লু। জসপ্রীত বুমরাহর সাংবাদিক বৈঠকে ঘুরেফিরে এলো বিরাট-প্রসঙ্গ।

বিরাটের সিদ্ধান্ত নিয়ে

শনিবারই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। অনুশীলন থেকে সাংবাদিক বৈঠক- আলোচনার মধ্যমণি তিনিই। আজ ভারতের সহ অধিনায়ক জসপ্রীত বুমরাহ ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। বিরাটের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, বিরাটের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত সঠিক কিনা তা বিচার করতে আমি এখানে আসিনি। এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, আমরা প্রত্যেকে সেই সিদ্ধান্তকে সম্মান করি। শরীর বা মনের কী অবস্থা উপলব্ধি করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তা তিনিই বলতে পারবেন। তবে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরাটের নেতৃত্বে খেলতে পারা আমাকে অত্যন্ত আনন্দ দিয়েছে। বিরাটের অধিনায়কত্বেই আমার টেস্ট অভিষেক। দলের মধ্যে প্রচুর এনার্জি এনে দিয়েছেন বিরাট। তিনি আমাদের দলে নেতার মতোই থাকবেন, দলের প্রতি তাঁর অবদান প্রচুর।

জানতে পারেন টিম মিটিংয়ে

জানতে পারেন টিম মিটিংয়ে

বুমরাহ জানান, আমরা যাঁরা দলে রয়েছি প্রত্যেকেই একে অপরের ঘনিষ্ঠ। আমরা টিম মিটিংয়েই তাঁর টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্তের কথা জানতে পারি। তাঁর নেতৃত্বের মূল্য সম্পর্কে যেমন আমরা ওয়াকিবহাল, তেমনই তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই। ভারতের অধিনায়ক হিসেবে তিনি যা অর্জন করেছেন তার জন্য আমরা তাঁকে অভিনন্দন জানিয়েছি। যে প্রাণশক্তির তিনি দলের মধ্যে সঞ্চার ঘটিয়েছেন, তাতে ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন আনতেও তিনি সক্ষম হয়েছেন। প্রত্যেকে এখন আগের তুলনায় অনেক বেশি ফিট, এতেও বিরাটের প্রচুর অবদান রয়েছে। তিনি দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাঁর সহযোগিতা, ক্রিকেটীয় জ্ঞান আমাদের দলকে সমৃদ্ধ করবে। তাঁর বিভিন্ন খুঁটিনাটি পরামর্শগুলির দিকেও আমরা তাকিয়ে থাকব।

দলের উপর প্রভাব পড়বে না

দলের উপর প্রভাব পড়বে না

একদিনের সিরিজের আগে বিরাটের সিদ্ধান্ত কিংবা সাদা বলের ক্রিকেটে অধিনায়ক পরিবর্তনের প্রভাব দলের উপর পড়বে না বলেও আশাবাদী বুমরাহ। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয় না কোনও পার্থক্য লক্ষ্য করা যাবে বলে। আমরা প্রত্যেকে যে যতটা পারি দলের জন্য নিজেদের উজাড় করে দিতে মুখিয়ে থাকি। ফলে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়া সমস্যার কিছু নয়। পরিবর্তন হয়েই থাকে। কিন্তু দল যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে সেটা সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। প্রত্যেকেই ইতিবাচক থেকে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছেন।

নতুন দায়িত্বে

নতুন দায়িত্বে

বুমরাহ এখন সহ অধিনায়ক হয়েছেন। কেপ টাউন টেস্টেও একই ভূমিকা পালন করেছেন। তিনি দেশকে নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা সে সংক্রান্ত প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, আমি যে কোনও মূল্যে দলের জন্য অবদান রাখতে প্রস্তুত। দেশকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব পেলে নিশ্চিতভাবেই ভেবে দেখব। তবে ওই পদ পেতে আমি যে লালায়িত বা পদের পিছনে ছুটব একেবারেই তা নয়। আমি নিজের দায়িত্ব পালনকেই প্রাধান্য দিয়ে থাকি। পদ পেলাম কি না পেলাম সেটা আমার কাছে কোনও বিষয় নয়। দেশকে নেতৃত্ব দিতে পারার মতো বড় বিষয় কিছু হতে পারে না। কিন্তু আপাতত আমি দলকে কতটা দিতে পারছি তার উপরই আমার যাবতীয় ফোকাস। রাহুলকে যেমন সহযোগিতার জন্য বুমরাহ প্রস্তুত, তেমনই তিনি বলেছেন যখন দায়িত্ব পাইনি, তখনও তরুণ ক্রিকেটারদের সাহায্য করেছি।

সিরাজ ফিট?

বুমরাহ আশাপ্রকাশ করেন, মহম্মদ সিরাজ একদিনের সিরিজ শুরুর আগে ফিট হয়ে যাবেন। অনুশীলনেও কোনওরকম অস্বস্তি দেখা যাচ্ছে না। দলে চোট সমস্যা নেই বলেও দাবি করেছেন ভারতের স্পিডস্টার। ২০২৩ সালের বিশ্বকাপের লক্ষ্যে ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা মাথায় রেখেই দল এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। একদিনের সিরিজে সীমিত ওভারের ফরম্যাটে গতির অস্ত্রে প্রোটিয়াদের উপর আঘাত হানতে চাইছেন তিনি।

(ছবি- বিসিসিআই টুইটার)

English summary
India's Vice Captain Jasprit Bumrah Hails Virat's Immense Contribution. He Says Kohli Will Always Be A Leader In Our Group.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X