For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহানেকে লজ্জায় ফেললেন বুমরাহরা, পন্থের চেয়ে এগিয়ে ঋদ্ধি! ভারতীয়দের টেস্ট ব্যাটিংয়ের পরিসংখ্যান

Google Oneindia Bengali News

জোহানেসবার্গ টেস্টে ভারতের মিডল অর্ডার ডাহা ফেল। লোয়ার অর্ডার কিছুটা মান বাঁচানোয় প্রথম ইনিংসে ২০২ রান তুলতে সক্ষম হয়েছে ভারত। জবাবে মহম্মদ শামির বলে এইডেন মার্করামের উইকেট হারিয়ে দিনের শেষে ১৮ ওভারে ১ উইকেটে ৩৫ তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডিন এলগার ১১ ও কিগান পিটারসেন ১৪ রানে অপরাজিত রয়েছেন।

চাপে ভারত

চাপে ভারত

ভারত এই টেস্টে পূর্ণশক্তির দল নামাতে পারেনি। রোহিত শর্মা আগেই দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গিয়েছেন। পিঠের চোটের কারণে শেষ মুহূর্তে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারের পেটের গণ্ডগোল। ফলে এক বছর পর টেস্টে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী। জোর জল্পনা চলছে চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানের অফ ফর্ম নিয়ে। দ্বিতীয় ইনিংসে রান না পেলে ওয়ান্ডারার্সেই তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারে যবনিকা পড়তেই পারে।

রাহানের চেয়ে এগিয়ে বুমরাহরা!

রাহানের চেয়ে এগিয়ে বুমরাহরা!

অজিঙ্ক রাহানে জোহানেসবার্গে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের সপ্তম টেস্টটি খেলছেন। ১২টি ইনিংসে তাঁর রান মাত্র ২১৬, সর্বাধিক ৬১। আজ শূন্যে আউট হওয়ার পর ব্যাটিং গড় ১৮! ১টি অর্ধশতরান, ২ বার শূন্যে আউট। অবাক করার মতো ব্যাপার হলো, আজ ১১ বলে ১৪ রানে অপরাজিত থাকা জসপ্রীত বুমরাহর টেস্টে ব্যাটিং গড়ও গত ইংল্যান্ড সিরিজ থেকে ধরলে রাহানের চেয়ে বেশি। বুমরাহ এই সময়কালে ৬টি টেস্টে ১০টি ইনিংসে চারবার অপরাজিত থেকে মোট ১২২ রান করেছেন, সর্বাধিক রান অপরাজিত ৩৪, ব্যাটিং গড় ২০.৩৩। শার্দুল ঠাকুরও এদিন শূন্যে আউট। অলরাউন্ডার হিসেবে তাঁর পক্ষে জায়গা ধরে রাখা কঠিন। তবে শার্দুলের ব্যাটিং গড়ও রাহানের চেয়ে বেশি। ইংল্যান্ড সফর থেকে ধরলে শার্দুল এখনও অবধি ৪টি টেস্টে ৬ ইনিংসে ১৩১ রান করেছেন। সর্বাধিক ৬০, ব্যাটিং গড় ২২.৫০। ২টি অর্ধশতরান রয়েছে, ২ বার আউট শূন্যে।

এগিয়ে রাহুল

এগিয়ে রাহুল

ব্যাটারদের মধ্যে ইংল্যান্ড সফর থেকে পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বেশি রান করেছেন লোকেশ রাহুল। ৬ টেস্টে ১১ ইনিংসে ৫১১ রান করেছেন, সর্বাধিক ১২৯, গড় ৪৬.৪৫। ২টি শতরান, ২টি অর্ধশতরান রয়েছে, ১ বার শূন্য রানে আউট হয়েছেন। বিশেষজ্ঞ ব্যাটারদের মধ্যে গড় সবচেয়ে বেশি রোহিত শর্মার। রোহিত ইংল্যান্ডে চারটি টেস্টে ৮ ইনিংসে ১ বার অপরাজিত থেকে মোট ৩৬৮ রান করেছেন। সর্বাধিক ১২৭, ব্যাটিং গড় ৫২.৫৭। ১টি শতরান ও ২টি অর্ধশতরান রয়েছে। শ্রেয়স আইয়ার ২টি টেস্ট খেলেছেন, চারটি ইনিংস মিলিয়ে রান ২০২। সর্বাধিক ১০৫, ব্যাটিং গড় ৪৭.৪২, ১টি শতরান ও ১টি অর্ধশতরান পেয়েছেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ব্যাটিং গড় অক্ষর প্যাটেলের। ২টি টেস্টে তিনি ২ বার অপরাজিত থেকে মোট ১২৪ রান করেছেন। সর্বাধিক ৫২, গড় ৬২। একটিই অর্ধশতরান পেয়েছেন।

ওপেনারদের দৌড়

ওপেনারদের দৌড়

ওপেনারদের মধ্যে ময়াঙ্ক আগরওয়াল চারটি টেস্টে ৭ ইনিংসে ৩৩২ রান করেছেন, সর্বাধিক ১৫০। তাঁর ব্যাটিং গড় ৪৭.৪২। ১টি শতরান ও ২টি অর্ধশতরান। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ৬০ করার পর দ্বিতীয় ইনিংসে ৪ রানে ফেরেন। জোহানেসবার্গে ভালো শুরু করলেও তা বড় রানে কনভার্ট করতে পারেননি। শুভমান গিল ২টি টেস্টে ৪ ইনিংসে ১৪৪ রান করেছেন, সর্বাধিক ৫২, গড় ৩৬। একটি অর্ধশতরান রয়েছে গিলের, তাঁকে ইতিমধ্যেই মিডল অর্ডারে খেলানোর ব্যাপারে ভাবনাচিন্তা চালাচ্ছেন নির্বাচকরা।

মিডল অর্ডার নড়বড়ে

মিডল অর্ডার নড়বড়ে

বিরাট কোহলি ৬টি টেস্টে ১১ ইনিংসে ৩০৭ রান করেছেন, সর্বাধিক ৫৫, গড় ২৭.৯০। ২টি হাফ সেঞ্চুরি আছে, ২ বার শূন্যে আউট হয়েছেন। চেতেশ্বর পূজারা ৮ টেস্টে ১৫ ইনিংসে ১ বার অপরাজিত ছিলেন, রান করেছেন ৩৪১, সর্বাধিক ৯১, গড় ২৪.৩৫। হনুমা বিহারী আজ ২০ রান করায় তাঁর ব্যাটিং গড় ২০। রবীন্দ্র জাদেজা ৫ টেস্টে ৯ ইনিংসে ২১০ রান করেছেন। সর্বাধিক ৫৬, গড় ২৩.৩৩। ২টি অর্ধশতরান করেছেন জাড্ডু। রবিচন্দ্রন অশ্বিন এদিন ৪৬ রান করায় ৪ টেস্টে তাঁর রান হলো ১৩৪, সর্বাধিক রান আজকের ইনিংসটিতেই। অশ্বিনের ব্যাটিং গড় (২২.৩৩)-ও রাহানের চেয়ে বেশি।

উইকেটকিপারদের লড়াই

উইকেটকিপারদের লড়াই

ঋষভ পন্থ ইংল্যান্ড সফর থেকে আজ অবধি ৬টি টেস্টে ১০ ইনিংসে ২০৫ রান করেছেন সর্বাধিক ৫০, গড় ২০.৫০, একটিই হাফ সেঞ্চুরি রয়েছে। উইকেটকিপিংয়ের মানের পাশাপাশি ব্যাটিং গড়েও পন্থের চেয়ে এগিয়ে ঋদ্ধিমান সাহা। ঋদ্ধি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টে মোট ১০২ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৬১। তাঁর ব্যাটিং গড় ৩৪। এরপরও কেন পন্থকেই টানা ব্যর্থতা সত্ত্বেও খেলিয়ে যাওয়া হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ব্যাট হাতে বোলাররা

ব্যাট হাতে বোলাররা

বাকি বোলারদের মধ্যে অনেকের চেয়ে ব্যাটিং গড়ে এগিয়ে উমেশ যাদব। তিনি তিনটি টেস্টে ৪৫ রান করেছেন, ২ বার অপরাজিত থাকায় ব্যাটিং গড় ২২.৫০, সর্বাধিক রান ২৫। মহম্মদ শামি ৫ টেস্টে ৮ ইনিংসে ১ বার অপরাজিত থেকে মোট ৯৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৫৬, ব্যাটিং গড় ১৩.২৮। জয়ন্ত যাদব ১টি টেস্টে ১৮ রান করেছেন, সর্বাধিক ১২, গড় ৯। ইশান্ত শর্মা তিনটি টেস্টে ৫ ইনিংসে ১ বার অপরাজিত থেকে ৩৪ রান করেছেন, সর্বাধিক ১৬, গড় সাড়ে আট। মহম্মদ সিরাজ সাতটি টেস্টে ১০ ইনিংসে সবচেয়ে বেশি ৫ বার অপরাজিত থেকে ২৩ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ৭, ব্যাটিং গড় ৪.৬০।

English summary
Jasprit Bumrah Averages More Than Ajinkya Rahane Since The Start Of The England Series In ICC WTC. KL Rahul Has Scored Most Runs Among Indians Till Date In Tests.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X